নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছোলা বাটুরা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮


শহীদুল ইসলাম প্রামানিক

হঠাৎ করেই ঘুরতে গিয়ে
ছোলা বাটুরা খেলাম
কোলকাতার এই খাবারের স্বাদ
কুষ্টিয়াতেই পেলাম।

জিনিষ কিন্তু আর কিছু নয়
দুইখান লম্বা লুচি
সাথে কিছু তেতুল চাটনি
খেতে বাড়ায় রুচি।

তার সাথে ভাই ডাবরির ডাল
পাতের কোনায় দই
চারটা মিলে ভালোই লাগল
মোটেই বিরুক্ত নই।

এমন খাবার খাওয়ার জন্য
গিন্নির ছিল শখ
লুচির সাথে ডাবরি খেয়ে
চেটেই খেল টক।

চাটতে চাটতে খায় আর কয়
ভীষণ মজা পেলাম
পাশের দেশের খাবার যেন
কুষ্টিয়া বসেই খেলাম।

আপনারা যারা খাননি আজো
তাদের বলে যাই
লুচি, দধি যেমন তেমন
ডাবরির তুলনা নাই।

মৌবন হলো হোটেলের নাম
বড় বাজারের কাছে
রুচি সম্মত অনেক খাবার
ঐ হোটেলে আছে।

মন্তব্য ৮০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুন্দর ! সুন্দর!! সুন্দর!!!
মারহাবা !!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

নাদিউজ্জামান খান রিজভী বলেছেন: কুষ্টিয়াতে কোথায়?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: কুষ্টিয়া বড় বাজারে কাছে মৌবন হোটেলে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

অচেনা হৃদি বলেছেন: পড়তে পড়তে আমারও তো খিদা পেয়ে গেল।
প্রামানিক ভাইয়া একা খেয়ে মজা নেন, আর খাবার নিয়ে পোস্ট করে আমাদের খিদা বাড়িয়ে দেন। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: হঠাৎ করে গিয়েছিলাম যে কারণে কাউকে দাওয়াত দিতে পারি নাই। তবে হোটেলের ঠিকানা দিয়ে দিলাম যাতে সহজেই ছোলা বাটুরা খেতে পারেন। ধন্যবাদ

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো লিখেছেন ভাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহ! দারুন!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

প্রামানিক বলেছেন: লুচি, দধি যেমন তেমন ছোলার ডালটা আসলেই মজাদার। ধন্যবাদ হেনা ভাই।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ ভাইয়া দারুণ করে লিখে এর দাম ই বাড়ায়ে দিলেন।
চমৎকার চমৎকার।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

প্রামানিক বলেছেন: লুচি আর ছোলার ডালের কথা শুনে প্রথমে নাক সিটকিয়েছিলাম কিন্তু খেয়ে দেখি আসলেই মজাদার। ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

জুন বলেছেন: এক পাঞ্জাবী দোকানে একবার খেতে গেলাম। মেনু বইটি দেখে জিজ্ঞেস করলাম গরম গরম কি আছে? নাক বোচা নেপালী ছেলেটি আমাদের ছোলে বাটুরে খাবার পরামর্শ দিয়েছিল। এরপর থেকে ওখানে গেলে এই জিনিসটা খাওয়া হয় প্রামানিক ভাই। তবে আপনার মত মেধা নেই বলে এই সামান্য বিষয় নিয়েও একটি অসামান্য ছড়া লিখতে পারিনি বা লেখার চিন্তাও মাথায় আসেনি :( এই ক্ষেত্রে আপনি সত্যি ইউনিক।
ছড়ায় ভালোলাগা অনেক।
+

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

প্রামানিক বলেছেন: এই ছোলা বাটুরার সন্ধান দিয়েছিল আমার মেয়ে, মেয়েকে টেলিফোন করেছি মেয়ে বলে আব্বু আমি মৌবন হোটেলে ছোলাবাটুরা খেতে এসেছি। নাম শুনেই জিজ্ঞেস করলাম এটা আবার কি জিনিষ, মেয়ে বলল, বড় বড় লুচির সাথে ছোলার ডাল তেতুলের টক আর দই দেয়। এসব শুনে আমি মুখ ভ্যাটকালাম কিন্তু আমার গিন্নির খুব ইচ্ছা হলো খাওয়ার, যে কারণে সেখানে যেতে বাধ্য হলাম। তবে আস্ত আস্ত ছোলার ডাল যে এত স্বাদ হয় আগে বুঝতে পারি নাই। খেয়ে খুব মজাই পেলাম। ধন্যবাদ জুন আপা।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

