নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
আতস বাজি ফুটবে কত
রাত বারোটার পর
বেরসিকরা থাকবে শুয়ে
রসিক ছাড়বে ঘর।
নাচন-কোঁদন হই-হল্লাতে
কাটবে সারা রাতি
মদ গাঁজা আর তাড়ি খেয়ে
করবে মাতামাতি।
নেশার ঘোরে চলবে অনেক
রাজাধিরাজ মোডে
উল্টাপাল্টা গাড়ি চালিয়ে
মরবে কেহ রোডে।
খুঁজবে কেহ দামী খাবার
খাবে অনেক কিছু
গরীব লোকে ফেলনা খেতে
হাঁটবে পিছু পিছু।
অনেক নারী ছাড়বে বাড়ি
রাস্তাঘাটে রবে
ইভটিজিং আর সম্ভ্রমহানী
অনেক কিছু হবে।
থার্টি ফাস্টের সুখ আনন্দ
তবুও করবে ভাই
গরীব শুধু দেখবে চেয়ে
বলার কিছু নাই।
ছবি ঃ ইন্টারনেট
পুনঃ
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৬
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই, ধন্যবাদ
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১১
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: নাচন-কোঁদন হই-হল্লাতে
কাটবে সারা রাতি
মদ গাঁজা আর তাড়ি খেয়ে
করবে মাতামাতি
কথা সত্য! প্রামাণিক দা
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬
সোহানী বলেছেন: কি আর করা.. যারা আনন্দ করতে চায় করুক শুধু একটাই কথা যারা আনন্দ করতে চায় না তাদেরকে একটু শান্তিতে থাকতে দেন।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৮
প্রামানিক বলেছেন: উত্তম কথা বলেছেন, যারা চুপচাপ থাকতে চায় তাদের কানের কাছে বোম ফাটানো আওয়াজ না করাটাই ভালো।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: আহহাহা !! অপ্রিয় সত্য। উৎশৃঙ্খল ভাবে নয় বা অন্যকে আঘাত দিয়ে নয়। শান্তিপূর্ণ ভাবে সেলিব্রেশন হলে কথা নেই। অন্যথায় কাব্যে ধরা চরম উপলব্ধিতে সহমত পোষণ করা।
নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা প্রিয় প্রানামিক ভাইকে।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক দা, আপনি কেমন আছেন?
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭
করুণাধারা বলেছেন: বরাবরের মতই ভালো লিখেছেন!
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: শিরোণামটা ঠিক করুন।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৫
প্রামানিক বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
৭| ০১ লা জানুয়ারি, ২০২০ ভোর ৫:১৬
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন হয়েছে ছড়া ।
ভিন গ্রহের এলিয়েনদের
কথা হোক না কিছু বলা
ও পাড়াতে এবার নাকি
নাই কোন দুমদাম
টিভিতেও দেখাল
হাতির ঝিলও ফাকা
রাত বাড়লে অবশ্য
মিলবে ছড়ার কথা ।
শুভেচ্ছা রইল
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আলী ভাই, অনেক অনেক শুভেচ্ছা রইল।
৮| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫০
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম, শুভেচ্ছা রইল।
৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল।
১০| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পটকা বাজি ভালো লাগেনা ছন্দগুরু।
কবিতায় ++
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৯
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন, পটকার আওয়াজে পিলে চমকে উঠার মত অবস্থা হয়, ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
গরীবদের ক্যালেন্ডার বদলায় না তেমন একটা।