নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আমলার নামে গামলা গামলা
হচ্ছে অভিযোগ
এইটা নাকি আমলাতন্ত্রের
বহু পুরাতন রোগ।
মন্ত্রী, এমপি সবাই নাকি
তাদের কাছে ধরা
অনেক অন্যায় করার পরও
যায় না প্রমাণ করা।
তাঁদের কাছেই দেশের নাকি
নাড়ি নক্ষত্র থাকে
সেই জন্য তো মন্ত্রীরা সব
পড়ে ঘুর্ণিপাকে।
তাদের হাতেই টাকা-পয়সা
দেশের ভবিষ্যৎ
তাদের কাছেই ভালো-মন্দ
আয় উন্নতির পথ।
আমলারা ভাই ক্ষুব্দ হলে
দেশটা অচল হবে
সেই জন্য তো আমলার কাছে
নতজানু হয় সবে।
আমলাতান্ত্রিক জটিলতায়
ভুগছি এখন মোরা
তাই তো এখন ছড়িয়ে গেছে
দুর্নীতি দেশজোরা।
ছবি ঃ গুগল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
ওরা মাষ্টার, পিএইডি লেভেলের ডাকাত
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
ল বলেছেন: বেশ ভালো লাগলো
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭
ল বলেছেন: ---নীতিতে ----জোরা হলে ভাল হতো, শেষের লাইন,
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
প্রামানিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ ত্রুটি দেখিয়ে দেয়ার জন্য। শুভেচ্ছা রইল।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: ছড়ায় মুগ্ধতা রেখেগেলাম ,প্রিয় প্রামনিক ভাই।
শুভকামনা জানবেন ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, অনেক অনেক শুভ্চেছা রইল।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১
আশাবাদী অধম বলেছেন: একজন ছড়াকার তো অবসরে ( কি করি আজ ভেবে না পাই)
আরেকজন ছড়া দেন কালেভদ্রে! (প্রমাণিক ভাই)
আর দেশের কথা কি বলব? একজন মন্ত্রী বললেন, "ঘুষ খান তবে সহনীয় মাত্রায় খান"।
আরেকজন তো ঘুষ খাওয়া জায়েয ফতোয়া দিলেন। ওটা নাকি স্পিড মানি! এ অবস্থায় সাধারণ মানুষের কষ্টের অন্ত নেই। কিন্তু আমলাদের জন্য সারা বছরই পৌষ মাস।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯
প্রামানিক বলেছেন: কি করি আজ ভেবে না পাই অবসরে নয় অসুস্থ্য তার সুস্থ্য জীবন কামনা করি। আমিও একদিকে অসুস্থ্য অন্যদিকে হাতে সময় কম, যে কারণে আগের মত আর ব্লগে সময় দিতে পারি না। ধন্যবাদ আপনাকে স্মরণ করার জন্য।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
সনেট কবি বলেছেন: এদেশে সরকারি সেবা টাকা দিয়ে কিনতে হয়, আফসুস!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০
প্রামানিক বলেছেন: টাকা ছাড়া সরকারী কোন কাজই হয় না, কি যে অবস্থায় আমরা আছি। ধন্যবাদ ভাই সনেট কবি।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমলাদের কব্জা করার জন্যই তো,
বেতন দ্বিগুন, মোবাইল কিনতে ৭৫০০০৳,.... আবার ওরা অপরাধ করলে গ্রেফতার করতেও নাকি অনুমতি লাগবে। ওরা দুর্নীতিবাজ হবে না তো কে হবে? আপনি???
ব্লগে কয়টা আমলা আছে?
ওদের লিংকু দিতে পারবেন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই অবস্থা থেকে বের হয়ে আসা দরকার। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: মুগ্ধ হলাম পড়ে ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২
ভাইয়ু বলেছেন: দারুন ছন্দ মিলিয়ে অনৈতিকতাগুলো সামনে তুলে ধরলেন৷ +++
দেশটা জটিলতায় ভরপুর৷ সবাই নিজেরে চালাক ভাবে এই দেশে৷ কিন্তু চালাকের সাথে যখন সরকারি পাওয়ার যুক্ত হয় তখন পুরাই ইন্ডিয়া আইসিসি অবস্থা চলে৷ (কিছু ব্যতিক্রমও অবশ্য আছে)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: আপনি সুন্দর কথাই বলেছেন, চতুর লোকগুলো যখন চাতুরিতার সাথে সরকারী ক্ষমতা পায় তখন তারা যা ইচ্ছে তাই করে। ধন্যবাদ আপনাকে।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩
বাকপ্রবাস বলেছেন: আমলা রোধে মামলা হবে
গামলা ভরা ঘোল
যদি পারো সামলা তবে
হামলা হুলুস্থুল।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৬
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার ছন্দ মন্তব্য। ধন্যবাদ
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৫
সুমন কর বলেছেন: ভালো এবং সত্য লিখেছেন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকার মত সুখ আর কিছুতেই নেই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭
প্রামানিক বলেছেন: সুন্দর কথাই বলেছেন। ধন্যবাদ
১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ছড়া অনেক ভাল লাগল ভাইয়া।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেশের বাস্তব চিত্র। খুব ভালো ছড়া লিখেছেন।
ধন্যবাদ প্রামানিক ভাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, আপনি কেমন আছেন?
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
জাহিদ অনিক বলেছেন:
সত্য এবং সুন্দর ছড়া প্রিয় ছড়াকার
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।
১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২
আখেনাটেন বলেছেন: আমলার কিচ্ছা দারুন হয়েছে।
বিশ্বের অন্যতম অদক্ষ ও অকর্মা আমলার আবাস আমাদের দেশ। দক্ষতা বৃদ্ধির ট্রেনিং এর নাম করে কত শত কোটি টাকা যে এরা তছরুপ করছে আল্লাহ মালুম। কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বলছি।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৬
প্রামানিক বলেছেন: ঠিক কথাই বলেছেন, এদের সাথে পারা মুশকিল।
১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০০
সূচরিতা সেন বলেছেন: ওই জগৎটা পুরো একটা অভিশপ্তের কলকারখানা ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন বোন, অনেক অনেক ধন্যবাদ।
২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
রাকিব হোসেন (রকি) বলেছেন: অসাধারণ, ভাই এখানে যে ছবিটা দেওয়া এটাই কি আপনি? এটা আমার অনেক দিনের জমানো জানতে চাওয়া প্রশ্ন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: জী ভাই এটাই, কিন্তু কেন ভাই?
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
চিটাগং এক্সপ্রেস বলেছেন: প্রকৃত ক্ষমতাবান তারা
যাদের ঘরে আছে একজন আমলা।
কিছুই যাবে না বলা তাদের
বললেই, বাপু এবার সামলা মামলা