নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

আজকের বই মেলায়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২


শহীদুল ইসলাম প্রামানিক

মেলার ভিতর ঢুকতে গিয়ে
চ্যাপ্টা হলাম গেটে
তারপরেতেও পুরো মেলা
দেখলাম হেঁটে হেঁটে।

হায়রে একি ভিররে ভাই
ঢোকাই বড় দায়
কুনুইর গুঁতা খাওয়ার পরও
কেউ কি ফিরে চায়?

গুঁতা গাতি খাওয়ার পরও
গেলাম মেলার ভিতর
সবাই যেন বইয়ের পাগল
নাই সেখানে ইতর।

বই নাড়ছে বই ঘাটছে
বই কিনছে যারা
কাঙ্খিত বই পাওয়ার পরে
বইয়েই আত্মহারা।

বইয়ের পাশে পেলাম যাদের
তারা ব্লগার ভাই
অনেক দিন পর দেখা পেয়ে
খুশির সীমা নাই।

কেউবা ধরে বুকে জড়িয়ে
কেউবা ধরে হাত
আবেগ যেন উপচে পড়ে
সবাই ব্লগার জাত।

পুরান ব্লগারের ভাবসাব দেখে
নতুন থাকে চেয়ে
তাদের মাঝেও মহানন্দ
হঠাৎ দেখা পেয়ে।

কাভা, তাজুল, নীলসাধু দা
কাওসার ভাই আর তারেক
মিলন, হামিদ, যুথি, মান্নান
লীলিয়ান আসল বারেক।

আরো অনেক এসেছিল
নামটি মনে নাই
এই অপরাধে তাদের কাছে
চাচ্ছি ক্ষমা তাই।

জী এস ভাইয়ের কপাল মন্দ
হলো না তার দেখা
আসাদ রহমান অটোগ্রাফে
লিখলেন কিছু লেখা?

এমনিভাবে অনেক সময়
কাটিয়ে দিলাম মেলায়
অনিচ্ছাতেও বেরিয়ে এলাম
লাইট নিভানোর ঠেলায়।

আসতে কি আর মন চায় ভাই
তারপরেতেও এলাম
বাসায় এসে হাত মুখ ধুয়ে
মাত্র ডাল-ভাত খেলাম।
(ছবিঃ তারেক মাহমুদ, নীল সাধু ও কাওসার ভাইয়ের ফেসবুক থেকে নেয়া)

মন্তব্য ৫৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রামানিক দা,
কাজল না গো দাদা কাজল না ;)
এতো অন্য পাগল =p~ =p~


আপনি তো জঠিল ;)
ডাল+ভাতের পর চা কিন্তু খুব ভাল মানায়। :P


আপনাদের পেয়ে আজকের বইমেলায় গমনটা স্বার্থক হয়ে গেলো।
অনেক অনেক কৃতজ্ঞ।
ভালবাসা সবসময় থাকবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: নীল দা তাজুল নামে ডাকলেও মানুষের ভিরে কাজল উচ্চারণ শুনতে পেয়েছিলাম যে কারণে নাম নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলাম এবং দ্বিধাদ্বন্দের মধ্যে কাজল নামটাই উল্যেখ করেছি। এখন তাহলে তাজুল করে দিলাম। ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

আরোগ্য বলেছেন: বাহ্ ছড়ার জাদুকর বইমেলায় পুনঃমিলনায়তন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: মেলায় আসলে অনেকের সাথেই দেখা হয় এটাও আনন্দ কম নয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: ভাইয়া তুমি পাওনি নাকি
লেখাজোকার দেখা
মনের দুখে তাই ফিরেছো
একা এবং একা!

কথাখানি আমার বুকে
খুব হেনেছে ব্যাথা
তাই বলেছি নীলভায়াকে
লেখাজোকার কথা।

কালকে থেকে লেখাজোকা
থাকবে মেলার ঘরে
ভাইয়া তুমি আবার যেও
কালকে সময় করে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: গিয়ে দেখি লেখা জোকার
একটা কপিও নাই
মনের দুখে বইটি ছাড়াই
ফিরে এলাম তাই।

সামনের দিনে
আবার যখন যাবো
হাত বাড়ালেই সেই বইটি
মনে হয়তো পাবো।

ধন্যবাদ বোন, কথাটি মন্তব্যে বলায় খুশি হলাম।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

ওমেরা বলেছেন: মেলায় তো যেতে পারছি না তবে আপনাদের সবার লিখা পড়েই অনেকটা আনন্দ পাচ্ছি ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, আশা করি দেশে আসলে অবশ্যই এই সুযোগ মিস করবে না।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৫

সোহানী বলেছেন: ইয়েস ইয়েস... শায়মার কথামত লেখাজোকার সাথে ছবি কোথায়????

