নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

দুই পাগলের ঝগড়া

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫


শহীদ্লু ইসলাম প্রামানিক

দুই পাগলে গাছের নিচে
করছে বাড়াবাড়ি
হায়! হায়! হায়! করছে একজন
আরেকজন আহাজারী।

এমন সময় এক পাগলে
দিল গালে চড়
শব্দ হওয়ায় আরেক পাগল
পেল ভীষণ ডর।

ডরের চোটে বলছে পাগল,
এমন করলি কেন
এটম বোমের মতই গালে
শব্দ হলো যেন!

পাগল তখন চড় বসিয়ে
হি হি করে হাসছে
ডান হাতটা লাল রঙেতে
মশার রক্তে ভাসছে।

গর্ব করে বলছে পাগল
যুদ্ধ করে মারলাম
মশা মারতে কামান নয়রে
এটম বোমা ছাড়লাম।

নারী পুরুষ কোন জাতি সে
কোন কারণে মারলি?
ছোট্ট একটা মশা মারতে
এটম বোমা ছাড়লি!

নারী হলো দুর্বল জাতি
নারী কি আর মারি
পুরুষ মশা মোদের শত্রু
করে বাড়াবাড়ি।

পুরুষ মশাই মারবি কেন
ওর তো সংসার আছে
ওর রোজগারেই বউ বাচ্চারা
খেয়ে পরে বাঁচে?

জলদি যা তুই মশার ঘরে
জোড় হাত করে বল
এখন থেকে আমিই দেব
ভাত, কাপড় আর জল।

কেমন কথা বললি ওরে
ভীষণ যুদ্ধ হলে
হাত-পা ধরে মাপ চায় কেহ
যুদ্ধে সৈনিক ম’লে।

অতো বুঝি না, বিনা কারণে
মারলি কেন ওকে?
ওই মশাটার সংসারের ভার
নিতেই হবে তোকে।

(কিছু দিন হলো সামু ওপেন করতে পারছিলাম না হঠাৎ আজ ওপেন করতে পেরে খুব খুশি লাগছে।)
ছবিঃ ইন্টারনেট

সেগুন বাগিচা
২৬/১১/২০১৭ইং
সময় ঃ বিকাল ৩ টা ৫০ মিঃ

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:





শহীদ্লু ইসলাম প্রামানিক ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম।
আপনাকে বড্ড মিস করছিলাম। কেমন আছেন? ঈদ মোবারক


তিন পাগলে হলো মেলা নদে এসে
তোরা কেউ যাসনে ও পাগলের কাছে ।।

একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ।।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ঠাকুর মাহমুদ ভাই, কেমন আছেন? মন্তব্য পড়ে খুব ভালো লাগল, শুভেচ্ছা রইল।

২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা......
মশা মারতে কামান দাগা।
পাগল সমাচারের মধ্যে কেমন যেন একটু গন্ধ পেলাম।
অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুশি হয়েছি।
শুভকামনা প্রিয় প্রামানিক ভাইকে।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ঈদ মোবারক, পাদাতিক দা কেমন আছেন? মন্তব্য পেয়ে খুব খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা দিন পর !!!!!

কেমন আছেন???

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ভালো আছি ভাই, তবে চেষ্টা করেও ঢুকতে পারছিলাম না্ সেই জন্য এতদিন ব্লগে আসা হয় নাই। আপনাদের পেয়ে খুব খুশি হলাম।

৪| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৭

সেতুর বন্ধন বলেছেন: ঈদ মোবারক।
ছড়িতায় প্লাস।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, ঈদের শুভেচ্ছা রইল।

৫| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: সামু তো আমার এখানে ওপেন হয় না। ভিপিএন দিয়ে চালাই।
আপনিও ভিপিএন দিয়ে ট্রাই করুন।

ছড়া খুব সুন্দর হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: ভিপিএন দিয়ে ঢুকতে গিয়েও কিছু ঝামেলায় পড়েছিলাম যে কারণে সামুতে ঢুকতে পারি নাই। সবাইকে পেয়ে খুব্ খুশি হলাম, ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে।

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৩

প্রামানিক বলেছেন: সামুতে ঢুকতে না পারায় আপনাদের থেকে দূরে ছিলাম। ধন্যবাদ লিটন ভাই।

৭| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩০

নূর আলম হিরণ বলেছেন: আপনার ছড়া ভালো লাগলো। অনেকদিন পর এলেন, কেমন আছেন?