ওমেরা বলেছেন: জী এটা আমাদের এখানেও পাওয়া যায় । আমি খেয়েছি ভালই লাগে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: আমার কাছেও মজাই লাগল। ধন্যবাদ বোন ওমেরা।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীল পরি। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

আরোগ্য বলেছেন: সব প্রিয় খাবারের কবিতা, গতবার ছিল মাংস আর এবার হল ছোলা।খুবই মজা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

প্রামানিক বলেছেন: জি ভাই, ছোলা বাটুরার স্বাদটা ভালো লেগেছে বলেই ছড়া লিখলাম। ধন্যবাদ

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

চাঙ্কু বলেছেন: খিদা লেগে গেল। আফসুস

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

প্রামানিক বলেছেন: কোন অসুবিধা নাই, একবাটি ছোলার ডাইল আর দুইটা লুচি খেলেই খিদা সেরে যাবে। ধন্যবাদ

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

সুমন কর বলেছেন: ভাই দোসা'র মতো কি? তবে ছড়া পড়ে খেতে ইচ্ছে করছে কারণ এখন খিদে লেগেছে.....

ভালো লিখেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

প্রামানিক বলেছেন: দোসার মত নয় তবে ছবিতে যে ছোলার ডাইল দেখছেন ঐ ডাইলটা অনেক রকম মশলা দিয়ে রান্না করা এবং খুবই মজাদার, লুচি দিয়ে খেতে খুবই মজা লাগে। এটা মূলত কোলকাতার খাবার।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৯

সুদীপ কুমার বলেছেন: জিহ্বায় জল আসি গেলো যে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

প্রামানিক বলেছেন: তহলে বসে না থেকে কুষ্টিয়া চলে যান।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

নীল আকাশ বলেছেন: প্রামানিক ভাই, দিলেন তো এত রাতে খিদে লাগিয়ে? এখন কই যায়? ছোলা বাটুরা কই পাই?
চমতকার ছন্দে কবিতা টা লিখেছেন।
এটা কি ঢাকা বা চট্টগ্রামে পাওয়া যায়?
একবার খেতে বড়ই মন চায়!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

প্রামানিক বলেছেন: চিটাগাং পাওয়া যায় কিনা জানি না, তবে শুনেছি এই খাবারটা ঢাকার কিছু কিছু হোটেলেও পাওয়া যায় তবে হোটেলগুলোর নাম জানি না, ঢাকার হোটেলে কুষ্টিয়ার মত অত স্বাদ হবে কিনা জানি না।
খাবারটি খুব একটা প্রচলিত নয়, কুষ্টিয়ার লোকেরাও অনেকে এই খাবারের নাম জানে না, যেমন কুষ্টিয়ার বহুল প্রচারিত আঞ্চলিক পত্রিকার সম্পাদক বন্ধুকে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম ছোলা বাটুরা কোন হোটেলে পাওয়া যায়? সে আশ্চার্য হয়ে বলল, এই নামই তো শুনি নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: খাবার দাবারের বিজ্ঞাপন দিয়া তো মনে হয় ভালো কামাইতাছেন, আমাদেরকে দাওয়াত টাওয়াত দিয়েন মাঝে সাঝে ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

প্রামানিক বলেছেন: আরে ভাই কি আর কমু-- কামাই করা তো দূরের কথা খাবারের দাম কম তো নেয়ই নাই উল্টা আরো বকশিস দেয়া লাগছে, কিন্তু কিছু ব্লগার পোলাপান আছে কোন হোটেলে খাইছি হেই কথা বারে বারে জিগায়, হের লাইগা শেষের চরণে হোটেলের নামঠিকানা দিছি কামাই করার লাইগা না। তাছাড়া আপনার আমার মত কিছু ভাদাইমা পোলাপান আছে হেরা সময় পাইলেই ঠুস কইরা এমনি একদিকে দৌড় দেয়, হেরা যদি কেউ দৌড়াদৌড়ি কইরা লালনের আকড়ায় গিয়া পৌঁছে তাইলে খাইবো কি হেদের লাইগা হোটেলের ঠিকানা দিছি।
তয় আপনে আছেন কেমুন?

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! দারুণ লাগলো প্রিয় প্রামানিকভাই। একেবারে চেটেপুটে খেলাম। ++

শুভকামনা আপনাকে ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

প্রামানিক বলেছেন: কোলকাতা গেলে আগে এটাই খেয়ে নেব দাদা, আপনি কেমন আছেন?

