নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বাজেট বাড়লেও দাম বাড়ে না

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:২২


শহীদুল ইসলাম প্রামানিক

আসছে নাকি বিশাল বাজেট
হাতির পিঠে চড়ে
কেমন বাজেট, কত বড়
আছে মানুষ ঘোরে!

বাজেট শুধু বেড়েই যাচ্ছে
কমার নাম তো নাই
বাড়ার সাথে মন্ত্রীর কথার
মিল পাইনা তাই।

বাজেট বাড়লে মূল্য বাড়ে
বাড়ে পণ্যের দাম
বাড়তি মূল্যে জনগণকে
ঝরাতে হয় ঘাম।

কিন্তু যখন মন্ত্রী বলে--
দাম বাড়েনি কিছু।
হিসাব করলে মাথা ঘোড়ে
প্রত্যেক মাথা পিছু।

জুলুম হলেও করের বোঝা
জনগণের ঘাড়ে
বুঝেও যদি না বুঝে কেউ
কে বুঝাবে তারে?

ছবিঃ গুগল

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: মালরে কে বোঝাবে সেইটাই তো বুঝিনা।
ছড়া ভাল হয়েছে ভাইয়।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: তিনি মাঝে মাঝে কিছু কথা বলেনে যা হাসির খোরাক যোগায়। হিসাব করে কথা বলা উচিৎ। ধন্যবাদ মন্তব্যর জন্য।

২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৩

বিজন রয় বলেছেন: সুপ্রভাত।
ভাল আছেন?

কম পোস্ট দিচ্ছেন কেন আজকাল?

০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: সুপ্রভাত বিজন রয়, আমি মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন? সময়ের অভাব কিছু স্বাস্থ্যগত সমস্যাও আছে যে কারণে লেখা কম পোষ্ট হচ্ছে। সময় সুযোগ অনুকুলে থাকলে আবার বেশি বেশি পোষ্ট করার চেষ্টা করবো।

৩| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বা‌জেট‌রে ডরাই। বা‌জেট যেন রাক্ষস হ‌য়ে আ‌সে।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০০

প্রামানিক বলেছেন: ডরায়া লাভ নাই, যেটা ঘাড়ে চাপার চেপেই পড়বে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৪| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৩

বিজন রয় বলেছেন: আপনার ছড়ার দাম কিন্তু অনেক, এটার সাথে বাজেটের কোন সম্পর্ক নেই।

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০১

প্রামানিক বলেছেন: হা হা হা কথা মন্দ বলেন নাই। উৎসাহিত হলাম। শুভেচ্ছা রইল।

৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০০

সবুজের ইবনে বতুতা বলেছেন: আহা কি দারুন ছড়া!

০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৬| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: বাজেট মানেই জিনিষ পত্রের দাম হু হু করে বেড়ে যাওয়া। সুন্দর ছড়া।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: বাজেট বাড়লেই জিনিষ পত্রের দাম বেড়ে যায় অথচ মন্ত্রী বলে বাড়ে নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশাল বাজেট মানেই বিশাল উন্নয়ন নয়।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৫

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই। ধন্যবাদ

৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: অঅমার কথা কি আপনার মনে আছে?

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

প্রামানিক বলেছেন: ভাই বিজন রয়, আপনার কথা মনে থাকবে না এটা কি করে ভাবলেন? স্মৃতি শক্তি এখনো অত কমে নাই তো। ধন্যবাদ রসিকতা করে পুনরায় মন্তব্য করার জন্য।

৯| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সামনে বাজেট হবে ৪লাখ ৬০-৬৮হাজার কোটি টাকা!

মাথামোটা নেতারা আবারো টাকাগুলোর শ্রাদ্ধ করবে!!X(

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: নেতারা টাকার শ্রাদ্ধ করলেও আমাদের দেখা ছাড়া করার কিছুই নাই। ধন্যবাদ ভাই নিজাম উদ্দিন মন্ডল।

১০| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

তুহিন সারোয়ার বলেছেন: বিশাল বাজেটে কোনো জিনিস এর দাম বাড়ে নাই...শুধু মাল-এর দাম বাড়ছে…

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, কি করে যে উনি এমন কথা বললেন এটা মাথায় আসে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১১| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

ঢাকাবাসী বলেছেন: করের টাকার এইরকম শ্রাদ্ধ দুনিয়ার কোথাও হয়না, খালি লুঠ হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা।!

