নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঘোষ পাড়ার এক ছেলে

১০ ই মে, ২০১৮ রাত ৯:৩৫


শহীদুল ইসলাম প্রামানিক

ওরে হারু, জানিস নাকি
ঘোষ পাড়ার এক ছেলে
দুধের মধ্যে পানি মিশিয়ে
গেছে নাকি জেলে।

দুধের মধ্যে আরো নাকি
গোবর-চোনাও ছিল
বলতো হারু-- কেমন করে
দুধে গোবর দিল?

জবাব দিতে পারছিস নাতো
মাথা চুলকিয়ে মরছিস
প্রশ্ন শুনে বোঝাই যাচ্ছে
বহুত ঘোরে পড়ছিস।

ইন্সপেক্টার ঘুষ চেয়েছে
তাতে হয়নি রাজি
এতেই নাকি ঘাড়টা ধরে
নিয়ে গিয়েছে পাজি।

এখন নাকি জেল হবে তার
জামিন নাকি নাই
কেসটা নাকি খুবই কঠিন--
ভাবছি বসে তাই?

সত্য পথে চলতে গেলে
এমন যদি হয়
দেশ-জনতা চলবে কেমনে,
সেইটা নিয়েই ভয়!

ছবিঃ গুগল

মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৩৯

মনিরা সুলতানা বলেছেন: বাস্তবতা তুলে এনেছেন প্রামানিক ভাই;
অনিয়ম ই এখন নিয়ম হয়ে গেছে :(

১০ ই মে, ২০১৮ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মনিরা সুলতানা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইন্সপেক্টরকে ঘুষ দিলে এমন মজার ছড়া কোথায় পেতাম?


ধন্যবাদ প্রামানিক ভাই।

১০ ই মে, ২০১৮ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: হা হা হা আপনার কথাও তো মন্দ নয়, অপরাধ না করলে অপরাধী বলবো কাকে। ধন্যবাদ হেনা ভাই।

৩| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৫২

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি ছড়া। আপনার প্রতিটি ছড়া পড়তে আমার খুব ভাল লাগে।

১০ ই মে, ২০১৮ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৪| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৫৯

আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ

১০ ই মে, ২০১৮ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ১০ ই মে, ২০১৮ রাত ১০:০২

মোছাব্বিরুল হক বলেছেন: সুন্দর লিখেছেন।

১০ ই মে, ২০১৮ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ১০ ই মে, ২০১৮ রাত ১০:২২

হাসান রাজু বলেছেন: ছড়াতো ছড়াই । আপাতদৃষ্টিতে বিষ দন্তহীন । কিন্তু যে নির্মম বিষয় তুলে ধরেছেন সেটা সে ই বুঝবে যে একবার এই যন্ত্রণায় পড়েছে ।
তখন ছোট ছিলাম । এরশাদের আমলে । আমাদের পরিচিত একজনের সরকারি চাকুরের কলেজ পড়ুয়া ছেলেকে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে গিয়েছিল । থানা পুলিশের অভিজ্ঞতা বলতে পরিবারের কর্তার শুধু চলার পথে রাস্তা থেকে ঘাড় বেঁকিয়ে থানা দেখা পর্যন্তই । ৩ / ৪ টা দিন ওদের কি যে গেছে আজও চোখের সামনে ভাসে।

১০ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: আমার এক পরিচিত ছেলে নতুন চাকরি পেয়ে খুশিতে বায়তুল মোকাররমে এসেছিল নামজ পড়তে, এসেই ধরা। পাক্কা সাতাশি দিন জেল খেটে বের হতে হয়েছিল। তাকে জেল থেকে বের করতে গিয়ে পুরো পরিবার পথে বসার অবস্থা।

৭| ১০ ই মে, ২০১৮ রাত ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমরা দুধে জল মেশাই বলেই সুন্দর ছড়াটি পেলাম। তাহলে আমারা বরং আমাদের জল মেশানো কালচার ধরেই রাখবো।

প্রামাণিক ভায়ের ছড়া মানে আলাদা ভালো লাগা।

অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি ভাইকে।

১০ ই মে, ২০১৮ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ১৯৮৩ সালে আমি জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে কিছু দিন ছিলাম। বাজারে গিয়ে দেখেছি দুধে জল মেশানো কাহাকে বলে?
তবে আপনি ঠিকই বলেছেন, দুধে জল না মেশালে এ দৃশ্যও দেখতাম না ছড়াও লিখতাম না। ধন্যবাদ পদাতিক দা।

৮| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪৬

সোহানী বলেছেন: ওটা কিছু না........ ইয়াবা যে দেই নাই সেইটাই বেশী। এখনতো শুনি ইয়াবার পুটলি চালান করে দিয়ে ঘুষ চায় যখন তখন!!!!!!

