নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
লক্ষ টাকার গরু কিনে
রাস্তার উপর বেঁধে
লোকজনকে বলেন দাম
নিজেই সেধে সেধে।
সকাল বেলা সবার আগে
গরু দিয়ে কোরবান
বিয়াই বাড়ি পাঠিয়ে দেন
আস্ত একটা রান।
ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি
জামাই বাড়ি দিয়ে
ইয়া বড় ফ্রিজ ভরেন
বাকী মাংস নিয়ে।
বছর ভরে সেই মাংসতে
চলে মজার খানা
নিজের কোরবান নিজে খেলে
কে করে ভাই মানা?
গরীব দুখী পায়না কিছুই
নিজেই খেয়ে খুশি
বিয়াই, জামাই আদর যত্নে
করেন তোষাতুষি।
এই ভাবেতে কোরবানীতে
কি যে মজা পান?
তাদের কাছে এটাই নাকি
খানদানি কোরবান
ছবিঃ গুগল
পুনঃপ্রচার
পুরানা পল্টন
রাত ৯টা ১০মিনিট
২৫-০৯-২০১৫ইং
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩২
প্রামানিক বলেছেন: এটা একটা অমানবিক ছবি।
২| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০
অনেক কথা বলতে চাই বলেছেন: কাচা কাচা মাংস! এটা কি ফাজলামি নাকি?
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩২
প্রামানিক বলেছেন: বুঝলাম না
৩| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাখ টাকা তো আজকাল খুবই কম দাম। রাজা বাবুর দাম তো ২৮ লাখ টাকা
ছড়ায় বাস্তবতা উঠে এসেছে। এমন লোকদেখানো, নিজের ভোগের জন্য কোরবানি না। এরকম কোরবানিতে কোনো ত্যাগ প্রতিফলিত হয় বলে মনে করি না।
লেখা ভালো হয়েছে।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪
প্রামানিক বলেছেন: বর্তমানে অনেকে মান সম্মান রক্ষার জন্য কোরবানী দেয় আল্লাহকে খুশি করার জন্য নয়।
৪| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিবেক বর্জিত মানুষ কোরবানীর
আসল মহত্য জানেনা বলেই
ত্যাগ নয় ভোগে মজা লু্টে
চমৎকার বাস্তবতা ফুটে উঠেছে
প্রামানিক ভাইয়ের ছড়ায়।
ধন্যবাদ ভাই
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই, আপনি কেমন আছেন?
৫| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ছড়া। ++
শুভকামনা প্রিয় প্রামানিকভাইকে।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, ঈদের শুভেচ্ছা রইল।
৬| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর ছড়া, বাস্তবিক, সমসাময়িক...
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।
৭| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯
সনেট কবি বলেছেন: গরীবের হক আদায় না করলে তাতে কেমন কি কোরবানি হয়? ছড়া খুব ভাল হয়েছে।
২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি, গরীবের হক ঠিক মত আদায় না করেও অনেকে কোরবানী করে তৃপ্তিবোধ করে। ঈদের শুভেচ্ছা রইল।
৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০২
মিখু হোসাইন তিতু বলেছেন: বাহ....