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
মনোমুগ্ধকর।
আমার ইচ্ছা করছে এখনই কুষ্টিয়া খেয়ে খেয়ে আসি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

প্রামানিক বলেছেন: রাজীব নুর, কখনও সুরভীকে নিয়ে কুষ্টিয়া গেলে এই খাবারটি খেয়ে দেখতে পারেন। ভালই লাগে, মন্দ নয়।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা প্রিয় প্রামানিকভাই।

উপরওয়ালার কৃপায় ভাল আছি। আপনি কোলকতায় এলে ওটাকে আমিই খাওয়াবো আপনাকে । অপেক্ষায় থাকলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

প্রামানিক বলেছেন: আপনার নিমন্ত্রণে খুবই খুশি হলাম, কোলকাতায় গেলে অবশ্যই আপনার সাথে দেখা করবো। ধন্যবাদ পদাতিক দা

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

রক বেনন বলেছেন: আবারো ভালো লাগা কবি। পোষ্টে প্লাস! +++++

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচছা রইল।

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

মোস্তফা সোহেল বলেছেন: খাবার দাবার নিয়ে এমন ছড়া লিখবেন না প্রামনিক ভাই জিভে জল এসে যায় ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: খাবার নিয়ে লেখার ইচ্ছা নাই তবে কিছু কিছু মুখোরোচক খাবারের খবর যদি না দেই দেখা যাবে ঐ খাবার থেকে অনেকেই বঞ্চিত হবে।

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

মিথী_মারজান বলেছেন: সুন্দর হয়েছে ছোলা বাটোরা কবিতা।
এটা আমারও খুব প্রিয়।
এমন অনেকদিন হয়েছে, শুধু ছোলা বাটোরা খাওয়ার জন্য আমি বসুন্ধরা সিটি শপিং মলে যেতাম।
আর সাথে থাকতে হতো অবশ্যই হিমশীতল ঠান্ডাআআ একটা কোক।:)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: এই খাবারটা ঢাকাতেও পাওয়া যায় বেইলী রোড, বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কের নয় তলায়। আপনি ঢাকায় খেয়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

সৈয়দ ইসলাম বলেছেন:
দাদা, আসতে দেরি হয়ে গেলো।

আগে নাস্তা দেন! তারপর কথা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই এই খাবার বিকেল থেকেই শুরু হয়। এই নেন

২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর, কখনও সুরভীকে নিয়ে কুষ্টিয়া গেলে এই খাবারটি খেয়ে দেখতে পারেন। ভালই লাগে, মন্দ নয়।

সুরভিকে রেখে তো আমি কোথাও যাবো না।
সুরভিকে নিয়েই যাবো।
ইনশাল্লাহ যাবো।
তবে আমি কুষ্টিয়ে গিয়েছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: ঢাকার যমুনা ফিউচার পার্কেও এই খাবার পাওয়া যায়, সুরভিকে নিয়ে ওখানেও যেতে পারেন। ধন্যবাদ

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ছড়া, মুগ্ধতা রইল কবিবর, সুন্দর বলেছেন।


ভোজন করে হৃদয় নিঙড়ে দারুণ গড়েছেন কাব্য,
মুখরোচক আর টেষ্টে ভীষণ কিছু কিন্তু সহজ লভ্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ছন্দ দিয়ে ভালই বলেছেন, আসলেই খাবারটা খুব দামী নয় কিন্তু মুখোরোচক। ধন্যবাদ

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

বাকপ্রবাস বলেছেন: হুম, ছড়ার সাথে বিজ্ঞাপন ফ্রি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: হোটেল ওয়ালার বিজ্ঞাপণ না দিলে অনেকেই খাওয়া থেকে বঞ্চিত হয় এই জন্য দিতে হলো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: মজাদার খানা! :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: আসলেই মজাদার খানা। ধন্যবাদ

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

কে ত ন বলেছেন: এই জিনিস খেতে আপনি গেলেন কুষ্টিয়ায়?
এসব মাল তো ঢাকার রাস্তা ঘাটেই পাওয়া যায়।
হোটেলের এ্যাড করলেন কেন সেটা বলেন আগে
ঐ হোটেলের মালিক কি তবে শালা সম্বন্ধি লাগে?
করলেন অনেক গুণকীর্তন ভীনদেশি খাবারের
নিজ দেশে কিছু করুন, তবেই হবে ঢের।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

প্রামানিক বলেছেন: ঐ হোটেলের মালিক শালা-সমন্ধী হওয়া তো দূরের কথা ঐ হোটেলটাও চিনি না এই প্রথম গিয়েছি। ঐ হোটেলের মালিকরা আমার কাছ থেকে খাওয়ার দাম চারানাও কম নেয় নাই উল্টো আরো বকশিস দিতে হয়েছে কিন্তু ব্লগার ভাই-বোনেরা খালি প্রশ্ন করে এটা কোন হোটেল এটা কোন হোটেল এই জন্য নাম দিতে বাধ্য হয়েছি। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই বয়সেতেও খাই খাই রোগ যখন যেথা যান
হিল্লি দিল্লী যেথায় যা পান সবই দেখি খান।
এত সময় পাচ্ছেন কোথায় খেতে ডাবলি ছোলা,
অফিস এত কামাই করেন চোঁখে দিয়ে ধুলা!

