নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আমরা এখন রাজনীতিটা
দলের জন্য করি
ভাল মানুষকে পাশ কাটিয়ে
দলীয় স্লোগান ধরি।
প্রার্থী যদি চোরচোট্টা হয়
তবুও বলি ভাল
সিঁধকাটাকেও বলি মোরা
দেশটা করবে আলো।
বদ চরিত্র দেখার পরও
বলি ভাল স্বভাব
জনগণের রক্ত চুষলেও
চাই না কোন জবাব।
গণতন্ত্রের সংজ্ঞা এখন
উল্টে গেছে বুঝি
‘দল বাঁচলেই দেশটা বাঁচবে’
এমন যুক্তি খুঁজি।
‘ডেমোক্রাসি ফর দা পিপল’
চর্চ্চা এখন নাই
‘নেতার জন্য গণতন্ত্র’
দেখতে পাচ্ছি তাই।
ছবি ঃ গোগুল
রিপোষ্ট
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
প্রামানিক বলেছেন: ঠিকই কইছেন। ধন্যবাদ
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
সনেট কবি বলেছেন: দারুণ ছড়া।
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
জাতির বোঝা বলেছেন:
যেখানে একটি চোরের ভোট আর এক জন ভালো মানুষের ভোট একই মূ্ল্য বহন করে সেই গণতন্ত্র দিয়ে দেশের কি লাভ হবে?
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
প্রামানিক বলেছেন: এখানেই কবি নিরব। ধন্যবাদ
৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
চাঁদগাজী বলেছেন:
অনেকদিন পর, আপনার সবকিছু ভালো তো?
১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই, আছি মোটামোটি ভালই আছি।
৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
জুন বলেছেন: একেবারে সঠিক কথাই ছড়ায় ছড়ায় তুলে ধরেছেন প্রামানিক ভাই । অনেকদিন পর আসলেন তাই না ?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনি ঠিকই বলেছেন, অনেক দিন পর এলাম, লম্বা ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম এই জন্য ব্লগে আসা হয় নাই।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩
হাবিব বলেছেন: ভালো লাগলো.....দারুন ছড়া
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দাদা,
গণতন্ত্র মানে হল
নিজ দলের তন্ত্র!
আমার দলের কাছে
আছে যত যন্ত্র
সবই এখন শুদ্ধ
সবই এখন শুদ্ধ!
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
প্রামানিক বলেছেন: একদম ঠিক কথাই বলেছেন। গণতন্ত্র এখন জনগণের নয় নিজ নিজ দলের তন্ত্র হয়েছে।
৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সত্য কথন। দেশে এগুলোই চলছে রোজ।।।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: দ্বীপান্তরে উড়ে যাক সব ভালবাসা, প্রেম, আর সব মানবীয় অনুভুতিরা--
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮
প্রামানিক বলেছেন: আপনার সাহিত্যিক বক্তব্যর জন্য ধন্যবাদ।
১০| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি মহোদয়। আপনার ছড়ার বিষয় ভাবনা আর ছন্দ ভাবতে শিখায়, শিখনে প্রেরণা যোগায়। ভালো থাকুন। 'গণতন্ত্র' সামনের দিনগুলোতে আরো নতুন নতুন সংজ্ঞা নিয়ে আসবে। আর, আমরা তার স্বাদ নিতেই থাকব।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৯
প্রামানিক বলেছেন: গণতন্ত্রের বর্তমান যা অবস্থা তাতে পুরানো সংজ্ঞা বদলে যাচ্ছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
১১| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
ফণীমনসা বলেছেন: অনেকদিন পর আপনার ছড়া পড়ে ভালো লাগছে।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০
প্রামানিক বলেছেন: ছড়া পড়ার জন্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
১২| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
আরোহী আশা বলেছেন: অসাধারন
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
কথাকথিকেথিকথন বলেছেন:
ছড়ায় বাস্তব বিষয়গুলো ফুটে উঠেছে। ভাল লেগেছে।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১১
প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
ল বলেছেন: দারুণ'স
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক দিন পর লিখলেন ।
শেষের লাইন দুটি একদম সত্য ।
কেমন আছেন?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: চরম সত্য বলেছেন।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
আরোগ্য বলেছেন: অনেক দিন পর প্রামানিক ভাইয়ের ছড়া পেলাম। ভালো লাগলো।
মনে হয় আপনিও মনোনয়ন পত্র কিনেছেন। ব্লগে খুব কম দেখা যায়।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩
প্রামানিক বলেছেন: লম্বা ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলাম এইজন্য অনেক দিন আসা হয় নাই। ধন্যবাদ আপনাকে
১৮| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাহরিয়ার কবীর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রামানিকভাই , আপনার কবিতাটি পাঠ করে আমার ঠিক শঙ্খ ঘোষের ' বাবুমশাই ' কবিতাটির রিদিম মনে পড়লো । বেশ কিছুটা শেয়ার করছি এখানে ।
' সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা!