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
৯| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৩
টুনটুনি০৪ বলেছেন: ছড়াটি পাঠ্য পুস্তকে আসলে ভালো হতো। দারুন ছড়া লিখেছেন++
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০১
প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। ঈদের শুভেচ্ছা রইল।
১০| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৩
ল বলেছেন: বাহ বেশ
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।
১১| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৮
আরণ্যক রাখাল বলেছেন: লিখেছেন দারুন।
ছড়ায় আপনি বাস্তবতা দারুণ ফুটিয়ে তুলতে পারেন৷
এমন কিছু লোক আছে। পচে যায় অথচ কিছু মাংস দেয় না কাউকে
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, গোস্ত পঁচে যায় তারপরেও গরীবদের দান করে না।
১২| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯
ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার ছড়া ।লোক দেখানো লাখ টাকার গরু কোরবানীর সাথে নীজের কোটি টাকার আমলও কোরবানী হয়ে যেতে পারে ।
তবে ভাল কথা হলো দেশে গবাদি পশু পালন বেশ গতি ময়তা পাচ্ছে , ভারতীয় গরুর বাজার মাঠে মারা যাচ্ছে । চোরা চালানী কিছুটা হলেও রোধ হচ্ছে । দেশের খামারীরা উপকৃত হচ্ছে । চামরা শিল্প কিছুটা চাঙ্গা হচ্ছে । কোরবানী দাতাদের ঘরে বিশাল বিশাল সাইজের ফ্রীজ রেফ্রিজারেটর থাকার কারণে হত দরিদ্রগন কোরবানীর মাংসের ভাগ থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে । তবে এটাও ঠিক অনেকে নিয়ম অনুযায়ী কোরবানীর গুসত দরিদ্রদের মাঝে বিলি করে দিচ্ছে । কামনা করি কোরবাণী দিতে সক্ষম সকলেই হালাল রুজি দ্বারা সহি মতে আল্লার সন্তুটি লাভের জন্য কোরবানী দিতে সচেষ্ট হোক । এই ছড়াখানি অনেকের মনকেই নাড়া দিবে সহিমতে কোরবানী দেয়ার জন্য, তাতে কোন সন্দেহ নেই ।
শুভেচ্ছা রইল ।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনি কেমন আছেন?
১৩| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:২১
বাকপ্রবাস বলেছেন: আপনার ছড়া বরাবরই সুন্দর। বাস্তবতা দারুণ ফুটে উঠেছে।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, ঈদের শুভেচ্ছা রইল।
১৪| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৬
সিগন্যাস বলেছেন: বাহ প্রামানিক ভাই অতিশয় চমৎকার ছড়া । তবে বিষয়টা খুবই বাস্তব । আজকাল ফ্রিজ ভরার নিয়তে অনেকে কুরবানী দেয় ।
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, কোরবানীর নিয়ত না করে ফ্রিজের নিয়তে কোরবানি দেয়।
১৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ইসলামের দৃষ্টিতে কিন্তু এতে কোন বাধা নাই
২৫ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫
প্রামানিক বলেছেন: ইসলাম তো নিজে আইসা বাধা দেয় না কাজেই হাদীস ছাড়া খাইলে নিষেধ করে কেঠায়। ধন্যবাদ কামাল ভাই।
১৬| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮
বিজন রয় বলেছেন: চমৎকার।
কেমন আছেন?
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়, ঈদের শুভ্চেছা রইল।
১৭| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমানে লাখ টাকা অনেক লোকের কাছেই হাতের ময়লা।
দুই লাখ, পাঁচলাখ এখন আর মানুষ কিছু মনে করে না।
ঈদের ছড়া শেষ পর্যন্ত পেলাম। তবে একটু দেরীতে ।
ছড়া উত্তম হইয়াছে।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
প্রামানিক বলেছেন: সুনামগঞ্জের একজন রাজাবাবু নামের মানিকগঞ্জের সেই ৫২মণ ওজনের গরুটি সাড়ে আঠারো লাখ টাকায় কিনে নিয়ে গেছেন, তিনি আরো ছয়টা গরু কোরবানী করেছেন, মোট গোস্ত হয়েছে ১০২মণ। তবে তিনি নিজে খান নাই সব গ্রামে বিলি করে দিয়েছেন। এরকম খানদানি কোরবানী হলে আর কিছু না হোক গরীব মানুষেরা কিছু গোস্ত পেয়ে থাকে, কিন্তু যারা বিয়াই বাড়ি আর ফ্রিজ ভরান তাদের কোরবানী তো গরীবের ভাগ্যে জোটে না।
১৮| ২৫ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার সমসাময়িক ছড়া।
ধন্যবাদ প্রামাণিক ভাই।
ত্যাগের মহিমায় সমুজ্বল হোক প্রতিটি হৃদয়..........
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান জাকির, ঈদের শুভেচ্ছা রইল।
১৯| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সুমন কর বলেছেন: তিন ভাগ করার কথা না !! সঠিক ভাবে সব ভাগ হয় কি, পায় কি ???
