নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মাফ করে দে মাগো আমায়

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১


(সামু ব্লগে সপ্তম বছর পুর্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।)
শহীদুল ইসলাম প্রামানিক

তোমর গায়ে জ্বর দেখে মা
ঔষধ কিনব বলে
বেতন নিতে গার্মেন্টস এলাম
সকাল বেলা চলে।

কিন্তু মাগো ভাগ্য খারাপ
হলোনা ঔষধ কেনা
তোমার কাছে এই জীবনে
রইলাম বুঝি দেনা?

বেতন পাওয়ার আগেই মাগো
মরছি বিল্ডিং ধ্বসে
সাত দিন হলো আটকা আছি
ধ্বংসের তলায় বসে।

নিকোষ কালো অন্ধকার মা
পৃথিবীর নাই চিন
কিছুই হেথায় যায় না বোঝা
রাত্রী কিংবা দিন।

দানা-পানি নাই গো মা
গলা শুকিয়ে কাঠ
বুকটা যেন যাচ্ছে ফেটে
চৈত্র মাসের মাঠ।

উঠতে বসতে পারছি না মা
ছাদটা নাকের পর
চিৎ হয়ে যে আছি শুধু
পিঠের উপর ভর।

হাতটা আমার আটকা আছে
অন্য লাশের নিচে
গায়ের শক্তি যা ছিল মা
আজকে হেথায় মিছে।

চলন শক্তি নাই তো দেহে
নিস্তেজ হয়ে আছি
জানিনা মা আর কতক্ষণ
এই ভাবেতে বাঁচি?

লাশের গন্ধে যায়না টেকা
নিঃশ্বাস নিতে কষ্ট
আস্তে আস্তে দম বন্ধ মা
মরণ যে স্পষ্ট।

বাঁচতে আমি পারছি না মা
প্রাণ রাখা যে ভার
মাফ করে দে মাগো আমায়,
দেখা হবে না আর।

(রানা প্লাজা ধ্বংসের পরে ছড়াটি লিখেছিলাম।।

মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

আশাবাদী অধম বলেছেন: সুন্দর একটি কবিতা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার হৃদয়স্পর্শী লেখা...........

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

কাওসার চৌধুরী বলেছেন:



শুভেচ্ছা রইলো 'প্রামানিক' ভাই৷আপনার প্রতিটি ছড়ার মতো এ ছড়াটিও এক নিঃশ্বাসে পড়ে ফেললাম৷খুব কষ্টের অনুভূতি হলেও দারুন হৃদয় ছোয়া৷বিবেক জাগানোর রসদ আছে এতে৷সুখপাঠ্য৷

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

অন্তরন্তর বলেছেন: খুব কষ্টের লিখাতে কি মন্তব্য করব বুঝতে পারছি না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: সে সময় এরকমই অনেক ঘটনা ঘটেছিল যা হৃদয় বিদারক। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি অর্ধ যুগ কাটিয়ে দিলেন এই ব্লগে? অর্ধ শতাব্দী পার করার পর কিন্তু আবারো পোষ্ট দিতে হবে ভাইজান :-B

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: আপনি কেমন আছেন? চেষ্টা তো করি সবসময় ব্লগে থাকতে কিন্ত কেন যেন এখন আর আগের মত সময় দিতে পারছি না। ধন্যবাদ কামাল ভাই।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লিখেছেন । বেশ হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



সামুতে আপনার ৭ বছর পুর্তির অভিনন্দন; আপনি ব্লগের ছড়াকার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: আপনার শ্যেনদৃষ্টি থেকে কোন কিছুই বাদ যায় না, খুব খুশি হলাম যে আপনি আমার ভুল ধরে দিয়েছেন। আমি আসলেই সাত বছর পুর্তি করেছি। কিন্তু বর্ননায় ভুল করেছিলাম। ধন্যবাদ আপনাকে।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সাদা মনের মানুষ বলেছেন: আজকে এই কষ্টের ছড়া না দিয়ে একটা মজার ছড়া দিলে কি ভালো হতো না?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ড্রাফটে রাখা ছড়া থেকে এই ছড়াটি ওপেন করে কীবোর্ডে টিপ দেয়ার পরপরেই কারেন্ট চলে যাওয়ায় এই অপকর্ম হয়েছে। পরে আর সংশোধন করতে পারি নাই, এদিকে কারেন্ট চলে আসার পর দেখি অলরেডি সতেরোটা মন্তব্য হয়ে গেছে, যে কারণে আর মজার ছড়া দেয়া সম্ভব হয় নাই।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনাকে অশেষ অভিনন্দন, গুরু প্রামানিক ভাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য পড়ে খুশি হলাম অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

