নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

চায়না বিবি

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮


শহীদুল ইসলাম প্রামানিক

আয়না দেখে বায়না ধরে
চায়না বিবি সাব
কয়না কথা গয়না ছাড়া
বড়লোকী ভাব।

স্বামী হলো দামী মানুষ
গদী ঘরে থাকে
নধর দেহের অধর বাবু
পা টিপে দেয় তাকে।

হায়রে আরাম সাতটি ব্যারাম
ধরছে নাকি তাদের
লুচি ছাড়া রুচি হয় না
আরাম আয়েশ যাদের।

কোলা ব্যাঙে খোলা ঢঙে
করছে নাচানাচি
তাইনা দেখে চায়না বিবি
দিচ্ছে শুধু হাঁচি।

ছবি ঃ ইন্টারনেট

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা খাসা ছড়া !! চায়না বিবিদের সংখ্যা যে এখন অত্যধিক বেড়ে গেছে। দারুন মজা পেলাম।

শুভকামনা জানবেন।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনি প্রথম মন্তব্য করায় অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

আরোহী আশা বলেছেন: খুব সুন্দর ছড়া

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: আহা আহা চায়না বিবি আর তার স্বামী !
উনারাই উচ্চা শ্রেণীর প্রতিনিধি।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: বর্তমানেও এরকম অনেক চায়না বিবি আছেন যাদের কারণে স্বামী বেচারা নাকানি চুবানি খায়। ধন্যবাদ বোন মনিরা সুলতানা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আপনি কত সুন্দর করে মিল দিয়ে দিয়ে লিখেন বড় ভালো লাগে।

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, আপনিও চেষ্টা করলে আমার চেয়েও ভালো ছড়া লিখতে পারবেন।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর :D

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

শুভকামনা

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন নীলপরি, মন্তব্যর অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রামানিক ভাই
চায়নাবিবিকে চায়না
পাঠিয়ে দেন, আয়না
নিয়ে আসুক

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

প্রামানিক বলেছেন: তাহলে তো চায়না বিবি আরো খুশি হবে গয়নার জন্য। ধন্যবাদ নুরু ভাই কেমন আছেন?

৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

হাবিব বলেছেন: ছড়ার জাদুকর আপনি। পোস্টে প্লাস

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৫

সোহানী বলেছেন: এরকম চায়না বিবি হওয়ার দরকার ছিল। কি যে কপাল নিয়ে জন্মাইলাম :((

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৯

প্রামানিক বলেছেন: চায়না বিবিদের অলস জীবনে সুখ নাই যে কারণে শুধু গয়নার বায়না ধরে। ধন্যবাদ রাসালো মন্তব্য করার জন্য।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৩

বলেছেন: চায়না বিবি কি মেইড ইন চায়না --
কপালে সুখ সয়না।



দারুণ ছড়া।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন মেইড ইন চায়না বলেই তারা শুধু শুধু গয়নার বায়না ধরে। ধন্যবাদ

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১

মেহেদী হাসান হাসিব বলেছেন: চায়না বেশিদিন যায় না।মজার ছড়া।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

প্রামানিক বলেছেন: যারা বেশি বেশি গয়নার বায়না ধরে তাদের জীবনও চায়নার মতই। ধন্যবাদ

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

আরোগ্য বলেছেন: দারুণ ছড়া।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

কিরমানী লিটন বলেছেন: অনেক্ষন হাসলাম... +++
এখন যে, চায়না বিবিদের যুগ ...।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, এখন চায়না বিবিদেরই যুগ। ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: মজার হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেরা ছড়া ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

তারেক ফাহিম বলেছেন: মজার ছড়া B-)

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তারেক ফাহিম অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

নীল আকাশ বলেছেন: চায়না বিবি চায় না
ঘরে থাকতে চায় না
সারা দিন করে সে
নানা রকম বায়না!
@ ব্লগে থেকে কি সোহানী আপুর জন্য কোন ঠিক ঘটক নিয়োগ দেয়া যায়! যাতে আপু বাকী জীবন চায়না বিবির মতো কাটাতে পারে! ;)
চমৎকার ছন্দ, মুগ্ধতা রেখে গেলাম, ভাই!
শুভ কামনা রইল!


২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

প্রামানিক বলেছেন: অনেকেই চায়না বিবির মত জীবন কাটাতে চায় কিন্তু বাস্তবতার কারণে পারেনা। সোহানী আপুও এর ব্যাতিক্রম নয়। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

অস্বাধীন নাগরিক বলেছেন: অসাধারন ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



মনে হচ্ছে ভাবীরে নিয়ে লেখা । বলে দিব । আপনার নামে অভিযোগ দিয়ে দেব ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

প্রামানিক বলেছেন: আপনার ভাবি এই চরিত্রের আসে পাশেই নাই, কাজেই বললেও ক্ষতি নাই। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

জুন বলেছেন: চায়না বিবিই হওয়াই ভালো প্রামানিক ভাই /:)
কত্ত সুখ তার, পা টিপে দিচ্ছে অধর বাবু :||
তারুপর আবার কাড়ি কাড়ি গয়না :)
দেখে শুধু আয়না :|

অনেক ভালোলাগা রইলো ছড়ায় ।
+

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

প্রামানিক বলেছেন: হে হে হে এমন সুখ যাদের তাদেরও নাকি শান্তি নাই একদিন কেউ পা টিপে না দিলে তাদের নাকি ঘুমই হয় না। রসালো মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি কেমন আছেন আপা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.