নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের আজকের পুণর্মিলনীতে

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

ব্লগারদের পুণর্মিলনী
ছিলাম অনেক লোক
খানাপিনার ভালো আয়োজন
খেলাম কয়েক ঢোক।

পরীবাগের পীরের গলি
ঠিকানা ছিল সেথা
এত কাছে ছিল আয়োজন
জানতো এসব কে তা!

কাভাসহ অনেক জনই
ছিলেন উপস্থিত
সবাই যেন ছিলেন সেথায়
আনন্দ ভরা হৃদ।

বুড়ো-জোয়ান চ্যাংড়া-তরুণ
নাই তো ভেদাভেদ
কেউ করে নাই কারো প্রতি
আক্ষেপ কিংবা খেদ।

চেনাজানা যতই থাকুক
মুখ দেখিনি কভু
এমন লোকদের দেখা পেয়ে
মন ভরেনি তবু।

অল্প সময় ছিলাম সেথায়
সময় ছিল কম
তাইতো মনে আফসোস থাকবে
বছর জুড়ে হরদম।


সবার মাঝেই খুশির জোয়ার
জোয়ার চারিদিকে
ব্লগারদের আনন্দের কথা
কেমনে বুঝাই লিখে?

প্রতি বছর এমনভাবে
হয় যদি অনুষ্ঠান
পুণর্মিলনীর আয়োজনে
নাচবে মোদের প্রাণ।

(ছবি ঃ ব্লগার নাহিহ০৯-এর সৌজন্যে)

(পুণর্মিলনীতে সিনিয়র, জুনিয়র, তরুণ, বয়স্ক অনেক ব্লগার উপস্থিত ছিলেন, অনেক ব্লগারের নাম না জানায় সঙ্গত কারণে ছড়ায় চেনা ব্লগারদেরও নাম উল্ল্যেখ করা সম্ভব হলো না।)

মন্তব্য ১০২ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুনেই ভাল লাগলো।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: মাঝে মাঝে এরকম মিলন মেলা হলে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ প্রামাণিক ভাই আপনাকে সরাসরি দেখে সত্যি ভাল লাগলো, অল্প সময়ে চমৎকার ছড়া লিখে ফেলেছেন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

প্রামানিক বলেছেন: একটা ছবি থাকলে পাঠান, আমি ছবি দিতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

করুণাধারা বলেছেন: নাম উল্লেখ না করতে পারলেও, একটা ছবি দিতে পারতেন!! পরে ছবির মানুষেরা মন্তব্যের ঘরে নিজেদের পরিচয় দিয়ে দিতেন।

চমৎকার ছড়ায় ভালো লাগা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, এইখানেই কবি নিরব, আমার সময় কম থাকায় ছবি আনতে পারি নাই। আশা করছি কেউ ছবি পোষ্ট দিলে সেটাই ধার নিয়ে সংযুক্ত করে দেব।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: ছড়া তো খুবই ভাল লাগলো, কিন্তু ছবি কোথায়?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

প্রামানিক বলেছেন: খুব তাড়াহুড়া করে চলে আসার কারণে ছবি তুলতে পারি নাই, এইজন্য দুঃখিত। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

জুন বলেছেন: প্রামানিক ভাই দারুন মজার ছড়া । +
এইবার ছবি দেন দেখি সেই আনন্দঘন সময়টির।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, ওখানে লিলিয়ান, মনিরা সুলতানা, আহমেদ জী এস ভাই, বিদ্রোহী ভৃগু, অগ্নি সারথি, কাল্পনিক ভালোবাসা, তারেক মাহমুদ, সাইয়ান, হামিদ আহসানসহ অনেকেই উপস্থিত ছিল কিন্তু দুঃখের বিষয় খুব তাড়াহুড়ার মধ্যে চলে আসায় ছবি আনতে পারি নাই।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছড়া ।
ছবি পোস্ট খুঁজছি----

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: আমিও সেই আশায় বসে আছি কিন্তু কেউ ছবি পোষ্ট করছে না।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

শহীদুল সোহাগ বলেছেন: অসাধারণ লিখেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

নতুন নকিব বলেছেন:



সুন্দর ছড়া। +++

খানাপিনার বিবরনসহ অারেকটি ছড়া অাশা করতে পারি কি?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ভাই এইখানেই কবি নিরব, আমি শেষ পর্যন্ত থাকতে পারি নাই থাকলে অবশ্যই আরো অনেক কিছু বর্ননা করতাম। ধন্যবাদ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: জানা হলো অনেক কিছু

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

ঢাবিয়ান বলেছেন: খুব সুন্দর ছড়া । যাদের সাথে প্রায় প্রতিদিনই ব্লগে কথা হয়, তর্ক বিতর্ক হয় সেই ব্লগারদের সাথে দেখা হওয়াটা কতটা আনন্দদায়ক হতে পারে, দূর থেকেও তা ভালই অনুধাবন করতে পারছি।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, নামে চিনি ব্লগে কথাও হয় অথচ কেউ কাউকে দেখি নাই সেই লোকগুলোর সাথে দেখা হওয়াটা আসলেই আনন্দের। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বর্ণনাতো ভালোই হলো
ছবি টবি কই?
খানা পিনা কেমন হলো
মণ্ডা মিঠাই দই ?