রাকু হাসান বলেছেন: করুণ বাস্তবতা । ভাল একটি টপিক । এমন কবিতা আরও লিখা উচিত সবার ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এমন কবিতা আরো লেখা উচিৎ, এদেশের আনাচে কানাচে এরকম কত করুণ কাহিনী যে ছড়িয়ে ছিটিয়ে আছে সে সব গল্প কবিতায় লিপিবদ্ধ করলে বাংলার সাহিত্য ভান্ডার আরো সমৃদ্ধ হবে। মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

রাকু হাসান বলেছেন: আপনার ছড়া ভাল হয়েছে । আহ ছবিটি ,দেখলে শিহরণ জাগে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: আসলেই রানা প্লাজার ছবিগুলো দেখলে এখনও মানুষের বিবেক নাড়া দিয়ে উঠে। ধন্যবাদ আপনাকে।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: অভিনন্দন !! এবং ভালো লিখেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: প্রামানিক ভাই

আপনার ছড়ায় রানা প্লাজা ধ্বসে আটকা পড়া মানুষের ভয়াবহ আর্তনাদ ফুটে উঠেছে। এমন ছড়া লেখার জন্য আপনাকে স্যালুট।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

প্রামানিক বলেছেন: এরকম অনেক করুণ কাহিনী রানা প্লাজার নিচে চাপা পড়েছে যা আমরা জানি না। রানা প্লাজার কথা মনে হলে এখনও বিবেক নাড়া দিয়ে উঠে। ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করার জন্য।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: একদিকে প্রিয় প্রামানিকভাইকে অভিনন্দন। অপরদিকে রানা প্লাজার ধ্বংসের স্মরণিকা। আজ আর কিছু বলতে পারছিনা, স্যরি।


শুভকামনা প্রিয়কবিভাইকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: হৃদয় বিদারক!

অভিনন্দন প্রমাণিক দাদা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: আসলেই এরকম অনেক হৃদয়বিদারক কাহিনী সেদিন মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। ধন্যবাদ আপনাকে।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

করুণাধারা বলেছেন: ষষ্ঠ বৎসর পূর্ণ হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা। সামুর সাথে সবসময় থাকুন।

কবিতায় লাইক।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন করুণাধারা, ষষ্ঠ নয় সপ্তম হবে আমারই লিখতে ভুল হয়েছে। মন্তব্য করার জন্য শুভ্চেছা রইল।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

ওমেরা বলেছেন: মন খারাপ করা কবিতা দিয়ে কি উৎসব পালন করে নাকি ভাইয়া ? আমি মন খারাপ করলাম অভিনন্দন জানাব না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আপনি ঠিকই বলেছেন হৃদয় বিদারক ঘটনা দিয়ে অভিনন্দন হয় না।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



জীবন থেমে থাকেনা । তাই ধংসের মাঝেও মানুষ নতুন করে বেঁচে থাকার সাহস সঞ্চয় করে ।

আপনার সাত বছরের পথচলা সেই ধংসের মাঝেও প্রান পেয়ে এগিয়ে চলুক আরো যুগ যুগ ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: আপনি ঠিকই বলেছেন গুরু, মানুষ বাঁচার জন্য ধ্বংসের মাঝেও চেষ্টা করে কিন্তু হয়তো অনেক সময় বাঁচতে পারে না, তবে কিছু করুণ কাহিনীর জন্ম দিয়ে যায়।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ সময়ের করুণ ও ভয়াবহ চিত্রগুলো যেন চোখের সামনে ভেসে উঠলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সেদিনের ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ আজো কানে বেজে উঠে।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: করুণ ঘটনার উপর ছড়া ভালো হয়েছে...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

আখেনাটেন বলেছেন: বেদনাদায়ক একটি বিষয় নিয়ে লিখেছেন। মানব সভ্যতার ইতিহাসে ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল এটি। যখন ঘটে তখন আমি দেশের বাইরে ছিলাম। কত জন কত প্রশ্ন। কেন এমন হল? আমার কোনো উত্তর ছিল না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: আসলেই এমন দুর্ঘটনা পৃথিবীতে আর দ্বিতীয় হয়েছিল কিনা জানা নাই, আর যেন এরকম ঘটনা না ঘটে সেই কামনা করি।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

