নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে ফাঁস বেড়েছে

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪


শহীদুল ইসলাম প্রামানিক

বিশ্ব জুড়ে ফাঁস কথাটা
অনেক গেছে বেড়ে
ফাঁসের জ্বালায় কেউবা কাঁদে
কেউবা আসে তেড়ে।

ফাঁস নিয়ে তাই উপহাস নয়
বাস্তবে যা ঘটে
সত্য মিথ্যা যাই হোক না
ফাঁস সমস্যা বটে।

মনের কষ্টে অনেক লোকে
গলায় দেয়রে ফাঁস
মরার পরে মানুষ নয়রে
হয়ে যায় সে লাশ।

তাইতো মানুষ ফাঁসের কথা
কেউ বলে না ফাইন
তারপরেতেও ফাঁসি দেয়া
কোর্ট কাচারির আইন।

চোর-ডাকাতও ভয়ে কাঁপে
ফাঁসের কথা শুনলে
তাজা ধরেও প্রাণ থাকে না
ফাঁসির সময় গুনলে।

বউয়ের হাতে কিল খেলে পর
ফাঁস করে না কেউ
মনের মধ্যে যতই উঠুক
জ্বালাতনের ঢেউ।

ঘরের কথা পরে জানলে
হয়রে সর্বনাশ
সেই কারণে গোপন কথা
কেউ করে না ফাঁস।

কিন্তু এখন ফাঁস কথাটা
অন্য অর্থে হচ্ছে
ফাঁসের ঠেলায় পাস বেড়েছে
সেইটা সবাই কচ্ছে।

শক্ত জালেও মাছ আটকে না
বড় ফাঁসের বেলায়
তেমনি ভাবে হচ্ছে যে পাস
প্রশ্ন ফাঁসের ঠেলায়।

প্রশ্নই শুধু ফাঁস নয়রে
অন্য ফাঁসও আছে
সেই কারণে সবই তুচ্ছ
ফাঁস কথাটার কাছে।

ছবিঃ গুগল

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

আরোগ্য বলেছেন: চমৎকার প্রিয় ছড়াকার।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

শাহিন বিন রফিক বলেছেন:



সবাই কি গুরু ফাঁস করা প্রশ্নে পাশ করে?
কেউ কি রিয়াল ছাত্র নেই?

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: আপনি বুঝতে ভুল করলেন ভাই, আমি রিয়েল ছাত্রদের জন্যই ছড়াটি লিখেছি। ফাঁস করা প্রশ্ন পেয়ে ফেল করা ছাত্র যখন ভালো রেজাল্ট করে তখন রিয়েল ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়। তাদের প্রকৃত মূল্যায়ন হয় না। ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটি শব্দের বহুবিধ ব্যবহার।
সুন্দর ছড়া।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ ছড়া।

ধন্যবাদ প্রামানিক ভাই।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হেনা ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: একজন মানুষ যদি খোলা বইয়ের মতো হয় তাহলে ফাঁসের কোনো ভয় নেই।

সুন্দর ছড়া।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

প্রামানিক বলেছেন: এমন মানুষকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,



ফাঁস বাড়ুক আর না্-ই বাড়ুক, মোক্ষম কথাটা এই - ,
:D :|| B:-/

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

প্রামানিক বলেছেন: গুরু কেমন আছেন? মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চারিদিকে এত ফাঁস
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস।
চারিদিকে হায়নারা
ফেলিছে তপ্ত নিঃশ্বাস।

মুক্তি কি তবে নাই?
আমরা কোথায় পালাই!
সমবেত ভাবো এসো
ঘৃনার আগুন জ্বালাই।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: মনে মনে ঘৃণা করতে হবে প্রকাশ করা যাবে না। ধন্যবাদ নুরু ভাই।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

নজসু বলেছেন:




প্রশ্ন করে ফাঁস
পরীক্ষায় পাশ!!
..................
সত্যি প্রিয় ছড়াকার,
কুচক্রীরা প্রশ্ন ফাঁস করে পাশের হার বাড়িয়ে দিয়ে
দেশের শিক্ষা ব্যবস্থার গলায় ফাঁস পড়িয়ে দিয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

প্রামানিক বলেছেন: সুন্দর মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা। ধন্যবাদ

