নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

অভিশাপের গরু

১৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২২


শহীদুল ইসলাম প্রামানিক

আবুল মিয়া করবে বিয়ে-
বিয়ে হয়েছে ঠিক
বিয়ে যাবে মাইল তিনেক
সামনে পূর্ব দিক।

বিকাল বেলা বিয়ের যাত্রী
সবাই সাথে যাবে
বরের জন্য ঘোড়া দরকার,
ঘোড়া কোথায় পাবে?

পাশের বাড়ি ছিল ঘোড়া,
বলল তারে গিয়ে,
‘আমায় একটা ঘোড়া দিবেন
করব আমি বিয়ে’।

ঘোড়াওয়ালা নিষেধ করায়
মনের দুঃখে কয়
রাতের মধ্যেই ঘোড়াগুলোর
মরণ যেন হয়।

ঘোড়া মরার অভিশাপ দেয়
সারা রাত্রি ভরে
সকাল বেলা গোয়াল ঘরে
গাই গেছে তার মরে।

আবুল মিয়া কেঁদে কেঁদে
আল্লার কাছে কয়
ঘোড়ার জায়গায় গরু মরে
এইটা কেমনে হয়?

মারতে বললাম ঘোড়াটারে
মারলে আমার গাই
তোমার কাছে ঘোড়া গাইয়ের
পার্থক্য কি নাই
(ছবি ইন্টারনেট)

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: হেহে হে...
তোমার কাছে ঘোড়া গাইয়ের
পার্থক্য কি নাই" রম্যাকারে লেখা কিন্তু সমাজের পরশ্রীকাতরতার এক বাস্তব চিত্র তুলে ধরেছেন। কাব্যে ভালোলাগা রইলো।

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরি, অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪২

শায়মা বলেছেন: হা হা পরের জন্য খাঁদ কাটলে এমনই হয়।

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৫

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩| ১৭ ই জুলাই, ২০২৩ ভোর ৫:৩৭

কাছের-মানুষ বলেছেন: হা হা মজার ছিল ছড়াটি। অনেকদিনপর ব্লগে এলেন মনে হয়।

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: জী, অনেক দিন পরেই এলাম। চেষ্টা করছি নিয়মিত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে

৪| ১৭ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন হেয়েছে। বেশ উপভোগ্য।

১৭ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৬

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৫| ১৭ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর

৬| ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকদিন পর চমৎকার একটি ছড়া পড়লাম।

১৮ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.