বলেছেন: এমন ছড়া লেখার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

প্রাণের কথা প্রতিটি লাইনে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৮

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগের স্বনামধন্য প্রিয় ছড়াকারের সপ্তম বছর পুর্তিতে রইল প্রাণডালা অভিনন্দন ।
শুনেছি ট্রাম্প মিয়া নাকি চীনের গার্মেন্টেসএর উপরে টেক্স বসাবে, এটা হলে আমাদের গার্মেন্টস রপ্তানীতে পোয়াবারো হবে বলে গ্লোবালি আলোচনা চলছে । তাই এখন দেশের পোশাক শিল্প কারখানাগুলিতে কাজের পরিবেশের কমপ্রায়েন্স বাড়াতে পারলে দুর্ঘটনা কমবে, সাথে সাথে কর্মী বাহিনীর মজুরিও বাড়বে । এ্ ছড়ার অন্তর্নীহিত আবেদনের প্রেক্ষাপটে সকল দু:খের অবসান হোক এ কামনা করি । ছড়ার গাথুনী ও কথামালা অনেক অনেক প্রসংসার দাবী রাখে ।

শুভেচ্ছা রইল ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, বর্তমানে গার্মেন্টস কাজের অভাবে অনেক কমে গেছে, ভবিষ্যতে কাজ না বাড়লে বাংলাদেশের জন্য সমস্যা। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

নতুন নকিব বলেছেন:



সুন্দর ছড়া। পেছনের ভয়াবহ সেই ট্রাজেডি যেন আরেকবার চোখের সামনে চলে এল ছড়া পাঠে।

সপ্তম বর্ষে শুভকামনা প্রামানিক ভাই। ব্লগে যুগ যুগ পেরিয়ে যাক সফলতায় ভর করে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নতুন নকিব, আপনার মন্তব্য পড়ে ভালো লাগল। ব্লগে সবাই একত্রে যেন যুগ যুগ ধরে থাকতে পারি এই কামনা করি।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
কেমন আছেন?

ছড়া খুব সুন্দর হয়েছে।
আমি অনেক চেস্টা করে ছড়া, কবিতা লিখতে পারি না।
এজন্য আমার অনেক কষ্ট। অথচ আপনাদের হিংসাও করতে পারি না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন: ভালো আছি আপনি কেমন আছেন? আপনি চেষ্টা করেন অবশ্যই ছড়া কবিতা লিখতে পারবেন। গদ্য তো আপনার অনেক ভালো হয়।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

মোস্তফা সোহেল বলেছেন: রানাপ্লাজা দূর্ঘটনার কথা মনে হলে এখনও খারাপ লাগে।
ছড়া বরাবরের মতই ভাল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: আসলে রানা প্লাজার সেই ভয়াবহ দুর্ঘটনার কথা মনে হলে এখনই শরীর শিউরে উঠে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

সৈয়দ ইসলাম বলেছেন:

লেখক বলেছেন: ড্রাফটে রাখা ছড়া থেকে এই ছড়াটি ওপেন করে কীবোর্ডে টিপ দেয়ার পরপরেই কারেন্ট চলে যাওয়ায় এই অপকর্ম হয়েছে। পরে আর সংশোধন করতে পারি নাই, এদিকে কারেন্ট চলে আসার পর দেখি অলরেডি সতেরোটা মন্তব্য হয়ে গেছে, যে কারণে আর মজার ছড়া দেয়া সম্ভব হয় নাই।

কিন্তু উৎসব পালন হয়ে গেলো পুরোই ব্যতিক্রমরূপে। কবিতার ও কবির সাথে সমবেদনা প্রকাশ করছি। এবারের ছড়াও প্রতিবারের ন্যায় আকর্ষিক।

অসংখ্য শুভকামনা এই শুভদিনে।
কেমন আছেন জানাইয়েন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: আসলে অনিচ্ছা সত্বেও ছড়াটি পোষ্ট হয়েছে, যে কারণে আনন্দের জায়গায় বিষাদের ছড়া। মূল্যবান মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: ছবিটা খুব বেশি মর্মান্তিক।
আগের মন্তব্যে বলেছি ছড়া সুন্দর হয়েছে। এই সুন্দর হয়েছে মানে হৃদয় স্পর্শ করেছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার লেখাও আমার খুব ভালো লাগে, পুনরায় মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

