নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

নগরবাড়ীর ঘাটে

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১


শহীদুল ইসলাম প্রামানিক

যমুনা সেতু হয়নি তখন
নগর বাড়ি এসে
বাস গাড়ি আর যাচেছ নাতো
থামল হেথায় শেষে।

হোটেল বয়দের চেচামেচি
দিচ্ছে খাওয়ার লোভ
মাছি ভনভন ভাঙ্গা প্লেট
দেখলে উঠে ক্ষোভ।

তারপরেতেও ক্ষুধার জ্বালায়
গেলাম হোটেল ঘরে
সস্তা কাঠের চেয়ার টেবিল
নড়বড় নড়বড় করে।

ম্যানেজার সাব বসে আছেন
গায়ে গেঞ্জি শুধু
সামনে রাখা ঝোল তরকারী
চিংড়ি, ইলিশ, কদু।

জিজ্ঞেস করলাম লঞ্চের কথা,
‘কখন যাবে ছাড়ি’?
বলল হেসে, ‘এক ঘন্টা পর
বসেন তাড়াতাড়ি’।

খাওয়ার টেবিলে বসার পরে
যেই নিয়েছি ভাত
অর্ধ প্লেট না খাওয়াতেই
ধুয়ে ফেল্লাম হাত।

লঞ্চটি তখন ভেপু দিয়েছে
যাচ্ছে এখন ছেড়ে
ভাতের দাম ছাড়ছে নাতো
জোরেই নিচেছ কেড়ে।

তাড়াহুড়োতে দিলেম টাকা
খুচরা নাকি নাই
বত্রিশ টাকা বেশি দিয়েই
দৌড়ে গেলাম তাই।

লঞ্চটি তখন ছাড়ে ছাড়ে
উঠে পরলাম যেই
তাকিয়ে দেখি ব্যাগটি আছে
হাতের ছাতা নেই।

ছাতা রেখেছি হোটেল ঘরে
কেমনে যাব তীরে
লঞ্চটি তখন ছেড়ে দিয়েছে
যাওয়া হলোনা ফিরে।

তিনমাস পরে আবার গেলাম
নগর বাড়ির ঘাটে
ওই হোটেলে ছাতা চাইলে
আর কি দাবী খাটে?

দাঁত খেচিয়ে বলল কথা
হোটেল ম্যানেজার
ছাতা চাওয়াটা অপরাধ মোর
পাল্টা জবাব তার।

তার পরেতেও ওই ঘাট দিয়ে
করছি আসা যাওয়া
অনিচ্ছাতেও সেই হোটেলে
খেয়েছি রসের খাওয়া।

ছবি ঃ গুগল
রিপোষ্ট

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

করুণাধারা বলেছেন: সত্যি, নাকি কল্পনা!
ছড়া ভালো হয়েছে।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

প্রামানিক বলেছেন: যমুনা সেতু হওয়ার আগে ফেরি পারাপার হওয়ার জন্য নগরবাড়ি দিয়েই যাতায়াত করতে হতো, তখন কত যে এরকম খেতে বসে অর্ধেক খেয়ে দৌড়াতে হতো। এ ভুক্তভুগী শুধু আমি একা নই এরকম অনেক আছে। ধন্যবাদ বোন।

২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

খায়রুল আহসান বলেছেন: অভিজ্ঞতাটা খারাপ হলেও, ছড়া ভাল হয়েছে।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, তখনকার উতারাঞ্চলের মানুষের ঢাকা আসা যাওয়া পথের ভোগান্তির একটি চিত্র মাত্র। এরকম অনেকের জীবনেই ঘটেছে। খায়রুল আহসান ভাইয়ের জীবনেও এরকম অভিজ্ঞতা না থাকলেও ফুলছড়ি ঘাটের হোটেলে খেতে বসে ট্রেন ধরার জন্য তাড়াহুড়া করার অভিজ্ঞতা থাকার কথা।

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

আরোগ্য বলেছেন: প্রামানিক ভাইয়ের কাছে এবারও কোন সুস্বাদু খাবারের প্রশংসা আশা করেছিলাম।ম্যানেজারের ব্যবহারে কষ্ট পেলাম।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

প্রামানিক বলেছেন: এসব হোটেলে খাবারের মান খুব একটা ভালো নয়, তবে সেই সময় হোটেলে খেতে বসে অনেকেই নাজেহাল হতো তারই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: ইলিশ-কদু খাইতে মন চায়।
কেমন আছেন?