হুম মিস্ এগেইন :((

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: আমি মেলায় গিয়ে লেখাজোকা বইটির একটা কপিও পাইনি, সব কপি বিক্রি হয়ে গেছে। এটা লেখাজোকার জন্য সুখবর। ধন্যবাদ বোন সোহানী।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৫

বলেছেন: দাদা,
ভালো লাগলো আপনাদেরকে দেখে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫০

শায়মা বলেছেন: কালকে পাবে ইনশাল্লাহ ভাইয়া!!!!! :)

আর পেলেই ছবি! :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫

প্রামানিক বলেছেন: বইটি সংগ্রহ করার জন্যই গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাবো। ধন্যবাদ

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: +

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর ছড়াতে বই মেলা ভ্রমণ ! সবাইকে ছবিতে দেখে ভীষণ ভালো লাগল। +++++


বাসন্তিক শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: কী কী বইপত্র কিনলেন, জানালেন না তো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: কিনতে গিয়েছিলাম লেখাজোকা আর প্রদোষে প্রকৃতজন দুইটার একটাও পাই নাই। তবে লীলিয়ান, কাওসার ভাই আর আসাদ-এর তিনটি বই কিনেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: সবাইকে একসাথে ছবিতে দেখে ভালো লাগলো ভাই !!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।


মেলায় এলে আপনার সাথে দেখা হবে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, পুনরায় মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। ধন্যবাদ +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ অল্প সময়ে চমৎকার ছড়া লিখে ফেলেছেন, আসলেই অনেক সুন্দর একটি বিকেল কাটালাম আমরা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: আসলেই অনেকের সাথে দেখা হওয়াতে খুবই ভালো লেগেছিল। এরকম পরিবেশ সচরাচর পাওয়া যায় না। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগলো :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহ বাহ বাহ
দারুন ছড়ায়
ঘুরে এলাম যেন
বই মেলায়।

দারুন আবেগ
দারুন প্রকাশ
দারুন ছন্দে
রাঙা মন আকাশ।

হচ্ছে ভীষন আফসোস
আহা কাল না গিয়ে
হলো ভীষণ মিস!
পোষাবেনা কিছু দিয়ে!

আবার হবে দেখা
একুশ কিংবা বাইশ
আশা মনে লয়ে
বসে, গুনছি দিবস।


১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

প্রামানিক বলেছেন: আশা ছিল মেলায় গিয়ে দেখা পাবো কিন্তু পেলাম না। আশা করি সামনের কোন এক দিন দেখা হবে। ধন্যবাদ

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মেলার বয়ানে লাগছে ভালো,
ছন্দে হলাম মুগ্ধ,
ডাল-ভাতেই নিজেকে প্রমাণ,
ছড়াটা যেমন শুদ্ধ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শাইয়্যান, মেলায় আসলে দেখা করো। শুভেচ্ছা রইল।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

সামিয়া বলেছেন: দারুন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন সামিয়া, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,



বর্ণনা পরিপাটি
আবেগটা খাঁটি।

জী এস ভায়ার কপাল মন্দ
চোখ থাকিতেও অন্ধ।
দেখিলোনা ফিরে
কারা আছে বইমেলা ঘিরে! :(
সবাই ব্লগ রতন
করিয়া যতন
জানাই শুভেচ্ছা সবারে................

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: অল্পের জন্য পেলাম নাকো
আমার প্রিয় গুরু
সেই কারণে মেলায় গিয়েও
বক্ষ দুরু দুরু।

আবার এলে জানান দিবেন
চেষ্টা করবো যাওয়ার
মেলার কোনায় চেষ্টা করবো
চা চু কিছু খাওয়ার।

ধন্যবাদ গুরু মন্তব্য করায় খুব খুশি হলাম।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

হাবিব বলেছেন: অসাধারন ছড়া ও ছবি............