বেঁচে ছিলাম বলেই সবাই কিনেছিলাম মাথা
আর তাছাড়া ভাই
আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে
নতুন- সমাজ ,চোখের সামনে বিপ্লবে বিপ্লবে
যাবে খোল - নলিচা
যাবে খোল-নলচা পাল্টে, বিচার করবে নিচু জনে'
- কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে
মিত্র বাবুমশাই
মিত্র বাবুমশাই বিষয়- আশয় বাড়িয়ে যান তাই,
মাঝেমধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তাই
নিত্য ফুরোয় যাদের
নিত্য ফুরোয় যাদের সাধ-আহ্লাদের শেষ তলানিটুকু
চিরটা কাল রাখবে তাদের পায়ের তলার কুকুর
সেটা হয় না বাবা
সেটা হয় না বাবা ব'লেই থাবা বাড়ান যতেক বাবু
কার ভাগে কী কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক
অমনি দু'চোখ বেয়ে
.........
শুভকামনা জানবেন।
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: উনি কবিতায় সামাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ পদাতিক দা, সুন্দর একটি কবিতা দেখালেন।
২০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাস্তব সব কথা! লেখায় এক রাশ ভালো লাগা জানিয়ে গেলাম। কেমন আছেন?
২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: ভালো আছি বোন, আপনি কেমন আছেন। মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।
২১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সমসাময়িক...
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫০
সচেতনহ্যাপী বলেছেন: সত্যি.... কিছুই বলার নেই।। সব বলে ফেলেছেন।।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
শামছুল ইসলাম বলেছেন: গণতন্ত্রের অবস্থা আসলেই খুব শোচনীয়।
আপনার ছড়ায় তার ই প্রতিফলন।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: জাতির বোঝা ভাই বলেছেন,যেখানে একটি চোরের ভোট আর এক জন ভালো মানুষের ভোট একই মূ্ল্য বহন করে সেই গণতন্ত্র দিয়ে দেশের কি লাভ হবে?
কথাটি অনেক ভাল বলেছেন।
ভাইয়া ছড়া দারুন হয়েছে।+++
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: গণতন্ত্র মুখে আছে বাস্তবে নেই। ছড়া বরাবরের মতই সুন্দর হয়েছে।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
সেলিম৮৩ বলেছেন: ভালো লিখেছেন।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ফরা দা পিপল হয়ে গেছে
ফার দা পিপল
বাই দা পিপল বদলে গেছে
বাই (কেনা)দা পিপল
অব দা পিপল হায় (অফ -দূরে রাখা/ বিরত রাখা)
অফ দা পিপল হয়ে গেছে
দেখার কেহ নাই।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
২৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ফর দা পিপল হয়ে গেছে
ফার দা পিপল
বাই দা পিপল বদলে গেছে
বাই (কেনা)দা পিপল
অব দা পিপল হায় (অফ -দূরে রাখা/ বিরত রাখা)
অফ দা পিপল হয়ে গেছে
দেখার কেহ নাই।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: বাস্তব কথাই বলেছেন। ধন্যবাদ
২৯| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিক, গুরু তোমায় ছড়াঞ্জলি (গণতন্ত্রের উল্টো কথা)
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
নীল আকাশ বলেছেন: একটা নিখোঁজ সংবাদ। বিগত ১০ বছর ধরে গনতন্ত্র নামক একটা কিছু বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। সারা দেশের ১৫ কোটি লোকজন হাতে হারিকেন নিয়ে দিন রাত খুজেও একে পাচ্ছে না। কোন সহৃদয় ব্যক্তি যদি এর খোঁজ পান তাহলে চাঁদের দেশের ইসি কে খবর পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ......
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: আপনার নিখোঁজ বর্তমানে যাথাযথ বলেই মনে করি। ধন্যবাদ
৩১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
নতুন নকিব বলেছেন:
প্রামানিক ভাই, কেমন অাছেন?
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
প্রামানিক বলেছেন: ভালো আছি, আপনি কেমন আছেন?
৩২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: পারলে ভোট ঠেকিয়ে ক্ষমতায় যাবে....ক্ষমতা চাই জনতা নাই....
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: যা হবে তা বলারও কিছু নাই
৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮
খায়রুল আহসান বলেছেন: দেশের হালফিল চিত্রটাই ফুটে উঠেছে আপনার ছড়ায়। চমৎকার ছড়া হয়েছে। + +
প্রায় দেড় মাস পর ব্লগে ফিরে এ লেখাটি পোস্ট করেছেন। ভাল ছিলেন তো এতদিন?
আপনার এলাকায় নমিনেশন কে পেলো এবং উনি কেমন লোক?
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
প্রামানিক বলেছেন: আছি ভালো আছি, গাইবান্ধা সদর থেকে মাহবুব আরা গিনি আর মফস্বল থেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
বাকপ্রবাস বলেছেন: এমন মজা হয়না
দেশের চাইতে দল আগে
শেখা বুলি ময়না