নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ইলিশ কথন

১৩ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪১


শহীদুল ইসলাম প্রামানিক

ঘাস খায় না চাষ হয় না
মাছটা হলো দেশি
ঔষধপত্র কিছু লাগে না
দামটা কেন বেশি?

খড়, ভুষি যে কিছু খায় না
খায় না ক্ষেতের ধান
বিনা পয়সায় বড় হলেও
বিশ^ জোড়া মান।

নদীর জলে বসত করে
নদীর জলেই খাওয়া
জাল ফেললেই বিনা পয়সাই
যাচ্ছে ইলিশ পাওয়া।

সেই ইলিশটাই বাজার নিয়ে
চড়া দামে বেচে
দামটা একটু কম কললেই
বত্রিশ দাঁত খেচে।

দাঁত খিচুনি খাওয়ার পরও
কিনছে অনেক লোক
মাছ ছাড়া যে জামাই বেজাড়
শ্বাশুড়ি করছে শোক।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২

করুণাধারা বলেছেন: বহুদিন পর ব্লগে আপনার ছড়া পাওয়া গেল। বরাবরের মতোই ভালো লাগলো।

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: ব্লগে আপনাদের পেয়ে আনন্দই লাগছে। অনেক অনেক ধন্যবাদ

২| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

মোস্তফা সোহেল বলেছেন: সাধারন মানুষদের এখন ইলিশ স্বপ্নে খেতে হবে।

১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০২

প্রামানিক বলেছেন: বর্তমান অবস্থা এইরকমই মনে হচ্ছে।

৩| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার স্বাস্থ্যের কি খবর?

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৫

প্রামানিক বলেছেন: মোটামুটি আছি। ধন্যবাদ

৪| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

শেরজা তপন বলেছেন: মাছগুলো দেখে তো লোভ সামলাতে পারছি না।
ইদানিং ফেসবুকে বেশী সময় দিচ্ছেন।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: ব্লগে বসার সময় পাচ্ছি না

৫| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:১৭

ফেনা বলেছেন: বহু দিন পর প্রামানিক দাদার ছাড়া পড়লাম। খবই ভাল লাগল।
কেমন আছেন আপনি?

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: মোটামুটি আছি আপনি কেমন আছেন?

৬| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধারুন মজার ছড়া
.....................................................
অনেক অনেক ধন্যবাদ ।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:২৪

বাকপ্রবাস বলেছেন: বা‌ত্তির রাজা ফি‌লিপ্স
মা‌ছের রাজা ই‌লিশ

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪০

প্রামানিক বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ

৮| ১৩ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,




অনেক অনেক দিন পরে এলেন, যেন ইলিশের মতো মৌসুমে আসা। :D
ছবির ইলিশের মতো তরতাজা আছেন তো ? :P

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: বিভিন্ন ঝামেলায় ব্লগে নিয়মিত হতে পারছি না। ধন্যবাদ গুরু

৯| ১৪ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: সংসার করার বড় যোগ্যতা হচ্ছে ধৈর্য।
যা বর্তমান মেয়েদের নাই। আর এখনকার প্রজন্মের মেয়েদের বউ হিসেবে বিশ্বাস করা যায় না। কর্ম, আচরণ, ব্যক্তিত্ব, শিক্ষা ও দক্ষতা হচ্ছে মানবিক গুণের প্যারামিটার্স।

১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:৪২

প্রামানিক বলেছেন: বাস্তব সত্য কথা মন্তব্যে তুলে ধরায় অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.