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: সামুতে ঢুকতে না পারায় এতদিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৯

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ।
শুভসন্ধ্যা ।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ২:২৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ্চেছা রইল।

৯| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো, আপনি ফেরত এসেছেন।
নুরু সাহেবকে কিভাবে ফেরত আনা যায়?

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ২:২৮

প্রামানিক বলেছেন: যদি কখনও সুযোগ হয় তো নুরু ভাইকে ফেরৎ আনার চেষ্টা করবো। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

১০| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: পাগল আর মশা নিয়ে ছড়া খুব ভালো লাগলো। অনেক দিন পর আপনাকে পেয়ে সত্যিই খুব খুশি হলাম।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান, অনেক অনেক শুভেচ্ছা রইল।

১১| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: হা হা হা ! পাগলদের কর্মকাণ্ডে মজা পেলাম =p~

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল।

১২| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২২

শায়মা বলেছেন: সব পাগলদের দিয়ে সব মশা মেরে ফেলো ভাইয়া। ডেঙ্গু থেকে বাঁচুক সবাই!

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০০

প্রামানিক বলেছেন: মশা এখন ধরা ছোঁয়ার বাইরে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪৮

রাকু হাসান বলেছেন:

সুন্দর + । অনেক দিন । ভিপিএন ব্যবহার করে তো নিয়মিতই আসতে পারেন চাইলে । নিয়মিত হলে ভালো লাগবে।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: ভিপিএন দিয়েও ঝামেলা করতে ছিল যে জন্য অনেক দিন ঢুকতে পারি নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩০

চাঙ্কু বলেছেন: সৌন্দর্য হয়েছে!!

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



প্রিয় ছড়াকরের ফিরে আসা ব্লগের জন্য আশীর্বাদ। মশার কাব্যগীত, চড়-ধড়-ডর দারুন হয়েছে। সময়ের সেরা ছড়া এটি। আপনি নিয়মিত লিখুন। শুভ কামনা রইলো প্রিয়। +

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই, চেষ্টা করবো নিয়মিত হওয়ার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৩:০৬

আরোগ্য বলেছেন: বহুদিন পর প্রিয় ছড়াকারের দেখা পেলাম। আশা করি ভালো আছেন।

বরাবরের মতো ছড়ায় ভালোলাগা।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আছি মোটামুটি ভালো আছি।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৯

সোহানী বলেছেন: তাই বলে মশার সংসারের দেকভাল? B-))

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৯

প্রামানিক বলেছেন: মশারোতো জীবন আছে বাঘ সিংহ রক্ষার জন্য এত এত সংগঠন যদি হয় মশা সংরক্ষনের জন্যও সংগঠন হওয়া দরকার। ধন্যবাদ বোন মন্তব্য করায় খুব খুশি হলাম।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি সেকি!

আপনিতো রাজদ্রোহের অপরাধে অপরাধী হবেন গুরু ;)

উত্তর আর দক্ষিন মিলে সেকি যুদ্ধ!

এটম, ফ্যান্টম, আর শোবিজম মিলে একাকার!
তবুও পারছেনা করতে মশক সাবার
এর মাঝে নিয়ে এলেন মশাধিকার
হায় হায়! মশক বুঝি কোর্ট চিনলো এবার ;)

হা হা হা

লেট ঈদ শুভেচ্ছা!
অপেরা থাকতে সামু মিস করার কোন মানে হয়?
আশা করি নিয়মিতই থাকবেন। :)

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১১

প্রামানিক বলেছেন: ডেঙ্গু এবার কোর্ট কাচারী কিছুই মানে নাই। ধন্যবাদ রসালো মন্তব্য করার জন্য।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভিপিএন দিয়ে ঢুকতে গিয়েও কিছু ঝামেলায় পড়েছিলাম যে কারণে সামুতে ঢুকতে পারি নাই। সবাইকে পেয়ে খুব্ খুশি হলাম, ধন্যবাদ।

ভিপিএন দিয়ে আমারও অনেক সমস্যা হয়। প্রতিনিয়ত অপেক্ষায় থাকি কবে সামু মুক্ত হবে।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ভিপিএনও মাঝে মাঝে সমস্যা করে। ধন্যবাদ পুনরায় মন্তব্য করার জন্য।

২০| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০২

তারেক ফাহিম বলেছেন: অনেক দিন পর সামুর ছড়াকারকে দেখতে পেলাম।

আশা করছি স্ব পরিবারে ভালোই আছেন।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: জী ভাই মোটামুটি ভালো আছি, আপনি কেমন আছেন?