ভালো লিখেছেন।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
প্রামানিক বলেছেন: তিন ভাগ সঠিকভাবে করলে তো কথাই নাই কিন্তু কেউ তিনভাগ করে কেউ ফ্রিজ ভরে এখানেই সমস্যা।
২০| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার, ঈদের শুভেচ্ছা রইল।
২১| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
তারেক ফাহিম বলেছেন: বাস্তবতা ফুটে উঠেছে ।
সুন্দর +
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।
২২| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
সময়ের সাথে এই অবস্হা হয়েছে
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই, ঈদের শুভ্চেছা রইল।
২৩| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
ওমেরা বলেছেন: টাকা থাকলে তো টাকার গরম দেখাতেই হয় । ছড়া ভাল লেগেছে ।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০
প্রামানিক বলেছেন: হে হে হে কথা মন্দ বলেন নাই, ধন্যবাদ বোন ওমেরা।
২৪| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ছড়া ভাল হয়েছে ।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হাসু মামা, ঈদের শুভ্চেছা রইল।
২৫| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রামানিক ভাই, কাউন্টার কোরবানী এখন সাভাবিক ব্যাপার হয়ে গেছে - চক্ষু লজ্জা সবাই ট্যাবলেট মনে করে গিলে নিয়েছে সেই কবে - আর আমরা সব পুরান ব্যাকডেটেড লোকজন এখন এসব দেখে আশ্চর্য্য হই - এই আার কি !!!
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
প্রামানিক বলেছেন: একদম বাস্তব কথাটাই বলেছেন, এখন অনেকেই চক্ষু লজ্জার কারণেই কোরবানী দিয়ে থাকে।
২৬| ২৫ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,
খানদানী ছড়া ।
স্বপ্ন কুহক এর দেয়া ছবিতে কিন্তু সেই খানদানী চেহারাই ধরা পড়েছে ।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
প্রামানিক বলেছেন: ছবিটিতে সমাজের কিছু বাস্তব চিত্রই ফুটে উঠেছে। ধন্যবাদ গুরু
২৭| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোরবানির নামে এসব হলো মাংস খাওয়ার উৎসব। এমন মানসিকতার লোকদের আমি ঘৃণা করি।
সচেতনতমুলক ছড়াটির জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হালাম। ঈদের শুভ্চেছা রইল।
২৮| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
লক্ষ টাকার গরু কিনে
রাস্তার উপর বেঁধে
লোকজনকে বলেন দাম
নিজেই সেধে সেধে।
লাইনটা মিলাইছেন সুন্দর!
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
প্রামানিক বলেছেন: অনেকেই দেখা যায় গরু কিনে রাস্তার উপর বেঁধে রেখে দাম বলার জন্য নিজেই গরুর রসি ধরে বসে থাকে। তাদের কথা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২৯| ২৬ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৮
সোহানী বলেছেন: জী ভাই, আমরা এখন ডিপ ফ্রিজ কিনি কোরবানীর উদ্দেশ্যে, সারা বছর খাওয়ার উদ্দেশ্যে। অসাধারন ছড়া বরাবরের মতই...........
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০
প্রামানিক বলেছেন: সারা বছর যত না ডিপ ফ্রিজ বিক্রি হয় তার দ্বিগুণ বিক্রি হয় কোরবানীর সময়। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
৩০| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩
করুণাধারা বলেছেন: আজকাল আমরা খানদান কোরবান করতেই পছন্দ করি, অথচ আমাদের ছোটবেলায় দেখেছি বড়লোকের বাসাতেও শুধু খাসি কোরবানি হতো, একটামাত্র। কে জানে, হয়তো তখন ঘরে ঘরে ফ্রিজ ছিল না বলে খানদান কোরবানির প্রচলন ছিল না!!
বরাবরের মতোই ছড়ায়+++
২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
প্রামানিক বলেছেন: একদম বাস্তব কথাই বলেছেন, ছোট থাকতে দেখেছি অনেক ধনী লোকেরও গরু কোরবানী দেয়ার সামর্থ জুটতো না, তারা খাসি কোরবানী দিত। এখন গরুর নিচে কোরবানী দেয়াটা প্রেস্টিজ পাংচার মনে করা হয়। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
৩১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: আমি কোরবানীর মাংস ফ্রিজে রাখি না।
পুরোটাই বিলিয়ে দেই।
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯
প্রামানিক বলেছেন: আপনারটাই কোরবানীর নিয়ম, ফ্রিজে রাখা কোরবানীর নিয়মে পরে না।
৩২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৭
ঢাকার লোক বলেছেন: বরাবরের মতো সুন্দর ছাড়া !