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

তারেক ফাহিম বলেছেন: এক শব্দের বিভিন্ন ব্যবহার।

ফাঁস দেয়াটাই বেশি ভয় কাজ করে।
তবে ইদানিং প্রশ্নপত্র ফাঁস শুনতে শুনতে ফাঁস শব্দটিতেও ভয় কাজ করে না B-)

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, আগে ফাঁস বলতে ফাঁসি দেয়া বুঝতো, এখন ফাঁস বলতে প্রাশ্ন আউট হওয়া বুঝায়। ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

বলেছেন: খুউব সুন্দর ছড়া।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

পদাতিক চৌধুরি বলেছেন:

ছড়া হয়েছে খাসা ।
হারিয়েছি মোরা ভাষা।
একি সর্বনাশা !
সামনে ফাঁসা,
পিছনেও ফাঁসা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: মন্তব্যটা খাসা
রসে রসে ঠাসা
ধন্যবাদ পদাতিক দা, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ এক বিষয়ে ছড়া কবিতা গড়েছেন কবি, দুঃখজনক হলেও সমস্যাটি বর্তমান সময়ের প্রায়ই ঘটে চলেছে!

সবার সুবুদ্ধির উদয় হোক।

মুগ্ধতা জানিয়ে গেলাম কবিতার কথামালায়

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুশি হলাম, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



বউ নেই বলে আজ বউয়ের হাতের কিল মিস করছি ।

আহা কত রঙ্গ দেখি দুনিয়ায় ভাইরে !!!

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: হে হে হে বউয়ের হাতের কিল অনেকেই খায় কিন্তু কয় না, আপনি খেলেও যে কবেন না এটা একশত ভাগ নিশ্চিত। ধন্যবাদ রাসালো মন্তব্য করার জন্য।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন। +।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর, অনেক অনেক শুভ্চেছা রইল।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এমন মানুষকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: বাহ্ দারুণ।।শুভকামনা।।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

সিগন্যাস বলেছেন: আহাহাহাহা =p~ লেখাটা পড়ে মজা পেলাম প্রামানিক ভাই।সুন্দর হয়েছে

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ছড়া পড়ে ভালো লাগায় অনেক অনেক শুভেচ্ছা।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশেষে ছড়াটা ফাঁস করেই দিলেন B-))

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

প্রামানিক বলেছেন: অনেক কথা ফাঁস না করলে বাঁশ খেতে হয় তাই ফাঁস করলাম। ধন্যবাদ আপনাকে।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

শিখা রহমান বলেছেন: বাহ!! দারুণ হয়েছে ছড়াটা। খুব ভালো লাগলো।

শুভকামনা প্রিয় ছড়াকার।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

কাওছার আজাদ বলেছেন: মারহাবা, । লেখা পইড়া কচুগাছের লগে ফাঁস দিতে মন্চাইতেছে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

প্রামানিক বলেছেন: ফাঁস নেয়ার মত কচু গাছের একটা ছবি আমার কাছে ছিল এখন খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার, মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা। তয় প্রামানিক ভাই এরমধ্যে গ্রামের বাড়ীতে গিয়েছিলেন কি?

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

প্রামানিক বলেছেন: জী ভাই গিয়েছিলাম, জানুয়ারীর ৭ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত গ্রামেই ছিলাম। আপনি কেমন আছেন?

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



খুবই ভালো লাগলো আপনার এই ছড়াটি।

শুভকামনা প্রামানিক ভাই।

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই নতুন নকিব, অনেক অনেক শুভ্চেছা রইল।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

জাতির বোঝা বলেছেন:
দারুণ সুন্দর লেখা।
পড়ে বিমোহিত হলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

শায়মা বলেছেন: ফাঁসের সাথে হাসও আছে
তাই নিয়ে হাসফাঁস!
সেই কথাটা ভাইয়া তুমি
করলে না তো ফাঁস!

প কে যারা ফ বলে রে
পরীক্ষাটার পরে
পাসের জা'গায় ফাস করেছে
তারাই আবার বলে .....

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:২৮

প্রামানিক বলেছেন: চমৎকার চমৎকার! অসম্ভব সুন্দর ছড়া মন্তব্য। ধন্যবাদ

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

এম আর তালুকদার বলেছেন: ভালো লাগলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.