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

আখেনাটেন বলেছেন: :D

বেশ মজা করে লিখেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আখেনটেন, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের বইয়ের জনপ্রিয়তা কেমন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: বইয়ের জনপ্রিয়তা খারাপ নয়। অনেকের বই ভালই চলতেছে। তবে ব্লগারদের লেখাজোকা সংকলনটির বিক্রি বেশি। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলেন
বই মেলার মিলন দোলা
যা এখনো হয়নি দেখা
চক্ষু মেলে সেখানে গিয়া।

সাহিত্যের প্রাণ ছড়া কবিতা
আর কবিতার প্রাণ বইমেলা
প্রাণে প্রাণে মিলে জমে
উঠেছে একুশের বই মেলা।

বই মেলা ব্লগারদের জন্য
প্রানোচ্ছল এক মিলন মেলা
পরিচিত জনদের ছবিগুলো
দিয়ে গেল প্রাণে দোলা ।

মেলায় ঢোকার পথে গেটে
চিরা চেপটার কথা শুনে
মনে পেলাম বেশ চোট
তবে প্রয়াস থাকুক অটুট ।

কথাতো এমন নাকি ছিলনা
শুনেছি ভেবে সমস্যার কথা
যথেষ্ট পরিসর হয়েছে রাখা
মেলায় ফোয়ারা, বসার বেঞ্চ,
বই এর মোরক উন্মোচনের
জন্য মঞ্চও নাকি আছে।

যাহোক ভাল লাগল এখন
মেলার হাল নাগাদ চিত্রটা
কেমন তার কিছুটা হদিছ
এই ছড়ার ভিতরে পেয়ে।
শুনেছি
একাডেমি অংশে আলোচনা চলছে
আবার উদ্যানাংশে নাটকও হচ্ছে
শিশু চত্বরটাও নাকি সুন্দরভাবে
বাহারী রংগে সাজানো হয়েছে।

এবারের বই মেলাটিকে নিয়ে
ছড়াকারে আরো কিছু পেলে
বেশ পুলকিত হবো সকলে ।

ধন্যবাদ সুন্দর ছড়াটির জন্য
অনেক অনেক শুভেচ্ছা রইল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। সামনেরে দিনে গেলে অবশ্যই আরো বর্ননা করবো। ধন্যবাদ আলী ভাই।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: দারুণ এবং সহমত। আমরা সবাই ব্লগার জাত।
+।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: জী ভাই ভার্চুয়াল জগতে এরকম মিল মহব্বত ব্লগার ছাড়া অন্যদের মধ্যে কমই আছে। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

ডার্ক ম্যান বলেছেন: আপনার নিজের কোন বই নাই

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

প্রামানিক বলেছেন: না ভাই আমি এখনও বই প্রকাশ করি নাই তবে খুব শীঘ্রই কয়েকটা বই প্রকাশ করবো। ধন্যবাদ মন্তব্যে বই সম্পর্কে জানতে চাওয়ায়।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

অগ্নি সারথি বলেছেন: ব্লগ ডে'র পর থেকে প্রামানিক দা আপনাকে যত দেখছি আর মুগ্ধ হচ্ছি! আপনার ছড়ার ভক্ত আমি অনেক আগে থেকেই কিন্তু এখন আপনি আমার নিকট অনন্য এক শ্রদ্ধার আসনে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫

প্রামানিক বলেছেন: আপনাদের কথাও আমি ভুলতে পারি না প্রতি মুহুর্তেই মনে পড়ে। খুব খুশি হলাম আন্তরিকতাপূর্ণ মন্তব্য করার জন্য। ধন্যবাদ আপনাকে।

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১

এম আর তালুকদার বলেছেন: সবাইকে ছবিতে দেখে ভীষণ ভালো লাগল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৯| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: গেটে চ্যাপ্টা হয়েও হেঁটে হেঁটে পুরো মেলা ঘুরে দেখে, ব্লগারদের বই কিনে, তাদের ছবি তুলে এমন সুন্দর একটা ছড়ার সাথে যোগ করে দেয়ার জন্য অশেষ ধন্যবাদ। বরাবরের মতই ছড়াটি চিত্তাকর্ষক হয়েছে, ছবিগুলোর কারণে তা ব্লগারদের আগ্রহের কারণ হবে, এ কথাটি নিঃসন্দেহে বলা যায়।
ভাইয়া তুমি আবার যেও
কালকে সময় করে
- কালকে না হলেও পরে আবার একদিন মেলায় গিয়েছিলেন, সেকথা জানি। আশাকরি, সেদিন মেলা থেকে "লেখাজোকা" কিনতে পেরেছিলেন।

"বই মেলা ব্লগারদের জন্য
প্রানোচ্ছল এক মিলন মেলা
পরিচিত জনদের ছবিগুলো
দিয়ে গেল প্রাণে দোলা"
- ডঃ এম এ আলীর এ কথাগুলো আমারও মনের অনুভূতি।
সুন্দর ছড়ায় ২২তম প্লাস + +

৩০| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৩:৫৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আহসান ভাই, আপনার মূল্যবান মন্তব্য পড়ে খুবই খুশি হলাম। আসলে আমাদের মত লোকজনের জন্য বই মেলাই হলো সরাসরি পরিচিত হওয়ার জন্য উপযুক্ত স্থান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.