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬

প্রামানিক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন? ইলিশ কদু মন্দ নয়।

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

প্রামানিক বলেছেন: যমুনা সেতু হওয়ার আগে এরকম অনেক অভিজ্ঞতাই অর্জন করতে হয়েছে। ধন্যবাদ

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন ছড়া।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

সৈয়দ ইসলাম বলেছেন:

আমি কয়েকবছর আগে মোবাইল হারিয়েছিলাম। এই তো কিছুদিন আগে সেটা নিয়ে আসলাম। সবই খাটে বুঝলেন!

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন: কোন জায়গায় মোবাইল হারালেন আর কোন জায়গায় পেলেন। সেই লোকটার ঠিকানা দেন তিনি আমার ছাতা পেয়েছে কিনা আমি খুঁজে দেখবো। রাসালো মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

৮| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

রাকু হাসান বলেছেন: খায়রুল আহসান বলেছেন: অভিজ্ঞতাটা খারাপ হলেও, ছড়া ভাল হয়েছে।---+

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: খায়রুল আহসান ভাইসহ আপনাকে মন্তব্যর জন্য ধন্যবাদ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

ওমেরা বলেছেন: আহারে—- খাওয়া তো ভাল হলই না মাঝখান থেকে টাকা গেল, ছাতাও গেল !!

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

প্রামানিক বলেছেন: সেই সময়ে এরকম অনেকেরই অভিজ্ঞতা আছে। ধন্যবাদ বোন শুভেচ্ছা রইল।

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল লাগল প্রামানিক ভাই।

০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯

বাকপ্রবাস বলেছেন: ভূক্তভোগী কবি সাহবে
দুঃখের সীমা নাই
লঞ্চ ষ্টীমার ঝুট ঝামেলা
বিমান এবা চাই।

নামবে প্লেন স্কুল মাঠে
কিংবা বাড়ির ছাদে
নামবেন কবি আস্তে ধীরে
ঝুলবে ব্যাগ কাধে।
-
আপনি বরাবরই ছন্দময়।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


কুষ্টিয়ায় ভাঙ্গা হোটেল রান্না ভাল
নগর বাড়িতে ধরা,
রসের খাওয়া খাইলে পরে
হবেন আধ মরা।

আপনার ছড়া পড়লে পরে
মনে পুলক জাগে,
সুরভি সৌরভ ছড়িয়ে পড়ে
হৃদয়ের ফুল বাগে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার ছন্দ মন্তব্য পড়ে খুব ভালো লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২

কে ত ন বলেছেন: কেন নগরবাড়ি ঘাটে করেন আসা যাওয়া
যমুনা সেতু তবে কি ভাই হয়ে গেল হাওয়া?
উত্তরবঙ্গের সব যাত্রী যমুনা সেতু বায়
আপনার মন কেন তবে নগরবাড়ি রয়?
লঞ্চে নদী পাড়ি দিতে কত সময় লাগে?
সেতু পাড়ি দিয়ে কি ভাই যায়না যাওয়া আগে?

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

প্রামানিক বলেছেন: যমুনা সেতুর আগের ঘটনা
নগর বাড়ি না গিয়ে উপায় ছিল না।
নইলে কি আর অমন ধরা খাই,
একবার গেলে দ্বিতীয়বার কি যাই।
মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কাহিনী মূলক ছড়াটি বেশ লাগলো। তবে ছাতাটি হারানটা বেশ রসের জন্ম দিয়েছে বলা যায়। হা হা হা


শুভকামনা প্রিয় প্রামানিকভাইকে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ফেরিতে উঠে একবার রওনা হলে নদীর মাঝখান থেকে আর ফেরার উপায় থাকে না। কাজেই ছাতা তো দূরের কথা আরো দামী কিছু হারালেও হায় হায় করা ছাড়া বুদ্ধি থাকে না।

১৫| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

সাইন বোর্ড বলেছেন: শেয়ালের মাংস যে খেতে হয়নি, এটাই ভাগ্যের ।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: শেয়ালের মাংস নাকি খুবই উপকারী, দুই নম্বরি করে খাসির বদলে শেয়াল খাওয়ালে শরীরের বাত ব্যাথার খুব উপকার হতো। বর্তমানে খাসির বদলে শেয়াল খাওয়ায় না কারণ শেয়ালের মাংস এমনিতেই এক হাজার টাকা কেজি বিক্রি হয়। ধন্যবাদ ভাই মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

