নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
পড়ল মনে আগের দিনের
সন্ধ্যে বেলার স্মৃতি
হারিয়ে গেলাম সেই জামানায়
ভেসে উঠল প্রীতি।
পশ্চিম দিকে সূর্য হেলতো
রংটা লালে লাল
গাছের আড়ে হারিয়ে যেত
দেখছি বহু কাল।
গোধুলিতে মেঠো রাস্তায়
উড়তো ধুলাবালি
জঙ্গলা রাস্তায় হাঁটতে গিয়ে
কেউবা দিত তালি।
বিলের পাশে তৈ তৈ তৈ
হাঁস ডাকতো জোরে
প্যাঁক প্যাঁক প্যাঁক পাতিহাসে
চলতো লাইন ধরে।
খোয়াড়ে ঢুকতে মুরগীগুলো
উঠানে হতো জড়ো
মেঘলা দিনে দাঁড়িয়ে থাকতো
সন্ধ্যা হওয়ার পরও।
সাজাল দেয়া গোয়াল ঘরে
ছড়িয়ে যেত ধোঁয়া
চারিদিকটা ধরতো চেপে
অন্ধকারের ছোঁয়া।
হিন্দু বাড়ির পাশের রাস্তায়
পেতাম ডালের ঘ্রান
ডাল ফোরনের ম ম গন্ধে
জুড়িয়ে যেত প্রাণ।
ঝিঁ ঝিঁ ডাকতো চিঁ চিঁ করে
সন্ধ্যা হওয়ার পর
অন্ধকারে গাছতলাতে
যেতে লাগতো ডর।
মা-খালারা ব্যস্ত থাকতো
রান্না বাড়ার মাঝে
উঠান জুড়ে ছড়ানো শস্যে
ব্যস্ত থাকতো কাজে।
দিনের কোলাহল সুনসান হতো
আঁধার আসতো নেমে
কৃষাণ-কৃষাণি কাজের ঠেলায়
উঠতো যেন ঘেমে।
সব শেষেতে উলুর ধ্বনি
মসজিদ ঘরে আযান
গাঁও গেরামের মধুর সন্ধ্যায়
পেতাম নতুন প্রাণ।
বর্তমানে গ্রামে গেলেও
পাই না মজা আর
সন্ধ্যাকালের সেসব দৃশ্য
দেখা পাওয়া ভার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। এখন সূর্য কোন দিকে অস্ত যায়?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪
প্রামানিক বলেছেন: ঢাকা শহরে থেকে কিছুই আর বুঝি না, গ্রামের মত খোলামেলা পরিবেশ না থাকায় সব কিছু ঢাকা, সূর্য উঠার সময়ও বিল্ডিংয়ের ভিতরে থাকি সূর্য ডোবার সময়ও বিল্ডিংয়ের ভিতরে থাকি। কাজেই সূর্য কোন দিক দিয়া উঠে আর কোন দিকে ডুবে অনেক দিন হলো চোখেই দেখি না।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
ল বলেছেন: বাহ
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০
ল বলেছেন: আমি কয়েকবার পড়লাম , খুব ভাল লাগলো
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
প্রামানিক বলেছেন: বার বার পড়ার জন্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভ্চেছা রইল।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮
প্রতিভাবান অলস বলেছেন: চোখে যেন ভেসে উঠলো গোটা সন্ধ্যাবেলাটা !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুরগীর কথা শুনে আমার নানুর কথা মনে পড়ে গেল। কী দারুণ ভাবে অদ্ভূত ভাবে মুরগীগুলোকে সন্ধ্যা বেলায় ডাকতেন তিনি। আর মুরগীগুলো খোয়াড়ে ঢুকে যেত...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭
প্রামানিক বলেছেন: আগের দিনে সন্ধ্যা বেলায় হাঁস-মুরগী খোয়াড়ে তোলা, গরু-ছাগল গোয়ালে বাঁধা, ভিতর বাড়ি বাহির বাড়ির উঠান ঝাড়ু দেয়া, রান্না-বান্না করা ইত্যাদি নানা কাজে গৃহস্থ বাড়ি সরগরম থাকতো। সেই দিনগুলির কথা খুব মনে পরে।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
ওমেরা বলেছেন: সুন্দর ছড়ার মাধ্যমে সেকালের সন্ধ্যাকে জানলাম, এবার সেকালের সকালকে নিয়ে লিখেন ভাইয়া।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, চেষ্টা করবো আপনার অনুরোধ রাখার জন্য। শুভেচ্ছা রইল।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮
বাকপ্রবাস বলেছেন: বরাবরের মতোই সুন্দর। আমি অনেকদিন ব্লগে ছিলামনা কিন্তু আপনার কথা মনে আছে ইদানিং ব্লগে নিয়মিত কিন্তু আপনার লেখা কম দেখি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৪