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

প্রামানিক বলেছেন: অনুষ্ঠানের মাঝখানে চলে আসাতে অনেক কিছু মিস করেছি। ধন্যবাদ নুরু ভাই।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

শায়মা বলেছেন: ভিডিও দাও ভাইয়া!!:)

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: দুঃখিত বোন আমার কাছে অনুষ্ঠানের ভিডিও নাই।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার। ছিলাম আমিও

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ছবি থাকলে একটা ছবি পাঠান। আমার কাছে ছবি নাই।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

নজসু বলেছেন:


দারুণ।
ভালো লাগে আপনার চমৎকার ছড়া।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: অনুষ্ঠানের মাঝখানে চলে আসাতে অনেক কিছু মিস করেছি। ধন্যবাদ নুরু ভাই।

আপনি যাইবেন
যদি জান-তেম
তা হলে ফিরবার পথে
অবশ্যই ঢু মার-তেম

বিঃদ্রঃ আপনাকে উৎসর্গীকৃত ছড়াটিকে আশির্বাদ জানাবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: আপনি থাকলে আনন্দটা
অন্যরকম হতো
ছোট খাটো আনন্দ নয়
ঈদ আনন্দের মত।

আপনার ছড়ায় মন্তব্যটা
দিয়ে এসেছি ভাই
ছড়ার মাঝে দারুণ মজা
তুলনা তার নাই।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। সুপার্ভ।অসাধারণ।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০

অব্যক্ত কাব্য বলেছেন: মেইল দিন। এখানে বড় সাইজের ছবি দিতে পারছি না

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: [email protected] এই মেলে পাঠান। ধন্যবাদ

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

আরোগ্য বলেছেন: মিস করলাম। থাকলে ছড়ার জাদুকরের একটা অটোগ্রাফ নিতাম।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: উপস্থিত থাকলে সবার সাথে দেখা হওয়াটাও কম আনন্দের নয়। ধন্যবাদ আপনাকে।

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

অব্যক্ত কাব্য বলেছেন: পাঠালাম যা ছিল। পেলে জানাবেন

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ছবি এখনো পাই নাই।

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

ডার্ক ম্যান বলেছেন: প্রামানিক ভাই, আপনাকে কি ছড়ার মানিক উপাধি দেওয়া যায়

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: ডার্ক ম্যান ভাই, আপনাদের সরল ভালোবাসাই আমার জন্য যথেষ্ঠ। আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। ধন্যবাদ

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
মুগ্ধতা।

২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: আমি তো মনে করেছিলাম রাজীবকে উপস্থিত পাবো কিন্তু পেলাম না। ধন্যবাদ

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! কি দারুন অভিজ্ঞতা ! অনুভূতি ! সঙ্গে খানাপিনা, ছড়ায় রঙ্গরসের ব্যাপক আয়োজন। সব মিলিয়ে থাক শুভক্ষণের বিরহী সাক্ষী আমরা। তবে অরিয়েন্টেশন পর্বে সকলের নামধাম জেনে নিয়ে আপনি একটি জয়েন্টলি ফটো দিতে পারতেন। আগত সকলকে জানাই আমার হার্দিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা।


আপনাকেও জানাই হৃদয়ভরা ভালোবাসা।


২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আসলেই এরকম একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৭

পুলক ঢালী বলেছেন: খানা+পিনার আয়োজনে খেলাম কয়েক ঢোক। কি খেলেন ভাই ??? ;)
দারুন আয়োজন সাথে সাক্ষাৎ রিয়েলি অনেক আনন্দ করেছেন। শুনে ভাল লাগলো। ভাল থাকুন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৬

প্রামানিক বলেছেন: খাওয়ার আগেই আমি বিদায় নিয়েছিলাম যে কারণে খালি মুখে আমাকে ঢোক গেলা ছাড়া আর কিছু গেলার উপায় ছিল না। ধন্যবাদ ভাই রসালো মন্তব্য করার জন্য।

২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

বলেছেন: চমৎকার ছড়ায় ভালো লাগা


অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা।


অসংখ্য ধন্যবাদ

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

রসায়ন বলেছেন: দারুণ , আর পুলিশ কবিতাটাও অসাধারণ ছিল ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৮

প্রামানিক বলেছেন: পুলিশ কবিতাটি ভালো লাগায় খুশি হলাম, শুভেচ্ছা রইল।

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: পোড়া মানিক ভাই, আমার এক্টা ছবি দিলেন্না ক্যান? X((

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

প্রামানিক বলেছেন: আপনার ছবি দেয়ার খুব চেষ্টা করছি কিন্তু অনেক দূরে থাকায় ক্যামেরা রাজী হইল না, তা নাহলে আপনার ছবি বাদ দিয়া ছবি পোষ্ট করার চিন্তা করাটাও দুশ্চিন্তার ব্যাপার।

২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ছড়ায় দারুন প্রকাশে ভাললাগা :)

@ সাদা মনের মানুষ ভাই আপনাকে মিস করছিলাম। কয়েকজন জানতেও চেয়েছিল!

হয়ে যাবে খন
সামনে কখনো
মূখোমূখি একে অন্যের
চেনা অচেনার :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষ এই লোকটা খামাখা মিস করলো। উনি আসরে উপস্থিত থাকবো এইডা আমরা অনেকেই আশা করছিলাম।

২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

নীলপরি বলেছেন: আপনার সুন্দর ছড়ায় আসরের বিবরণ পড়তে খুবই ভালো লাগলো ।

শুভকামনা

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

নাহিদ০৯ বলেছেন:

ভাবী আপনাকে যেভাবে ব্লগার বলে রাগায় সে অভিনয় টা দারুন ছিলো। আপনার সাবলিল কথা শুনতে খুব খুব ভালো লেগেছে।

আপনার পাঠকদের জন্য অনুষ্ঠানের সব ছবির এলবাম এখানে দিয়ে দিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: কষ্ট করে অনুষ্ঠানের সব ছবির এলবামের লিংক দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব খুশি হলাম।

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

ফয়সাল রকি বলেছেন: সুন্দর ছড়া।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে শুভ্চেছা রইল ।

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

হাবিব বলেছেন: প্রামানিক ভাই আপনাদের সাথে থাকার খুবই ইচ্ছা ছিলো......
কিন্তু থাকতে পারলাম না......

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: আপনারা আসলে আরো বেশি আনন্দ হতো। ধন্যবাদ আপনাকে মন্তব্যর জন্য।

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রামানিক ভাই ছড়ায় ছড়ায় ব্লগ মিলনমেলাকে এতো সুন্দর করে ফুটায়ে তুলেছেন, এলব্যাম থেকে আপনার ও অন্যন্যদের ছবি দেখেছি। সত্যিই আনন্দের ছিল এমন অনুষ্ঠান মিস করেছি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি তো মনে করেছিলাম রাজীবকে উপস্থিত পাবো কিন্তু পেলাম না। ধন্যবাদ

এজন্য আমার নিজের উপরেই নিজের অনেক রাগ।
খুব কষ্ট পেয়েছি না যেতে পেরে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: কষ্ট পাওয়ার মতই কাজ করেছেন, এমন একটা অনুষ্ঠানে যোগ না দেয়ায় ব্লগারদের সাথে পরিচিত হওয়া থেকে মিস করেছেন।

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পর আপনার ছড়া পড়লাম। আছেন কেমন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান মাহবুব, খুব খুশি হলাম মন্তব্য পেয়ে। সবসময় যেন পাশে পাই এই আশা রাখি।

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় ছড়াকরকে সামনে থেকে দেখে খুব ভাল লাগলো। এত ব্যস্ততার মাঝেও সময় করে আমাদের সাথে দেখা করতে এসেছেন, চমৎকার একটি ছড়া আবৃত্তি করে শুনালেন, দারুন মিষ্টি হাঁসি দিয়ে কয়েকটি ছবিও তুলে সবাইকে দেখার সুযোগ করে দিলেন; এজন্য ধন্যবাদ আপনাকে। আশা করি, আগামীতে আরো বড় আয়োজন হবে এবং আপনার সান্নিধ্যও পাব।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: কাওসার ভাই, আপনাকে কাছে পেয়েও পেলাম না। সময় স্বল্পতার জন্য কথা না বলতে পারার আফসোস নিয়ে ফিরতে হয়েছে। আশা করি পরবর্তীতে কাছে পেলে প্রাণ খুলে দুইজনে কথা বলবো। ধন্যবাদ ভাই।

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

তারেক ফাহিম বলেছেন: আপনাদের সাক্ষাতের খুবই ইচ্ছে ছিলো।

কিন্তু তা আর হল না।


চমৎকার ছড়া উপহার দিলেন।

উপস্থিত সকল ব্লগারদের আন্তরিক অভিনন্দন।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: সময় স্বল্পতার জন্য কারো সাথেই প্রাণ খুলে কথা বলতে পারি নাই এই আফসোস নিয়েই ফিরতে হয়েছে। পরবর্তীতে সময় নিয়ে যেন দেখা করতে পারি এই আশা রাখি। ধন্যবাদ

৩৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

জোকস বলেছেন: ছড়ায় অর্ধেক মন ভরেছে বাকিটা ছবি দেন নইলে খেলুম না!




২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: আমার কাছে আর ছবি নাই ভাই, তবে নাহিদের ব্লগে প্রচুর ছবি দেয়া আছে কষ্ট করে দেখলে খুব খুশি হবো।

৩৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে
ছড়াকার ছড়াকাটে সবখানে।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: বাস্তব সত্য কথাই বলেছেন, "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে"। খুব ভালো লাগল আপনার মন্তব্য। ধন্যবাদ

৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




আপনি সময় বের করে এসে আমাদের ছড়া শুনিয়েছেন এটাই অনেক বড় পাওনা ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: আপনারা কষ্ট করে এই আয়োজন করায় এমন সুযোগ পেয়েছি এজন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

৪০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: বেশ লিখেছেন। সবাইকে দেখে ভালো লাগল।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: আপনারা উপস্থিত থাকলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ

৪১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


কি পরিমাণ ব্লগার এসেছিলেন?

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই, আমি প্রথম দিকে ছিলাম তখন প্রায় ৫০জনের মত উপস্থিত ছিল পরে হয়তো আরো আসতে পারে।

৪২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এক ঝাক আলোকিত ব্লগারদের দেখে ভাল লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ লাগলো :)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: ছড়া ভাল লেগেছে। সাথে আরো কিছু ছবি আপলোড করতে পারতেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ছবি আমি তুলি নাই যে কারণে ছবি পোষ্ট করতে পারছি না, তবে নাহিদের পোষ্ট-এ অনেক ছবি দেয়া আছে। ধন্যবাদ

৪৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: সবাইকে এক সাথে দেখে অনেক ভাল লেগেছে ভাইয়া।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল, অনেক অনেক শুভ্চেছা রইল।

৪৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ক্যামেরার জামানত বাতোল করা হইল B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

প্রামানিক বলেছেন: হে হে হে - - - - আমার ক্যামেরাই ছিল না জামানত দিমু কোন দুখে।

৪৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার হাসি খুশি চেহারা দেখে মনটা ভালো হয়ে গেল প্রামানিক ভাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

প্রামানিক বলেছেন: এই ছবিটা দেখলে মনে হয় আমার বয়স অনেক কমে গেছে, ব্লগের অনেকেই বলল আমাকে নাকি আগের চেয়ে অনেক ইয়ং লাগছে, রহস্যটা বুঝলাম না। ধন্যবাদ হেনা ভাই।

৪৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে ভাই, আপনাকে তো ইয়ংম্যানই মনে হয়। প্রো-পিকচারটা না হয় ধরে নিচ্ছি কয়েক বছর আগের, কিন্তু এখানে যে ছবি দুটো দেখলাম সেগুলোও তো পুরোদস্তুর ইয়ংম্যানের ছবি। ব্লগার বন্ধুরা তো ভুল কথা বলেননি।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১

প্রামানিক বলেছেন: প্রো-পিকচারটা যখন তুলি তখন আমার বয়স ছিল ৩৮ বছর আর ১০ম ব্লগ দিবসের যখন ছবি তুলল তখন আমার বয়স অলরেডি ৫৮বছর ১১দিন তারপরেও ওটার চেয়ে এটা ইয়ং হলো কি করে এটাই তো মাথায় ঢুকছে না। ধন্যবাদ হেনা ভাই।

৪৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:০৩

সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসীদের এতোসব ভাবতে নেই :(

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪

প্রামানিক বলেছেন: উপস্থিত হতে না পারলেও দেখেও কিছুটা শান্তি পাবেন। ধন্যবাদ

৫০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

মাহের ইসলাম বলেছেন: সুন্দর প্রকাশ , ভালো লাগল।
মিস করেছি এবারের আয়োজন। আশা করছি, ভবিষ্যতে যোগ দিতে পারব।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: আসলেই মিস করেছেন আয়োজনে উপস্থিত থাকলে আপনারো ভালো লাগতো।

৫১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

ধ্রুবক আলো বলেছেন: ব্লগারদের পুণর্মিলনীতে উপস্থিত হতে পারিনি বলে, খুবই খারাপ লাগছিলো।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

প্রামানিক বলেছেন: উপস্থিত হলে অনেকের সাথেই পরিচিত হতে পারতেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.