২১| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩৫

দৃষ্টিসীমানা বলেছেন: সামু আমাদের ছেড়ে থাকতে পারবে না, আমি জানতাম । সামুর দীর্ঘায়ু কামনা করি ।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৩

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে।

২২| ১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক দিন পর আবার আপনার পোস্ট।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: জী ভাই অনেক দিন পর এলাম। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৩| ১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছড়া

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩০

আখেনাটেন বলেছেন: =p~ :-P

মশার ঘর-সংসারের কাহিনি মচৎকার হয়েছে।

তয় প্রামাণিক দা পুরুষ মশা কিন্তু মানুষকে কামড়ায় না। এরা ফুলের মধু টধু খেয়েই বাঁচে আর ধাওয়া করে প্রেমিকাদের প্রেগনেন্ট করে। মানুষের শত্রু কিন্তু ঐ প্রেগনেন্ট যুবতি মেয়ে মশাগুলো.... :P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০০

প্রামানিক বলেছেন: সুন্দর একটি তথ্য তুলে ধরেছেন। প্রেগনেন্ট মশাদের অপকর্মের ফল তো পুরুষ মশাও ভোগ করে, মানুষ যখন মশা মারে তখন পুরুষ মহিলা কাউকেই বাদ দেয় না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

২৫| ২৫ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১২

ডঃ এম এ আলী বলেছেন:

অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভাল লাগছে ।
যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সে কথাটা
সুন্দর ছড়ায় আরো সুন্দর করে বলে দিয়েছেন ।
ভাবছিলাম কোন পাগলে বলেছিল মশা মারতে
কামান দাগানোর কথা , এখন যে এটম মেরেও
এডিস মশাকে তাড়ানো যাচ্ছেনা । ভাবছি ইরান
কোন দু:খে এটম বানাতে গিয়ে পশ্চিমাদের
বিরাগ ভাজন হচ্ছে । এডিসের ডিম কৌটায়
ভরে এটমের চেয়েও শক্তিশালী অস্র তৈরী
করলেই তো সে পারে । এই অস্র তৈরী করে
আমরাও মজুদ করে রাখতে পারি। কি বলেন!

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, বাংলাদেশ তো এখন সেই এডিস মশার ঠেলায় নাস্তানাবুদ, এটমের চেয়েও বড় আতঙ্কে আছে। সুন্দর একটি মন্তব্য করার খুশি হলাম।

২৬| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার ছড়ায় পাগলের আলাপ (প্রলাপ নয়) শুনে।
শায়মা এও ছোট্ট মন্তব্যটাও ভাল লাগলো।
আপনি যখন ব্লগে অনুপস্থিত ছিলেন, তখন আপনার অনেকগুলো ছড়ায় মন্তব্য রেখে গিয়েছি। আশাকরি, আবার যখন ব্লগে নিয়মিত হবেন, তখন একবার পুরনো পোস্টগুলোতে এসে সেগুলো পড়ে যাবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনি মন্তব্য করায় খুব খুশি হলাম। অবশ্যই সব মন্তব্য আমি পড়বো। ধন্যবাদ আপনাকে।

২৭| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার ছড়ায় পাগলের আলাপ (প্রলাপ নয়) শুনে।
শায়মা এর ছোট্ট মন্তব্যটাও ভাল লাগলো।
আপনি যখন ব্লগে অনুপস্থিত ছিলেন, তখন আপনার অনেকগুলো ছড়ায় মন্তব্য রেখে গিয়েছি। আশাকরি, আবার যখন ব্লগে নিয়মিত হবেন, তখন একবার পুরনো পোস্টগুলোতে এসে সেগুলো পড়ে যাবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই, আপনি মন্তব্য করায় খুব খুশি হলাম। অবশ্যই সব মন্তব্য আমি পড়বো। ধন্যবাদ আপনাকে।

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১০

হাফিজ বিন শামসী বলেছেন: পাগল হলেও মানবতা আছে। :)

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন।

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পাগল সমাচারের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। সুন্দর লেখা। ধন্যবাদ আপনাকে। অনেক দিন লেখা নেই। সম্ভবত সামুতে ঢুকতে পারছেন না।

০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই। সমস্যায় আছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.