নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অর্থ পাচারকারী

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩১


শহীদুল ইসলাম প্রামানিক

এই দেশেতে আয় রোজগার
ওই দেশেতে জমা
স্বদেশ প্রেম নাইকো তাদের
কেমনে করব ক্ষমা?

এই দেশেতে জন্ম তাদের
এই দেশেতেই বড়
খাবার দাবার এই দেশেতে
মন নাই তরপরও।

নিচের থেকে উপর তলার
তারাও হর্তাকর্তা
এই পাড়েতে জমলে টাকা
হয়না তাদের পরতা।

এই পাড়েতে জন্ম যাদের
ওই পাড়ের গায় গান
এই মাটিরই রক্ত মাংস
তার পরেও নাই টান।

যতই থাকুক আয় রোজগার
কোন রকম চলে
মাসে মাসে সব টাকা তার
পাঠায় তলে তলে।

এই পাড়েতে ভাঙা বাড়ি
নড়বড় নড়বড় করে
ওই পাড়েতে তারাই নাকি
দালান কোঠা গড়ে।

আয়-রোজগারে ভীষন ব্যস্ত
মন নাই কেন দেশে
এপার টাকা ওপার গেলে
দেশ চলবে কি শেষে?

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫১

নজসু বলেছেন:


অনেকদিন পর আপনার ছড়া পেয়ে খুবই ভালো লাগছে।
আপনার ছড়ার ছন্দে সত্যি মুগ্ধ হই।
সত্যি বলেছেন। সুতরাং দেশের টাকা দেশেই রাখতে হবে।

১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৩

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। উপস্থিতি পেয়ে খুব খুশি হলাম।

২| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বিষয়টি আসলেই মহা চিন্তার!

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কেমন আছেন?

৩| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৩

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৮

ঢাবিয়ান বলেছেন: সময়োপযুগি সুন্দর ছড়া।

১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৫

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫| ১৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: বিশ্বাস করুণ আমি কোনোদিন অর্থপাচার করি নাই।

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৩

প্রামানিক বলেছেন: আপনাদের মত সত লোক আছে বলেই দেশটা টিকে আছে। ধন্যবাদ

৬| ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: দেশ যে কিভাবে চলছে সেটাই আমার কাছে বিস্বয়!!!!

চমৎকার ছড়াতে +++++

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৪

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন। দেশের ভবিষ্যত যে কি হবে সেটাই ভেবে পাচ্ছি না।

৭| ১৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সোহানী বলেছেন: দেশ যে কিভাবে চলছে সেটাই আমার কাছে বিষ্ময়!


সোহানী আপাকে বলছি - আপনাদের কানাডা আমেরিকার মত দেশ যদি এইসব ব্যাঙ্ক লুটেরা, টাকাচোরদের আশ্রয় না দিত
পলাতক খুনি ডাকাতদের চোরাই টাকার বস্তাসহ আশ্রয় না দিত তখন এইসব ব্যাঙ্ক ডাকাতরা এত সহজে চুরি/পাচার করতে পারতো না।

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৫

প্রামানিক বলেছেন: কানাডা আশ্রয় না দিলেও যারা চুরি করবার তারা ঠিকই করতো। তবে হয়তো চুরিটা কম হতো।

৮| ১৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,




ছন্দে ছন্দে একটা অকথিত / অনুচ্চারিত বিষয়ের প্রামান্য দলিল রচিত হলো!!!!!!

মহাজাগতিক চিন্তার মতোই বলতে হয় - বিষয়টি আসলেই মহা চিন্তার!

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৭

প্রামানিক বলেছেন: আপনাদের সুচিন্তিত মতামতের তুলনা হয় না। ধন্যবাদ গুরু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.