খাবার জন্য বাঁচে কেউ বাঁচার জন্য খায়,
হিসেব করে খেতে হবে যা পাবে তা নয়।
আমিও খুব খেতাম আগে এখনতো খাই কম,
বেশী খেলে কখন আবার টেনে নিবে যম!

সব বয়সে সব কিছুযে সহ্য হবার নয়,
কম খেলে মরেনা কেউ বেশী খেলে ভয়।
খানা যাহার নাম রে ভাই খেয়ো না তা বেশী
বাঁচার জন্য অল্প খেয়ো যা আমাদের দেশী।




২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: হে হে হে নুরু ভাইয়ের যে কথা
সব খাবার তো যায় না পাওয়া যথা তথা
তাইতো কোথাও বেড়াতে গেলে নতুন খাবার খাই
যেই খাবারটা সব খানেতে সচরাচর নাই।

বেঁচে থাকতে না খেলে পর মরলে কি আর পাবে
তাই তো মোরা বেঁচে থেকেই সাধ্যের মধ্যে খাবো
খাবার পেলেই পেটটা ভরে খাই না এখন ভাই
তারপরেতেও মাঝে মাঝে যমের দেখা পাই।

আপনিও বুঝি আমার মত এই লাইনে আছেন
তাই তো দেখি খাওয়া খাদ্যে অনেক রকম বাছেন।

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



বাহ্‌..... বাহ্‌ .....আপনি দেখছি খানাপিনা প্রমোটার !!!! :D :#)
লোকে খাবার বানানোর রেসিপি দেয় , আপনি দিলেন খাবারের " কি-কোথায়-কেমন" এর রেসিপি । :(

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

প্রামানিক বলেছেন: কুষ্টিয়া হলো লালনের আখড়া, অনেকেই ঘুরতে যায়, ভালো খাবারের সন্ধান না দিলে তারা খাবে কই এইজন্য দেই। রসালো মন্তব্য করার জন্য ধন্যবাদ গুরু।

৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনার সব ছড়াই ভাল লাগে। তবে খাবার নিয়ে মনে হয় বেশি লিখেন। :D

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: কোন জায়গায় বেড়াতে গেলে সেখানকার মুখোরোচক কিছু পেলে লিখি না পেলে লিখি না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

পুলক ঢালী বলেছেন: খাবার নিয়ে এত মজার ছড়া ! ক্ষিধে পেয়েছে তাড়াতাড়ি খাবার দেন। :D

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: খিদে পেলে ছোলা বাটুরা নয় ভাঙা হোটেলের পিয়াজ খিচুড়ী খান।

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৩৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো। বরাবরের মতো দারুন। +++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছোলা বাটুরা আমার খুব পছন্দের খাবার। ধন্যবাদ পোষ্টের জন্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

প্রামানিক বলেছেন: পছন্দের খাবার নিয়ে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

বলেছেন: দারুণ লাগলো প্রিয় প্রামানিকভাই

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

সামিয়া বলেছেন: সুন্দর ছড়া

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৩

প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা।

৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

মলাসইলমুইনা বলেছেন: ঢাকা কলেজে পড়া দিনগুলোতে ঢাকা হোটেলে খাওয়া গরুর কলজে ভুনা আর পরোটার স্বাদ কি আর ভোলা যায় একবার খেলে ! কিন্তু কোথায় পাই সেই কলজে ভুনা আর পরোটার রসরাজ স্বাদ গন্ধ এই বিদেশে ? অন্ধের ষষ্ঠি এই ছোলা বাটুরা ধরণের খাবারই ভরসা বিদেশে I সেটা খেয়েই চলে যায় দিনের পর দিন I দেশেও তাহলে পাওয়া যায় এই দক্ষিণ ভারতীয় খাবার দাবার ! খাবার খারাপ না একেবারে I প্রামানিক ভাই মজার খাবার দাবারমূলক ছড়ায় ভালোলাগা I

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ঢাকাতেও পাওয়া য়ায় কিন্তু ঢাকার ছোলা বাটুরা খাই নাই, কুষ্টিয়ার ছোলা বাটুরা খেয়ে বেশ মজাই পেলাম। ধন্যবাদ

৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯

আবু মুহাম্মদ বলেছেন: চমৎকার ও সুন্দর ছড়া

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.