নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
ঘোষের গরু ক্ষেত খেলেরে
দোষের কিছু নাই
তার কাছে তো সকাল বিকাল
আধ কেজি দুধ পাই।
কিন্তু যদি কালাচরণের
বলদ এসে খায়
তখন ক্ষেতটা পুরাই নষ্ট
কে নেবে এর দায়?
লাভ থাকলেরে লোকসান হলেও
মনে হয় না কষ্ট
অলাভজনক ক্ষতি দেখলেই
তখনই সব নষ্ট।
২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩০
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, সামু বন্ধ থাকায় বড়ই বিপদে আছি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না।
২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: দ্ব্যর্থবোধক ছড়া পঠন করিয়া আমোদিত হইলাম। ধন্যবাদ জ্ঞাপন করিয়া আপনাকে কৃতার্থ হই । কালাচরণের বলদের শস্যাদি নষ্ট করিবার দায় নিতে রাজি হইবেক নাই ।
২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩১
প্রামানিক বলেছেন: পদাতিক দা, কেমন আছেন? সামুতে ঢুকতে না পারায় অনেক লেখা তৈরী থাকলেও পোষ্ট করতে পারতেছি না।
৩| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৪
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,
এটাই পৃথিবীর দস্তুর। "পেটে খেলে পিঠে সয়" অবস্থার মতো।
২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩২
প্রামানিক বলেছেন: গুরু, কেমন আছেন? সামু ছিল সবার সাথে যোগাযোগ রক্ষা করা যেত, সামু বন্ধ হলে বড়ই সমস্যা।
৪| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৪৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখেছেন।
২৩ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১:৪৬
ল বলেছেন: অসধারণ লিখেছেন।
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ২৩ শে মার্চ, ২০১৯ ভোর ৬:১১
রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: বেশ পছন্দ হয়েছে কবিতাখানা।
ভালো লাগলো জনাব
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৬
প্রামানিক বলেছেন: আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম। ধন্যবাদ
৭| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩২
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
আশা করি ভালো আছেন।
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৮
প্রামানিক বলেছেন: জি ভাই, ব্লগে ঢুকতে না পেরে পোষ্ট দেয়া সম্ভব হয় না। ধন্যবাদ
৮| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ নিজেদেরকে বিবিধ শ্রেণীতে বিভক্ত করেছেন
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৮
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ চাঁদগাজী ভাই।
৯| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৬
আমি মুক্তা বলেছেন: অসাম ছড়া! পুরো বাস্তব!
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ২৩ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি ভাই প্রতিমন্তব্যে আবার আসা। উপরওয়ালা কৃপাই ভালো আছি । আশা করি আপনিও কুশলে আছেন । তবে ব্লগে ঢুকতে খুব সমস্যা হচ্ছে । প্রথমে অপেরা ব্রাউজার ইন্সটল করেছিলাম । কয়েকদিন একদম আগের মতই লগইন করতে পেরেছিলাম ।কিন্তু দিন তিনি কাছ থেকে আবার সমস্যা শুরু হয়েছে । টর ইন্সটল করলাম। তবে টর ব্রাউজার বেশ স্লো । খুব বিরক্ত লাগছে টর দিয়ে দ লগইন করাটা বা ব্লগিং করাটা ।
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩০
প্রামানিক বলেছেন: আমিও সমস্যার কারণে ব্লগে ঢুকতে পারছি না যে কারণে লেখা পোষ্ট করা হচ্ছে না। ধন্যবাদ প্রতিমন্তব্য করার জন্য।
১১| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
আরোগ্য বলেছেন: যথার্থ গুরু।
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক অনেক শুভ্চেছা রইল।
১২| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
মাহমুদুর রহমান বলেছেন: মানসিকতার পরিবর্তন করতে হবে।
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩১
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ
১৩| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৭
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ হয়েছে
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩২
প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:২০
নীল আকাশ বলেছেন: স্বাধীনতায় কেউ যুদ্ধ করলে
কিবা যায় আসে কার?
সেই আজিব মেসিনে না ঢুকলে
পছন্দ হয় না তার।
কিছু লোককে গাল না দিলে
হয় না পেটের ভাত হজম,
আজিব মেসিনের শত বদনামে
পায় না কোন লজ্জা শরম
কি আর বলব বলুন, দাদা। নির্লজ্জতার কোন সীমা পরিসীমা নেই এই বেহায়াদের...
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩২
প্রামানিক বলেছেন: বলার কিছু নাই, শুধু দেখে যাই।
১৫| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২৫
সোহানী বলেছেন: খুবই সহজ সত্য.....। তারপরও কবিতার ছন্দে ভালো লাগলো ছড়াকার ভাই।
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫০
জুন বলেছেন: অতীব সত্য প্রামানিক ভাই । অনেকদিন পর আপনার ছড়া পেলাম ।
+
৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২৪
প্রামানিক বলেছেন: ছড়া নিয়মিত দিতে চাই কিন্তু ব্লগের অবস্থা তো ভালো না। ধন্যবাদ জুন আপা।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: এটাই পৃথিবীর দস্তুর। "পেটে খেলে পিঠে সয়" অবস্থার মতো - আহমেদ জী এস এর এ কথাটার সাথে আমি পুরোপুরি একমত।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৮
আকতার আর হোসাইন বলেছেন: যথার্থ লিখেছেন।