নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ফ্লাট বাড়ি জেলখানা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭


শহীদুল ইসলাম প্রামানিক

ঢাকায় যারা করছে বসত
কি বলবো আর তাকে
দিনের বেলাও তালা ঝুলিয়ে
ঘরের ভিতর থাকে।

নাইরে উঠান নাইরে বাগান
ছোট্ট রুমেই সব
কথা বলার নাইরে মানুষ
অনিচ্ছাতে নিরব।

কেউ যায় না কারো ঘরে
থাকে যার যার মত
বিপদ কালে কেউ আসে না
চিৎকার করলেও শত।

জেলখানা নয় তারপরেতেও
জেলের মত জীবন
নিজের বাড়ির মালিক হলেও
ভয় ভীতিতে মন।

চৌদ্দ তলার ফ্লাট বাড়িতে
আরো করুণ দশা
পোষাক পরা দারোয়ানগুলো
থাকে দরজায় বসা।

মান্যগণ্য যতই হোক না
নতুন দেখবে যাকে
ঢুকতে চাইলে হাজার রকম
প্রশ্ন করবে তাকে।

হোক না সেটা বাপ মা ভাই
কিংবা আপন লোক
কোন অজুহাত মানবে নাকো
ঘুরিয়ে নিবে চোখ।

সন্দেহ হলে তাড়িয়ে দিবে
নইলে রাখবে গেটে
গাঁয়ের লোকে এসব দেখে
গোস্যায় পরে ফেটে।

হাজার রকম নিয়ম নীতি
কিন্তু নিজের বাড়ি
হাজতখানা নয়রে তবু
অনেক বাড়াবাড়ি।

জেল খানাতে যেই অবস্থা
তাদের অবস্থাও তাই
মালিক হলেও ফ্লাট বাড়িতে
স্বাধীন কেহই নাই।

ছবি ঃ ইন্টারনেট
রিপোষ্ট

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


ফ্লাট বাড়ী বিশ্বের সব যায়গায় এখন; আমাদের শহুরে সমাজ বসবাসের অযোগ্য হয়ে গেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

প্রামানিক বলেছেন: গ্রামের মুক্ত জীবনে যারা মানুষ তাদের কাছে শহরের ফ্লাট বাড়ি জেলখানার মতই মনে হয়।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজ বাড়ি করতে হলে গ্রামে যেতে হবে। গ্রামে গেলে ছেলে মেয়ের উচ্চশিক্ষা আর অর্থ উপার্জন সম্ভব নয়...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

প্রামানিক বলেছেন: আগে গ্রামের স্কুলেই ভালো লেখাপড়া হতো। এসএসসির রেজাল্ট শহরের চেয়ে গ্রামের স্কুলে সন্তোষজনক ছিল। এখন বিষয়টি উল্টে গেছে।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,





মানবিক গুনাবলী হারিয়ে আমরা এখন অনুভূতিহীন একটি প্রানী মাত্র। এই কঠিন বাস্তবে দাঁড়িয়ে আমরা একটি "কারাগারের পৃথিবী"তেই আছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন গুরু, আমরা এখন দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছি।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: লিফট মাঝে মাঝে নষ্ট হয়ে যায় আমাদের বিল্ডিং-এ। তখন উপরের তলার মানুষদের সে কি কষ্ট! আর, দারোয়ানগুলোও মাঝে মাঝে অতি স্বজনদের উপরও ছড়ি ঘুরায়। তবে, এলাকা ভেদে এর প্রয়োজন আছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪১

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, লিফট নষ্ট হওয়ায় একবার ১১ তলা থেকে নামতে নামতে আমি হাপিয়ে গিয়েছিলাম, অথচ গ্রামে তিন চার মাইল হেঁটেও কখনও এত হাপাই নাই। মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
আমি নিজেই জানি না, আমার আশে পাশে কারা থাকে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: এই অবস্থা শুধু আপনার একার নয় শহর জীবনে আমাদের সবারই একই দশা। ধন্যবাদ

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ছড়া ভীষণ সুন্দর হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর, অনেক অনেক ধন্যবাদ

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩

বাকপ্রবাস বলেছেন: ছড়ায় ছন্দে জানিয়ে দিলে
শহুরে জীবন যাপন
আমরা সেতায় পর থাকি সব
হইনা কেউ আপন।