১০ ই মে, ২০১৮ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: কাউকে ফাঁসাতে গেলে কত কিছু দিয়ে ফাঁসানো যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য শুভ্চেছা রইল।

৯| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

মাআইপা বলেছেন: এখনকার বাস্তবতা।

শুভকামনা রইল

১১ ই মে, ২০১৮ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইল।

১০| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রামাণ্য দলিল তুলে ধরলেন প্রামানিক ভাই !
৫৭ ধারা বলে আরো একটা মন্ত্রও পয়দা করেছে। সেই মন্ত্রবলে আরো কতোকি ঝাড়ফুঁক করে কে জানে ?
ভাল থাকুন তবু দুধে জলে। শুভেচ্ছা।

১১ ই মে, ২০১৮ রাত ১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মুল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:


মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ

১১ ই মে, ২০১৮ রাত ১:০১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।

১২| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১৮

ঢাকার লোক বলেছেন: জলও দিব, ঘুষও দিব ইন্সপেক্টর রাজি
ইন্সপেক্টর বনধু আমার, প্রমানিক ভাই ...

১১ ই মে, ২০১৮ রাত ১:০২

প্রামানিক বলেছেন: ইন্সপেক্টরের মন মত চললে অবশ্যই সে কারো ক্ষতি করবে না। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

১৩| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



অনিয়ম এখন নিয়ম হয়েছে
বলব কি আর ভাই,
ভালো হয়েছে ছড়া কবিতা
এমন আরো চাই।

১১ ই মে, ২০১৮ রাত ১:০২

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন, অনিয়মই এখন নিয়ম হয়েছে।

১৪| ১০ ই মে, ২০১৮ রাত ১১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১১ ই মে, ২০১৮ রাত ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ১১ ই মে, ২০১৮ রাত ১:০৩

ঢাকার লোক বলেছেন: দেশের এমনি ধারা
ঘুষ না দিবে যারা
জেলে যাবে তারা !

১১ ই মে, ২০১৮ রাত ১:০৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। শুভ্চেছা রইল।

১৬| ১১ ই মে, ২০১৮ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: পুলিশরাই এখন সবার সেরা, আমরা তো শুধু আম, জাম, কাঠাল পাবলিক............ছড়ায় ভাইটামিন আছে :)

১১ ই মে, ২০১৮ সকাল ১১:২০

প্রামানিক বলেছেন: হে হে হে আপনি ছড়ায় ভাইটামিন পাইলে আমার ছড়া লেখা সার্থক।

১৭| ১১ ই মে, ২০১৮ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই মে, ২০১৮ সকাল ১১:২১

প্রামানিক বলেছেন: চায়ের মধ্যে কারে চুবাইতেছেন?

১৮| ১১ ই মে, ২০১৮ সকাল ৮:৪০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১১ ই মে, ২০১৮ সকাল ১১:২১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৯| ১১ ই মে, ২০১৮ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল লেগেছে প্রামানিক ভাই।

১১ ই মে, ২০১৮ সকাল ১১:২২

প্রামানিক বলেছেন: ছড়া ভালো লাগায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।

২০| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:

দুধ আল্লাহ দান
পানিও আল্লাহ দান
মিশালে সমস্যা নাই ।। ;)


ছন্দ ভালো লিখেছেন ভাই।

১১ ই মে, ২০১৮ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: দুধ আল্লাহর দান পানিও আল্লাহর দান মিশালে সমস্যা নাই,
খুবই ভালো কথাই বলেছেন,
মানুষও আল্লাহর দান বাঁশের লাঠিও আল্লাহর দান পেটন দিলেও সমস্যা নাই।

ধন্যবাদ আপনার রসালো মন্তব্যর জন্য।

২১| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮

জুন বলেছেন: ছড়া পড়তে ভালোলাগলেও এসব বাস্তবতায় মনটা অত্যন্ত খারাপ হয়ে যায় প্রামানিক ভাই ।
মাঝে মাঝে মনে হয় এদেশে আমাদের বেচে থাকাটাই এক অলৌকিক ব্যপার ।
+