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: সরকারী টাকা মানেই জনগণের ট্যাক্সের টাকা এত ভুল নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১২| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৫

করুণাধারা বলেছেন: বাজেট আসলেই সকলের বুক দুর দুর করতে থাকে, আবার কী খাড়া নেমে আসবে সেই ভেবে।

চমৎকার কবিতায় ভালোলাগা।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন, বাজেট আসলেই বুক ধড়ফড় করে। কোনটার দাম যে বাড়ে সেই চিন্তায়।

১৩| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:২৮

নিয়াজ সুমন বলেছেন: মাল বলে গত 10 বছরে নাকি দাম বাড়েনি, তবে বাজেট কেন বাড়ে, বাজেট তো দশ বছর আগের মতো হওয়ার কথা !!!

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: সেই প্রশ্নটা তো আমারো। দাম বাড়ে না বাজেট বাড়ে কেন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

ভাইরাস-69 বলেছেন:


বাঙ্গালীর প্রিয় খাবার বিড়ি।সবকিছুর দাম বেড়ে যাক কোন সমস্যা নাই।শুধু বিড়ির দাম না বাড়লেই হয়েছে। :)

কিছু বালার নাই
কিছু বলবেন তো
মাল
বলবে রাবিশ! :>

বাজেট নিয়ে ভালো লিখেছেন।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১

প্রামানিক বলেছেন: রাবিশ রাবিশ করে তো আমাদের চাঙে উঠিয়ে ফেলতেছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৫| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




বাজেট নিয়ে কথা বলে
চান্দি হয়েছে গরম
কবিতা লিখে লাভ নেই
হয়ে যান নরম।

তার চেয়ে গান শোনেন
দুই চক্ষু মেলিয়া
সোফায় বসে দেহখানি
দিয়ে দেন হেলিয়া।

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: হা ভাই আপনার যুক্তি ঠিক আছে, ধন্যবাদ

১৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওস্তাদ ডাইনে বাজেট, বামে মাল
সামনে কি যে হবে হালচাল...

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ডাইনে বাজেট বামে মাল
সামনের হালচাল বেসামাল।
চমৎকার মন্তব্য। ধন্যবাদ বোকা ভাই।

১৭| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাগো অর্থ মন্ত্রি এক খান মাল =p~

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: লিটন ভাই খালি মাল নয় তো, আবুল মাল। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

১৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: অর্থমন্ত্রী সত্যকথাটাই বলেছেন, অর্থদিয়ে সে তো কিছুই কেনে না। সব খাবার ফ্রি খায়।

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: মন্ত্রী হয়েও সে যদি ভাই বাজারের ব্যাগ টানে
কি লাভ হলো বাংলাদেশের মন্ত্রী হওয়ার মানে?

সুন্দর কথাই বলেছেন, ধন্যবাদ রাজীব নুর। শুভ্চেছা রইল।

১৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিকই বলেছেন ভাই ছড়ায় ছড়ায়, বাজেট যতো বড়, জনগণের করের চাপও তত বড়

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: বাজেট বাড়লে সেই বাজেট পুরণ করতে কর এমনিই বেড়ে যায়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৬

সুমন কর বলেছেন: ঠিক, ঠিক...একদম সঠিক বলেছেন।

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২১| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাজেট হলো বছরের বরাদ্দ
কারো খালি থালা কারো শ্রাদ্ধ!!!
হবে যা ঠিক তাই কপালে যা আছে
বাজেট নিয়ে ভাবিনা যাই হোক পাছে!!

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: ভাবনা ভাবনি নাই
বাজেট দিয়েছে মেনে নিতে হবে তাই।
ধন্যবাদ নুরু ভাই।

২২| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১২:০২

ধ্রুবক আলো বলেছেন: মাল সাহেবকে অর্থমন্ত্রী বানানো হইছে কেবল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। উনি যে কথা বলেন টা সহ্য করাটা একটা দায়।

কবিতায় ++

১২ ই জুন, ২০১৮ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আবার নাকি বিদেশের রেমিটেন্সের উপরও কর ধার্য্য করছে।

২৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



বাজেট বাড়বে সিগারেটে
একদম মেগারেটে
বাজেট বাড়বে নেটে,
বাজেট বাড়বে তোমার আমার
ফেসবুক চ্যাটে।
বাজেট বাড়বে তড়িৎ চুটে
যদি একটা ভুল জুটে,
বাজেট বাড়বে ফেবু ভোটে
চরম গরম ভ্যাটে।
বাজেট বাড়বে ব্যাকসিটে
বাবুই পাখির নেক্সট ডেটে

বাজেট বাড়বে বাজেটে
পুলিশ নেতার গ্যাজেটে
বাজেট বাড়বে দিনে দিনে
বড় বাবুর ব্লাক সিটে।

২৪| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: ছন্দে ছন্দে সত্য কথাগুলাই বললেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.