প্রামানিক বলেছেন: নিয়মিত হতে চাই কিন্তু সময়ের অভাবে পারি না। আপনি আমাকে মনে রেখেছেন জেনে খুশি হলাম। আন্তরিক শুভেচ্ছা রইল।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
নিজের শৈশবটা খুব করে খোঁজে পেলাম আপনার কবিতায়; দারুণ ছন্দময় বিবরণ৷আপনার লেখা কবিতা/রম্য চোখ বন্ধ করে পড়ি৷দারুণ ভাল লাগার অনুভূতি হয় যা সত্যি প্রকাশ করা কঠিন৷অনেক শুভ কামনা রইলো প্রিয় কবির জন্য ৷
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৭
প্রামানিক বলেছেন: কাওসার ভাই, আমার লেখা আপনাদের ভালো লাগে জেনে খুব আনন্দ লাগে। আপনার লেখাও বেশ উন্নত, চোখে পড়লেই এক নিঃশ্বাসে পড়ি।
আপনার মূল্যবান মন্তব্য আমার ছড়া লেখার অনুপ্রেরণা। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৬
মলাসইলমুইনা বলেছেন: প্রামানিক ভাই,
স্মৃতি জাগানিয়া কবিতা পরে মনখারাপ হয়েছে I মন খারাপ করা কবিতায় ভালো লাগা আর কবিকে ধন্যবাদ I
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
প্রামানিক বলেছেন: এটা তো আপনার আমার গ্রামের পূর্বের স্মৃতিচারণ মাত্র। আরো কত কি যে লেখার আছে তা আমাদের মাথায় আসে না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৯
চাঙ্কু বলেছেন: সেকালের সন্ধ্যা এখন আর নাই। এখন ডিজিটাল সন্ধা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আগে প্রত্যেক গেরস্থ বাড়ি থেকে সন্ধ্যায় গোয়াল ঘরের ধোঁয়া ছড়াতো, এখন কোন বাড়িতেই সন্ধ্যায় ধোঁয়া দেখা যায় না।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
সোহানী বলেছেন: আমার শৈশব কেটেছে বলা যায় চার দেয়ালের মাঝে। বছরে দুবার গ্রামে যাওয়া। কিন্তু দুবারের জন্য পুরো বছর জুড়ে অপেক্ষায় থাকা। সন্ধ্যায় সাঁঝ বাতি, জোনাকীর পিছনে ছোটা, খেজুড়ের রস এর পায়েস বা পুকুরের কিনারে সাতাঁরের ব্যর্থ চেস্টা। নাহ্ নস্টালজিক করে দিলেন প্রিয় কবি.............
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আগের সেই দৃশ্য এখন আর গ্রামে পাওয়া যায় না। এখন গ্রামও ডিজিটাল হয়েছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! করলেনতো শৈশবকে মনে করিয়ে। কেমন যেন মনটা শূন্য হয়ে গেল। যাক ওসব কথা। কবিতা বেশ সুন্দর হয়েছে।
শুভকামনা প্রিয়কবিভাইকে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন প্রামানিক ভাই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হায় সন্ধ্যা
ও সন্ধ্যা কোথা হারালে
নগরের আড়ালে
পাইনা আর সাঝ এলে!
সন্ধ্যা মালতি ফোটা
ধুপ ধোয়া ঘন্টা ধ্বনি
আজানের সুরে সুরে
হৃদয়ের শিহরনি
মাঠ ছেড়ে দৌড়ে
ঘরে ফেরা
ধুলো মাখা হাত পা
ধূয়ে আসা
টিমটিম হ্যারিক্যান
কাঁপা কাঁপা আলৌ ম্লান -
আহা কই গেল সেই দিন
ফিরেবনা বুঝি কোনদিন
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: চমৎকার মন্তব্য কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬
সনেট কবি বলেছেন: অতীতকে দারুণ ভাবে সাজিয়েছেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০
শাহারিয়ার ইমন বলেছেন: আগের সেই সন্ধ্যা আর নেই
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এখন সব কিছুই পরিবর্তন হয়েছে।
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫
শিখা রহমান বলেছেন: ছোটবেলার সন্ধ্যা চোখের সামনে ভেসে উঠলো। খুব সুন্দর নস্টালজিক ছন্দময় কাব্য!!
শুভকামনা ও ভালোলাগা রইলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছন । ভাল লাগা রইল ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
গ্রামের সন্ধ্যা বুঝা যেত, প্রকৃতি বিশ্রামের জন্য প্রস্ততি নিতো