১১ ই মে, ২০১৮ দুপুর ২:০৯

প্রামানিক বলেছেন: বিনা কারণে যখন কেউ ক্ষতিগ্রস্ত হয় তখন দেখলে খুব খারাপই লাগে। ধন্যবাদ জুন আপা।

২২| ১১ ই মে, ২০১৮ সকাল ১১:৫২

আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো প্রামাণিক ভাই... আমার এক বন্ধু পুলিশের নোংরামির কারণে থানাকে বলেছিল ঘোষালয়... এবং এটাই সত্যি...

১১ ই মে, ২০১৮ দুপুর ২:১০

প্রামানিক বলেছেন: অনেক কিছুই মেনে নেয়ার মত নয়।

২৩| ১১ ই মে, ২০১৮ দুপুর ১২:০৩

তারেক_মাহমুদ বলেছেন: খুব মজা করে লিখেছেন প্রামাণিক ভাই, গ্রামের কিছু মানুষ এখনো দুধে জল মেশায় না,ভাল মামুষ এখনো পৃথিবীতে আছে।

১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: অনেককেই দেখেছি দুধে জল মেশানোটা পাপ মনে করে এবং দুধে জল দিলে বাছুর ক্ষতিগ্রস্ত হবে এমন ভাবনা থেকেই অনেকে দুধে জল দেয় না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৪| ১১ ই মে, ২০১৮ দুপুর ১:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাস্তবতার নিরিখে একটি অনবদ্য ছড়া।

১১ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ১১ ই মে, ২০১৮ রাত ৮:১১

শিখা রহমান বলেছেন: ছড়াটা সুন্দর। বাস্তবতা তুলে ধরেছেন। শুভকামনা।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শিখা রহমান। অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৫২

সনেট কবি বলেছেন:



ঘোষ পাড়ার ছেলে হয়ে
দেবেনা সে ঘুষ
এ জামানার ছেলে হয়ে
নেই যে তার হুঁস।

হুঁস ফিরাতে পুলিশ তারে
ফেল্ল গরম তেলে
সে সুবাধে সে রয়েছে
এখন পড়ে জেলে।

একখানা চাকরি পেতে
লাগে টাকার বস্তা
তারে কেউ খাজনা দিবে না
জগৎ কি এত্ত সস্তা?

খাজনা যদি না পান
জমিদার বাবু
তবে তার পিশনিতে
প্রজা হবে কাবু।

দোষ যদি না পান
খুঁজে নিবে তিনটা
তবু ভাল থাকা চাই
জমিদারের দিনটা।

এলে বেলে করে বাপু
চলবে না যে দিন
সবার জানা থাকা ভাল
সে পরের অধীন।

স্বাধীন দেশে থাকবে শুধু
পাজির স্বাধীণতা
ভালোর জন্য আছে জেল
আছে অধীনতা।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন:
ভালো লাগল ছন্দ আপনার
লিখছেন চমৎকার
আপনার ছন্দ ভালো লাগায়
পড়লাম বারংবার।

২৭| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: পড়লাম এবং অনেক মজা পেলাম।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৮| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৪২

হাফিজ বিন শামসী বলেছেন:
ছড়ায় ছড়ায় সমাজের অসহায় মানুষের প্রতিচ্ছবি।

আজকাল অনেক কবি, সাহিত্যিক সস্তা পরিচিত লাভের আশায় নোংরা পথ অবলম্বন করে। আপনি তাদের থেকে আলাদা। দোয়া করি, আপনার এই ধারাটা যেন অব্যাহত থাকে।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। শুভ্চেছা রইল।

২৯| ১১ ই মে, ২০১৮ রাত ১১:০৬

ভুয়া মফিজ বলেছেন: দারুন বাস্তব-ধর্মী ছড়া। খুব ভালো লাগলো।

১১ ই মে, ২০১৮ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১২ ই মে, ২০১৮ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রামানিক ভাই চিন্তায় পড়ে গেলাম। #:-S

আগেই ভাবতেছিলাম ঘুষ পাড়ার ছেলে কি বলে?
:P

১২ ই মে, ২০১৮ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: ভাই করার কিছু নাই, আমাদের ভাগ্যটাই এমন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.