তানভীর তুর্য্য বলেছেন: চমৎকার ভাবে তুলে এনেছেন সেদিনের সেই ভয়ংকর দুঃসহনীয় মুহুত্বগুলোকে। ধন্যবাদ

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সাত বছর পূর্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবিবর।
এভাবেই থাকুন ব্লগজুড়ে সারাটি জীবন।
শুভকামনা জানবেন সবসময়।

বড়ই বেদনাদায়ক ধ্বংসের কথা স্মরণ করিয়ে দিয়েছে এই কাব্য, ছন্দে আর কথামালায় দারুণ উপভোগ্য, মাকে নিয়ে দারুণ কবিতা গড়েছেন উপযুক্ত সময়ের বর্ণনায়। ঘুমন্ত কষ্টটাকে মনে করিয়ে দিলেন ভাই। কবিতা ভালো লাগলো খুব।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

প্রামানিক বলেছেন: ব্লগ বেঁচে থাক যুগযুগ ধরে আমরাও যেন পরস্পর এভাবেই পরিচিত হয়ে কাছাকাছি থাকতে পারি এই কামনা করি। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
সেদিন রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে এরকমই অনেক কাহিনী তলে পড়ে গেছে যা আমরা অনেকেই জানি না। সেদিনের দৃশ্য দেখলে আজো মনটা কেঁদে উঠে।

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

নষ্টজীবন® বলেছেন: অসাধারণ ছন্দ আর কথামালা, খুবই বেদনাদায়ক ধ্বংসলীলা ছিল সেটি।
দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে।
অভিনন্দন আপনার সাত বছর পূর্তিতে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম, শুভেচ্ছা রইল।

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

পুলক ঢালী বলেছেন: সপ্তম বৎসর পুর্তি এবং অষ্টম বর্ষে পদার্পনের শুভেচ্ছা।
ইস্ ছড়ায় কি হৃদয় বিদারক কাহিনী ফুটিয়ে তুলেছেন প্রাণ কেদেঁ উঠলো সেই পুরনো স্মৃতি মনে পড়ায় :(( । (সাধারন মানুষের উদ্ধার কর্মে সামু ব্লগারদেরও সহায়তা ছিলো। :) )
সব ছড়া নিয়ে বই বের করে খবর দিয়েন আর ইতিমধ্যে যদি বেরিয়ে থাকে জানান দেন।
এভাবেই লেখনীর মধ্যে দিয়ে সমাজের অসঙ্গতিগুলি তুলে ধরতে থাকুন নিরন্তর। :D
ভাল থাকুন সর্বদাই।

অঃটঃ খবর পেলাম ক্লোপিডোগ্রেল এবং ইকোস্পিরিনের রেজিষ্টেন্স আছে বাংলাদেশে তাই এই ঔষধ ব্যবহার করলে সেন্সিটিভিটি টেষ্ট করা দরকার অন্যথায় দেখা যাবে গাটের পয়সা খরচ করে অষুধ খাচ্ছেন অথচ ওটা আপনার শরীরে কোন কাজই করছেনা ফলে প্রতিদিন জীবনের ঝুকি বাড়ছে। যাদের হার্টে স্টেন্ট লাগানো আছে তাদের সবার জন্যই একথা প্রজোয্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: আপনার ঔষধ সম্পর্কে সচেতনামূলক পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলেই মানুষ জীবন বাঁচানো ঔষধ খেয়েও অনেক সময় অসুস্থ্য হয় এ বিষয়ে আমাদের আরো সচেতন হওয়া দরকার। কয়েকটি ছড়ার বই প্রকাশনার অপেক্ষায় আছে। এবার বই মেলায় হয়তো কয়েকটি প্রকাশ পাবে। মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা।

৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

আরোগ্য বলেছেন: কবিতার আড়ালে লুকিয়ে আছে নির্মম বাস্তবতা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

মহসিন ৩১ বলেছেন: আপনার কবিতা এত ভাল যে আপনাকে কিভাবে প্রশংসা করা যায় ভেবে পাই না। যদি স্বভাব কবি নামটা আর কারু না হত তাহলে এটাই হত আপনার জন্য একদম প্রযোজ্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: একদিন আল্লাহ বিচার করবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

প্রামানিক বলেছেন: সেইটা বলার অপেক্ষা রাখে না, বিচার একদিন হবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.