কোরবানিটাও একটা ইবাদাত , যে কোনো ইবাদাত কবুল হওয়ার অন্যতম শর্ত ইখলাস অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া, কোরবানির ক্ষেত্রে আজকাল আমরা সে সত্যটি অনেকেই ভুলতে বসেছি , লোকদেখানো আর অন্যকে খুশি করার ভুল উদ্দেশ্যই মুখ্য হয়ে দাঁড়িয়েছে । এ বিষয়ে আমাদের সবারই সতর্ক হওয়া দরকার । আপনার এ ছড়া সবাইকে সতর্ক করবে আশা করি।
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪০
প্রামানিক বলেছেন: আপনি মন্তব্যে অনেক সুন্দর কথা বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২০
মোস্তফা সোহেল বলেছেন: কোরবানী এখন বেশিরভাগ লোক দেখানো হয়ে গেছে।
ছড়া ভাল লেগেছে।
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল, আপনি ঠিকই বলেছেন, এখন লোক দেখানো কোরবানীই বেশি হয়।
৩৪| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১২
অপ্সরা বলেছেন: কোরবানী ফ্যাশন নাম হলেও মজার হত ভাইয়া।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
প্রামানিক বলেছেন: কোরবানী এখন ফ্যাশনের মতই হয়েছে। মন্দ বলেন নাই। ধন্যবাদ
৩৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩০
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: বেশ চমৎকার...
দেরীতে হলেও ঈদের শুভেচ্ছা রইলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভ্চেছা রইল।
৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
নিশি মানব বলেছেন: এক ভদ্রলোকের আর্থিক অবস্হা খুব খারাপ৷ ব্যাবসার অবস্হা খুবই করুন৷
তবুও তিনি কুরবানী দিবেন৷ তাকে বলা হলো, এহেন অবস্হায় আপনার উপর কুরবানী ওয়াজিব না৷
ভদ্রলোকের জবাব, ওয়াজিব-ফরজ বড় কথানা৷ আমার একটা প্রেস্টিজ আছেনা!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
প্রামানিক বলেছেন: দারুণ ঘটনা তুলে ধরেছেন, আসলেই কোরবানী দেয়া এখন একটা প্রেস্টিজে এসে পড়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৩৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
মাকার মাহিতা বলেছেন: গরীবের ভাগটা সঠিকভাবে বন্টন করা উচিৎ। কেননা, অনেক গরীব আছে যারা বছরে এই একটি দিন গোশত খায়, আবার এমনও আছে যার কোরবানী দেবার সামর্থ্য নাই মানুষের কাছে চাইতেও পারে না, তাই আমরা যারা সামর্থ্যবান আছি তাদের খোজ নিয়ে তাদের বাড়িতে অল্প হলেও পৌছে দেওয়া। ফ্রিজ ভরে রেখে সারা বছর খাবার কোন মানেই হয় না।
বরাবরের মতো চমৎকার ছড়া'র জন্য ধন্যবাদ প্রামানিক দাদা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মাকার মাহিতা, সুন্দর কথাই তুলে ধরেছেন, আসলেই অনেক লোক আছে যারা কোরবানীও দিতে পারে না আবার চাইতেও পারে না, তাদের খোঁজ নিয়ে গোস্ত পৌঁছে দেয়াটা উত্তম। তানা হলে কোরবানী করার কোন অর্থই থাকে না।
৩৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২
মলাসইলমুইনা বলেছেন: ওমেরা বলেছেন: টাকা থাকলে তো টাকার গরম দেখাতেই হয় । ছড়া ভাল লেগেছে । -আমার কথাও এক তাই বিনা অনুমতিতে কপি পেস্ট !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১
স্বপ্ন কুহক বলেছেন:
এই ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি