নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
উৎসর্গ ঃ ব্লগার নহিদকে যার জন্য এমন সুন্দর ছবি উপহার পেয়েছি।
এই হাসিটা হেসে ছিলাম
চল্লিশ বছর আগে
ছবি দেখেই সরল মা মোর
ধমকে উঠলেন রাগে।
“কাকে দেখে হাসলি এমন?”
সন্দেহ নিয়ে বলল
কিছু বলার আগেই আমার
দুই কান ধরে ম’লল।
বিনা দোষেই কান ম’লাতে
মনটা হলো বেজার
বাবার ভয়ে ছবি লুকালাম
বের করি নাই আর।
তারপরেতেও রক্ষা নাই যে
মায়ের কাছে শুনে
তিনখান চড় চাপায় মারল
বাপটা গুণে গুণে।
হায়রে একি বিপদ আমার
হাসির ছবি তুলে!
মারের চোটে নায়োকি ভাব
গেলাম তখন ভুলে।
সেই থেকে যে হাসি দিয়ে
ছবি তুলিনি আর
ক্যামেরাওয়ালা যতই বলুক
কথা রাখিনি তার।
ওই হাসিটা হেসেছিলাম
সালটা আটাত্তুর
বছর আঠারোর তরুণ ছিলাম
ভাবে নানান সুর।
কিন্তু এবার হাসলাম রে ভাই
চল্লিশ বছর পরে
ব্লগ দিবসে সবার মাঝে
প্রাণটা উজার করে।
আমি নাকি কম বয়সি
বলল অনেক জন
কথা শুনেই প্রাণখুলে তাই
হাসলাম কিছুক্ষণ।
কিন্তু তখন বয়স আমার
আটান্ন যে পার
কোন কারণে কমল বয়স
পাইনে খুঁজে আর।
ছবি দেখে সবাই বলে
চল্লিশ উর্দ্ধ নয়
গিন্নি দেখেও খুশি হওয়ায়
কাটল আমার ভয়।
নিজের গিন্নি খুশি হলে
রাজ্য জয়ের মত
তা না হলে গিন্নির ভয়ে
কষ্ট পেতাম কত!
এমন ছবি তুললেন যিনি
ব্লগার নাহিদ ভাই
ধন্যবাদটা কেমনে দিব
ভাবছি বসে তাই।
ভাব ভঙ্গিটা যেমনই হোক
নামটা চমৎকার
এই ব্লগের ব্লগার তিনি
তুলনা নাই যার।
ক্যামেরার চেয়ে মেধা বেশি
তাইতো এমন হবি
পেশায় নয়রে নেশায় পরে
তোলেন সবার ছবি।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩
পবিত্র হোসাইন বলেছেন:
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
প্রামানিক বলেছেন: মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হাসাহাসি করা সাস্থ্যের জন্য খুব ভালো।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
প্রামানিক বলেছেন: একদম খাঁটি কথা। আসলেই হাসলে স্বাস্থ্য ভালো থাকে। ধন্যবাদ মন্তব্যর জন্য।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: ছড়া এবং ছবি প্রানবন্ত।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষটির কলমে যেমন ছন্দ হাসে মূখেও মুক্তো জ্বরা হাসি উল্লাসিত একজন যেনো শাপলা ফুটা ঝিলে। প্রিয় মানুষদের কাছ থেকে দেখতে ইচ্ছে হয়। কিন্ত মিস হয়ে গেল। হয়তো আবার কোন এক মিলন মেলায় এমন কোন আয়োজনে দেখা হয়েও যেতে পারে। ভাল থাকবেন দাদা।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মূল্যবান মন্তব্য করার জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
রসায়ন বলেছেন: দারুণ
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রসায়ন, আসা করছি আপনাদের হাসি নিয়েও ছড়া লিখবো। শুভেচ্ছা রইল।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
মানুষের হাসি খুব সনু্দর।
মানুষের রাগী গোমরা মুখ খুব খারাপ ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, হাসি হাসি মুখ সব সময় ভালো লাগে গোমরা মুখ কারো কাছেই ভালো লাগে না। ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,
ক্যান যে অমন দিলেন তখন
বাইল্লা একখান হাসি,
উচিৎ ছিলো আরো তিনখান চড় দেওয়া,
কানের উপর ঠাসি।
পনেরো বচ্ছইররা ফাজিল পোলা
অমন কইররা কেউ হাসে ?
ঠিক করেছে বাপে-মা'য়ে
চড় দিয়েছে ঠেসে!
কারে দেইখ্যা হাসলেন কন
চল্লিশ বছর আগে,
সে কি এখনও মনে করে
ছ্যাকা খাওয়ার রাগে?
এখন ব্লগের এই হাসিটা
দেখতে যদি সে পেতো
তাইলে নির্ঘাৎ উম্মা দিয়ে যেতো................।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: না গুরু না ছ্যাকা ট্যাকা না
নায়োকি ভাব ছিল
সেই কারণে ক্যামরাওয়ালা
হাসির আদেশ দিল।
সেইটা দেখেই মায়ে তো ভাই
ভীষণ রকম রাগ
কান ম'লা আর চাপর দেখে
চাচায় বলল ভাগ।
ছবির পিছে ঘটনা নয়
এমনি এমনি হাসি
তাতেই আমি নাস্তানাবুদ
বিপদ ধরল ঠাসি।
ধন্যবাদ গুরু, ছন্দ মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
তারেক ফাহিম বলেছেন: প্রিয় প্রামনিক দা,
ছবির মতই ছড়াটি প্রানবন্ত।
ছবিতে আপনাকে ৪০ এর বেশি বুঝা যায় না।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তারেক ফাহিম, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
আবু তালেব শেখ বলেছেন: আপনার তো তাহলে অনেক বয়স??
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
প্রামানিক বলেছেন: জী ভাই, বর্তমান বয়স আটান্ন বছর কয়েক দিন। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
আবু তালেব শেখ বলেছেন: নায়ক জসিমের মত চুলের স্টাইল
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
প্রামানিক বলেছেন: আমার কোন নিজস্ব স্টাইল নাই নাপিতে যেভাবে চুল কেটে দেয় সেটাই আমার স্টাইল। ধন্যবাদ পুণরায় মন্তব্য করার জন্য।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
খায়রুল আহসান বলেছেন: চিরদিন অমলিন থাক এই হাসিটুকু ঐ প্রাণবন্ত মুখে!
চমৎকার ছড়া হয়েছে- আপনারটা যেমন, আহমেদ জী এস এরটাও তেমন।
ছড়ায় প্লাস + +
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: কি অমায়িক ছড়া!! 24 বছরের হাসি আর বর্তমানের হাসি মিলেমিশে একাকার। নাহিদভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি ছবি ব্লগবাসিকে উপহার দেয়ার জন্য। আর হাসির স্থপতিকারকে তো ধন্যবাদ দিয়ে খাটো করবো না, বরং আজীবন এই সম্পত্তি যেন ওনার মুখে লেগে থাকে - উপরওয়ালার কাছে এটাই কামনা করি।
রঙ্গরসে হাসির কবিতা / ছড়া চলতে থাকুক ....
শুভকামনা ও ভালবাসা প্রিয় প্রামানিকভাইকে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুব ভালো লাগল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
নাহিদ০৯ বলেছেন:
কি বলবো বুঝতে পারছি না। বেশ কয়েকবার কমেন্ট লিখে মুছে ফেললাম। বার বার ই মনে হলো ঠিক মতো ভাব টা বোঝানো হলো না। আপনার ছড়ায় আমার নাম দেখে যার পর নাই আপ্লুত আমি।
হাঁসিমুখের খারাপ ছবি তোলা খুব কঠিন। আর আপনার সহজ সরল হাঁসিমুখ এর ছবি তোলা আমার জন্য আরো সহজ ছিলো। আপনি মানুষ টা খুবই রসিক।
আপনার আরো বেশ কয়েকটা ছবি তুলেছি হাঁসির।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩
প্রামানিক বলেছেন: আপনার ছবি তোলার আইডিয়া খুবই ভালো, শুধু আমার ছবি নয় প্রত্যেকের ছবিই খুব সুন্দর হয়েছে। দামি ক্যামেরা থাকলেই ছবি ভালো হয় না ক্যামেরার সাথে ক্যামেরাম্যানের মেধাও লাগে। ভালো ছবি তোলার মত সেই মেধা আপনার আছে। আপনার তোলা ছবিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমার বাসার ছেলে মেয়েরাও ছবিটি খুব পছন্দ করেছে। এমন একটি সুন্দর ছবি উপহার দেয়ার জন্য অনেক অনেক শুভ্চেছা।
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
নজসু বলেছেন:
রঙিন কিংবা সাদাকালো
দুটোতেই লাগছে ভালো।
সাদাকালো কিংবা রঙিন
হাসিমুখটা অমলিন।
......................................
প্রিয় ছড়াকারের চল্লিশ বছর আগের মায়ের সন্দেহের চোখে দেখা হাসি আর
চল্লিশ বছর পরে আটান্নের হাসি কিন্তু আপনার ছন্দ ছড়ার মতোই মিষ্টি।
দেহের বয়স বাড়ে বাড়ুক।
মনের বয়স কম থাকুক।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫
প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন, দেহের বয়স বাড়ে বাড়ুক মনের বয়স কম থাকাটাই মানুষকে সুস্থ্য রাখে। মূল্যবান মন্তব্য উপহার দেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
গরল বলেছেন: চমৎকার ছড়া, খুবই মজা পেলাম।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনারা ছড়ায় মজা পেলেই আমার কাছেও মজা লাগে। শুভ্চেছা রইল।
১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাইজান ছবি দেখে মনে হচ্ছে আপনার বয়স ৩০/৩৫ বছর হবে এই আর কি!!!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
প্রামানিক বলেছেন: ৩০/৩৫ মনে হলেও আমার বয়স একেবারে কম নয় বর্তমান বয়স আটান্ন বছর কয়েক দিন। ধন্যবাদ আপনার উদ্দীপনামূলক মন্তব্যর জন্য।
১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
কালীদাস বলেছেন: হাসিটা আন্তরিক!! নিঃসন্দেহে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কালীদাস। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
অগ্নি সারথি বলেছেন: এভাবেই হাসতে থাকুন আমাদের মাঝে প্রামানিক দা!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সেদিন আপনাদের আন্তরিকতাই আমাকে এরকম হাসি হাসতে সাহায্য করেছে। ঐদিন আপনাদেরকে কাছে পেয়ে খুবই আনন্দিত ছিলাম। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬
ফয়সাল রকি বলেছেন: চমৎকার হাসি।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২০
বিজন রয় বলেছেন: কেমন আছেন ৫৮ বছরের যুব্ক?
ব্লগে একটু সরব হচ্ছেন নাকি?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বিজন রয়, আছি মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন? ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করি কিন্তু কাজের চাপে সময় করে উঠতে পারি না। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।
২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
আরোগ্য বলেছেন: মানুষ সুন্দর জিনিস চুরির ভয়ে লুকিয়ে রাখে। তাই বুঝি প্রামানিক ভাই অমন সুন্দর হাসি লুকিয়ে রাখেন। কিন্তু নাহিদ ভাই ঠিক চুরি করে ছবিতে বন্দী করেছেন।
নাহিদ ভাইকে ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
প্রামানিক বলেছেন: আসলেই নাহিদ অসাধারণ একটি কাজ করেছে। সবার হাসি দেয়া ছবিই সুন্দর করে তুলেছে। তার ছবি তোলার হাত খুবই ভালো। ধন্যবাদ রাসালো মন্তব্য করার জন্য।
২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
ঝিগাতলা বলেছেন: অনেক নাইস
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭
সুমন কর বলেছেন: দারুণ লিখেছেন। হাসিটা থাকুক, সারা বছর.........সুন্দর আর নির্মল হাসি।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
হাবিব বলেছেন: অনেক সুন্দর
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
নতুন নকিব বলেছেন:
এই হাসি থাক মুখে
অমলিন হয়ে।
এভাবেই দিনগুলো
যাক বয়ে বয়ে।
স্মৃতি ছড়ায় +++
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নতুন নকিব, ছ্ন্দ মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
সামু পাগলা০০৭ বলেছেন: প্রাণবন্ত ছড়াটিতে ভালো লাগা!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ সামু পাগলা, আন্তরিক শুভেচ্ছা রইল।
২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার হাসি....
সাথে কবিতাও....
আমিও একটু হেসে নিই
তা কাকে দেখে ৪০ বছর আগে
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
প্রামানিক বলেছেন: ৪০ বছর আগে কাউকে দেখে হাসি নাই সিনেমা দেখে সিনেমার নায়কদের মত ভাব ধরে ছবি তুলেছিলাম তাতেই মারধোর খেতে হয়েছে। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।
৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হাসি নিয়ে কত্ত কথা
বলে গেলেন ভাই
হাসি নিয়ে মারের কথা
আহা ব্যাথা পাই!
এত বছর পরেও হাসি
সেই তেমনি আছে
দেখে গিন্নি খুশি যখন
রাজ্য জয়ই শেষে।
অমন হাসি থাক চিরদিন
সুন্দর অম্লান
আমরাও হই খুশি দেখে
সদা হাস্য বদন।
শুভকামনা সবসময়
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বিদ্রোহী ভৃগু
খুশি মন্তব্য দেখে
চলে আসার সাধ ছিল না
আপনাদেরকে রেখে।
তারপরেতেও আসতে হলো
অফিস ছিল বলে
তাই তো সেদিন কথা হলো না
প্রাণটা আজো দোলে।
ভালো থাকেন সুস্থ্য থাকেন
এই কামনা করি
সেদিনের সেই স্মৃতিগুলো
মাঝে মাঝেই স্মরি।
৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনার বয়স হয়েছে কে বলে
চির তরুন আপনি
হাসিটা ধরে রাখুন । এই হাসিটাই আমাদের অনুপ্রেরনা হয়ে থাকবে ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন ভাই, প্রত্যেক মানুষের মানসিক সুস্থ্যতাই তারুণ্য ধরে রাখে। ধন্যবাদ
৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪
পুলক ঢালী বলেছেন: দারুন নায়কোচিত হাসি সাথে দারুন ছড়া। ভাল থাকুন প্রামানিক ভাই।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, কেমন আছেন?
৩৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৪
ল বলেছেন: ভুবনজয়ী হাসি!
☺ হাসিতে মুক্তঝরে।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছড়া। সুন্দর হাসি।।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার, অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
মোস্তফা সোহেল বলেছেন: আগের হাসির সাথে এখনকার হাসি একদম একই!
এমনই হাসি খুশি প্রানবন্ত থাকুন সব সময়।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল, আপনার উদ্দীপনামূলক মন্তব্য খুবই ভালো লাগল। শুভ্চেছা রইল।
৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
নীল আকাশ বলেছেন: শুভ সকাল, দাদা!
আগে আমারে কন কি খান আর কি করেন যে, ৫৮তে এসেও বাংলাদেশের সব নায়ক ফেইল! আপনি তো আমাদের ব্লগের আসল হিরো। সুপার হিরো!
যেই হাসি টা দিয়েছেন ব্লগ ডের ছবিটাতে, ভাগ্যিস মেয়ে হয় নি হইলে আপনার খবর ছিল কিন্তু কইলাম!
বৌদি আপনাকে একা একা ছেড়ে দেয় সব সময়, কন কি? এত সাহস?
ছড়াটা অতিশয় দুর্দান্ত হয়েছে। আপনি বরাবরই দুর্দান্ত সব ছড়া লিখেন!
মহান সৃস্টি কর্তার কাছে প্রার্থনা রইল বাকী জীবনও যেন একই ভাবে সুখী আর সুন্দর ভাবে বেঁচে থাকতে পারেন আর আমাদের কে দারুন দারুন লেখা উপহার দিতে পারেন।
আপনার জন্য মন থেকে শুভ কামনা রইল!
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নীল আকাশ, আমি সবসময় সাধারণ খাবারই বেশি খাই, সব্জি জাতীয় খাবার বেশি খেতে চেষ্টা করি। ইদানিং কিছু মৌসুমি ফল বেশি খাই, এর পাশাপাশি বাদাম জাতীয় খাবারগুলো খাই, যেমন চিনা বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম, আখরোট। এই খাবারগুলো আমার দাদাও খেতেন, উনি একশত পাঁচ বছর বেঁচে ছিলেন। আর গিন্নির কথা কি বলবো সে খুব সরল মনের মানুষ তার সাথে আমার সম্পর্ক যথেষ্ঠ ভালো। আমি স্কুল জীবন থেকেই লেখালেখি করি কিন্তু বিয়ের পরে তার সহযোগীতার কারণেই আমি ব্লগে সময় দিতে পারতেছি। মহান সৃষ্টি কর্তার কাছে আমারো প্রার্থনা আয়ু বৃদ্ধি করে তিনি যেন আপনাদের দীর্ঘ জীবন দান করেন। ধন্যবাদ ভাই মন্তব্য পেয়ে খুব খুশি হলাম।
৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: এই হাসি অমলিন থাক হাজারটা বছর সেই প্রত্যাশা করি।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
প্রামানিক বলেছেন: আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে আপ্লুত করেছে। আপনার পরিবারের দীর্ঘ জীবন কামনা করি।
৩৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
কুঁড়ের_বাদশা বলেছেন: সামুর হাসির রাজা প্রামানিক ভাই এর হাসির ছবি দেখে ভালো লাগলো।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কুঁড়ের বাদশা, আপনার মন্তব্যে খুশি হলাম, অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হাসি আর ছড়া দুটোই অতুলনীয়। যাই বলেন প্রামানিক ভাই, আপনি বয়সকে যেভাবে বেঁধে রেখেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। আটান্ন বছর বয়সে এমন প্রাণবন্ত মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। কামনা করি- এই অমলিন হাসি আরও দীর্ঘকাল ধরে বেঁচে থাকুক!
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ছোট থেকেই আমি হাসিখুশি থাকতে ভালোবাসি, আমার হাসি দেখে আপনারা যে আবেগ প্রকাশ করেছেন তা দেখে আমিও আপ্লুত। আপনাদের প্রশংসার তুলনা নাই। আপনারাও ভালো থাকেন সুস্থ্য থাকেন, আপনাদেরও দীর্ঘায়ু কামনা করি।
৪০| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: না না, আপনার পুরাতন হাসিগুলোও অনেক সুন্দর ছিল প্রিয় ছড়াকার।
ছড়া ভাল লেগেছে।
তারপর কেমন আছেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি আমার নতুন পুরান হাসি দেখে সিমিলারিটি খুঁজে মন্তব্য করায় খুশি হলাম। শুভেচ্ছা রইল।
৪১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
হাসান রাজু বলেছেন: বয়স ৫৮ !!! আপনার প্রফাইল ছবি দেখে এমনটা আঁচ করা যায়, কিছুটা।
কিন্তু ব্লগ দিবসের পরথেকে আপনার এই ছবিটা বিভিন্ন পোস্টে পাচ্ছি। তাতে কখনো ৫৮ মনে হয়নি। আমি ভেবেছিলাম এসএসসি'র সন ৯০-৯৫ এর মাঝে কিছু একটা হবে।
চল্লিশ বছর আগের ছবি, প্রফাইল ছবি আর ব্লগ দিবসের ছবি কি একই ব্যাক্তির ? নাকি কেউ চিনেনা বলে ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছেন ? সন্দেহ হয়। ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সদা হাস্যজ্জল থাকবেন, আশেপাশের সকলের মাঝে সেই হাসি ছড়িয়ে দিবেন। শুভ কামনা থাকল।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪
প্রামানিক বলেছেন: সাদা কালো ছবিটা যখন তুলেছিলাম তখন আমার বয়স ছিল আঠারো বছর, প্রফাইলের ছবিটি যখন উঠাই তখন আমার বয়স ছিল ৩৮বছর আর ব্লগ দিবসে যে ছবিটি সবাই পোষ্ট করেছে এটা যখন উঠানো হয় তখন আমার বয়স ৫৮ বছর ১১দিন ছিল। ভিন্ন কেউ নয় ছবির মুড আলাদা হলেও মানুষ একজন। আমার এসএসসি ৯০-৯৫ নয় আমার এসএসসি ছিল ১৯৭৬সালে। ধন্যবাদ ভাই হাসান রাজু রসিকতার ছলে আমার বয়স জেনে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭
সোহানী বলেছেন: হাসিতে মুগ্ধতা প্রামানিক ভাই। প্রেমে পড়ার বয়স থাকলে ভেবে দেখতাম….হাহাহাহাহাহা
প্রোফাইল পিক চেইন্জ করার অনুরোধ থাকলো। সেই পুরোনো প্রামানিক ভাইকেই চাই।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭
প্রামানিক বলেছেন: হা হা হা- -- সেই কাল থেকেই ১০০হাত দূরে থাকি এখন তো আরো সম্ভব নয়। রসালো মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
নজসু বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
জুন বলেছেন: প্রানখোলা হাসি দেখে মনে হলো এই ভদ্রলোক দিলখোলা মানুষ না হয়েই যায় না। প্রামানিক ভাই ছবির মত আপনার কবিতাটিও অসাধারণ।
+
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, আপনাদের মন্তব্য সবসময়ই আমাকে উদ্বুদ্ধ করে।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
যোখার সারনায়েভ বলেছেন: হাসি থাক অমলিন।