ফেনা বলেছেন: বরাবরের মতই অসাধারণ হয়েছে।

অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

নতুন নকিব বলেছেন:



আপনার ছড়াগুলো আনন্দের খোড়াক হয়। বরাবরের মত সুন্দর।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ধধন্যবাদ ভাই মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নগরবাড়ির ঘাটের এই সব হোটেলে খাওয়ার অভিজ্ঞতা আমারও আছে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: আমরা দুইজন তো ওইপাড়েরই লোক কাজেই অভিজ্ঞতা না হয়ে যাই কোথায়। ধন্যবাদ হেনা ভাই মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রামানিক ভাই
ইদানিং খাওয়া দাওয়া নিয়ে
বেশ মজায় আছেন।
সুস্বাদু খাবারের পাশা পাশি
নগরবাড়ীর ঘাটে ছাতা খোয়ানোর
জন্য দুঃখ প্রকাশ করছি।

বরাবরের মত অসাধারণ ছড়ার জন্য ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: হা হা হা ভাই, আপনারা লঞ্চে শুয়ে থেকে ব্যাগ হারাতেন আর আমরা খাওয়ার হোটেলে তাড়াহুড়া করতে গিয়ে ব্যাগ হারাতাম।

২০| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: আমার এখন'ই ছুটে যেতে ইচ্ছা করছে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: সেই নগরবাড়ি আর নাই, থাকলে বুঝতে পারতেন। ধন্যবাদ

২১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

জুন বলেছেন: হা হা হা প্রামানিক ভাই ছড়াটি পড়ে আপনার এত দুঃখেও হাসি পেলো ।

কোথাও জিনিস ফেলে তিন মিনিট পরে গেলেই পাওয়া যায় না আর আপনি তিন মাস পরে কেমনে আশা করেন !
মজার ছড়ায় অনেক ভালোলাগা
+

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: জুন আপা, ফেরিতে উঠার পরে নদীর মাঝখান থেকে আর ফেরা যায় না তখন যত দামি জিনিষই হারাক না কেন ফিরে যাওয়ার আর উপায় থাকে না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৬

কাতিআশা বলেছেন: নেক আগে বাড়ি যাওয়ার পথে এই ঘাটে থেমেছি কতবার!..+++

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

প্রামানিক বলেছেন: অনেক আগে ঐ পথে না গিয়ে উপায় ছিল না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

তারেক ফাহিম বলেছেন: অন্যরকম অভিজ্ঞতা।
ছড়া বেশ হয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: অনেক আগে ঐ পথে না গিয়ে উপায় ছিল না কাজেই নানান অভিজ্ঞতার সম্মুখিন হতে হতো। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: হুম, আগে পড়েছিলাম।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: জি ভাই, এটা রি পোষ্ট।

২৫| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

মো.আফফান বলেছেন: খুবই মনোমুগ্ধকর ছন্দ কবিতা! দারুণ লেগেছে

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: আবার আসলাম আপনার পোষ্টে। এসে দেখি মন্তব্যের উত্তর দেন নি।
ব্যস্ত আছেন বুঝতে পারছি।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: জি ভাই, সময়ের অভাবে উত্তর দিতে দেরি হচ্ছে। পুনরায় ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২৭| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫

সৈয়দ ইসলাম বলেছেন:





আশুলিয়ায় হারিয়েছি
নিশ্চিন্তপুর পেয়েছি,
এই মানুষটার কাছে
চিরঋণী রয়ে গেলাম।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: আশুলিয়ায় হারিয়ে নিশ্চিন্তাপু পেলেন, এই দুইটাই তো আমার বাড়ির কাছেই।

২৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

বলেছেন: ভালো হয়েছে।

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

সাদা মনের মানুষ বলেছেন: এপনি খালি হাটে ঘাটে ঘুরেন আর মজার ছড়া ছবি দেন, একদিন তো আমাদেরকে নিয়া খাওয়াইতেও পারেন :)

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: আপনি সব হাট ঘাট ঘুইরা শেষ কইরা ফালাইছেন, আপনারে নতুন কোনও হাটে নেওনের মত হাটই খুঁইজা পাইতেছি না। এর লাইগা চিন্তায় আছি।

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: চিন্তা কইরা তাড়াতাড়ি হাট বাইর করেন B-)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১

প্রামানিক বলেছেন: আগামী মাস পর্যন্তা চিন্তা কইরা দেহি কি করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.