--

দারুণ লেগেছে, শহুরে জীবন এর পুরো চিত্র উঠে এসেছে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: ছড়ায় ছন্দে চমৎকার মন্তব্য, অনেক অনেক শুভেচ্ছা রইল।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

নীল আকাশ বলেছেন: ছড়া ভালো হয়েছেরে ভাই কিন্তু কিছুই করার নেই। শেষ স্তবকটা দারুন হয়েছে। এটাি হলো চরম বাস্তবতা।
ঢাকায় লোকসংখ্যা যে হারে বাড়ছে তাতে মনে হয় কিছু দিন পরে একতলা দোতলা খাট বানাতে হবে। আর আপনাকেও একতলা দোতলা খাট নিয়ে ছড়া লিখতে হবে। জীবন বড়ই যান্ত্রিক হয়ে গেছে আর মানুষ হয়ে যাচ্ছে রোবট!
চমৎকার টপিক নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: দোতালা খাট হওয়ার আর বাকি নাইরে ভাই, সেগুন বাগিচার একটি মেসে গিয়ে দোতালা খাটও দেখে এসেছি। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪

বলেছেন: আকাশচুম্বী রঙিন স্বপ্ন দেখে তৈরি হচ্ছে জটিল পৃথিবীর চিত্র।


শান্তির নিঃশ্বাস নিতে পারা যায় না শহুরে জীবনে।



ছড়ায় সরলতা - ভালোলাগা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৫

প্রামানিক বলেছেন: বাস্তবতায় চমৎকার মন্তব্য, ধন্যবাদ আপনাকে।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৭

সোহানী বলেছেন: কি করবেন ভাই, নীচের ছবিটা দেখলেই বুঝবেন এর আসল কারন...........।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: এত মানুষের দেশে জায়গার সংকুলান না হওয়ায় উপর দিকে ঘরবাড়ি করার যে কি বিপদ নিমতলী আর চক বাজার এর ভয়াবহ নমুনা। ধন্যবাদ বোন গুরুত্বপূর্ন মন্তব্য করার জন্য।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

ওসেল মাহমুদ বলেছেন: আমাদের কোন গ্রামের বাড়ী নেই তাই হাফ ছেড়ে যে একটু সবুজের কাছে যাবো, সে উপায় ও নেই !

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

প্রামানিক বলেছেন: পরিবেশ পরিস্থিতি বদলে যাচ্ছে, আমরা যে পরিবেশে গ্রামে মানুষ হয়েছি সেই পরিবেশ এখন নেই, গ্রামের মানুষ এখন শহরমুখো, কাজেই শহরের মানুষ গ্রামে গিয়ে মানসিক প্রশান্তি পাবেন বলে মনে হয় না।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দিন দিন ভয়ানক অবস্থার সৃষ্টি হচ্ছে শহর বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: গ্রামেও এখন একই অবস্থা, ভিলেজ পলিটিক্সের ঠেলায় শান্তিতে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬

এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর ছন্দে সত্য কথন, ভাল লাগল।

আমি এক বাসায় ৬ বছর ভাড়া ছিলাম। আমার উল্টো দিকের ভাড়াটে ভদ্রলোক কোন দিন ও আমার সাথে কথা বলার মত সৌজন্যটুকু দেখান নাই। উনার একটা ছোট ছেলে ছিল তাকে আমি অনেক আদর করতাম। এই হল ঢাকার জীবন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১১

প্রামানিক বলেছেন: আপনি বাস্তব কথাই তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

আরোগ্য বলেছেন: শুধু এতোটুকুই না আমাদের এখানে তো ঘড়ি দেখে দিনরাত পরিমাপ করতে হয়। রোদের আলো আর জ্যোস্নার আলো কোনটাই ঘরে আসে না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

প্রামানিক বলেছেন: আপনি আমাকে পুরানো কথা মনে করে দিলেন। আমিও অনেক দিন হলো চাঁদের আলোয় গ্রামের মেঠো পথে ঘোরার সুযোগ পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে।

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কংক্রিটের খাঁচায় বন্দী থেকে থেকে হৃদয়টাও কংক্রিটের মত জমাট বেঁধে যাচ্ছে।

কবিতায় +++++

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.