![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
হকার থেকে হিরো আলম
হিরো থেকে নেতা
ভোটের মাঠে কিল খেল সে
জবাব দেবে কে তা?
সব্বাস তুমি হিরো আলম
সাব্বাস তোমার দিল
রাজনীতিতে এসেই তুমি
খাচ্ছ সদাই কিল।
কিলটা খেলেও লজ্জা নয়রে
এটাই যে রাজনীতি
দু’চার দশদিন কিল খেলে পর
কাটবে তখন ভীতি।
ভাসানীও তো মার খেয়েছে
মুজিব ছিল জেলে
আগর তলার মামলা দিয়ে
মারছে মাটিত ফেলে।
আইয়ুব খানের হুলিয়া জারি
সবাই থা্কতো ডরে
গ্রেফতার আর মারের ভয়ে
কেউ থাকতো না ঘরে।
অনেক নেতাই আন্দোলনে
খেত কত কিল
এর পরেতেও রাজনীতিতে
দেয়নি তারা ঢিল।
ধরতো পুলিশ মারতো পেটন
গাড়িত তুলতো ঠেলে
কোর্ট কাচারির পর্ব শেষে
ভরতো নিয়ে জেলে।
সেসব কথা স্মরণ করেই
রাজনীতিটা করবে
বিনা দোষেই অনেক থাপ্পর
ঘড়ের উপর পরবে।
এসব নিয়ে হিরো আলম
পাচ্ছো কেন ভয়
রাজনীতিতে কিল না খেলে
রাজনীতিক কেউ হয়?
১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
প্রামানিক বলেছেন: ছড়া আকারে চমৎকার মন্তব্য। অভিনন্দন
২| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:১১
ফেনা বলেছেন: আবারও একটা চমৎকার ছড়া। খুবই ভাল লাগল।
তবে আপনার ছড়ায় হিরো আলম, সে সৌভাগ্যবান।
ভাল থাকবেন নিরন্থর
১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
প্রামানিক বলেছেন: যার কপালে ঠিক মতো ভাত জুটতো না, ভাতের জন্য গ্রামে গ্রামে চানাচুর বিক্রি করে বেড়াতো, সেই হিরো আলমের পিছনে বড় বড় টিভি চ্যানেলগুলো দৌড়াদৌড়ি করে এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। কোন এমপির পিছনেও এত টিভি চ্যানেল দৌড়াদৌড়ি করে না। বিষয়টা দেখে কিছুটা অবাকই হয়েছি।
৩| ১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৪৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রামাণিক ভাই,
ছড়ার আড়ালে ও এর মাঝে তুলে ধরেছেন নির্মম সত্যটাই। তবে - ইতিহাস ঘুরে ফিরে আসে এবং কেউ ইতিহাস মনে রাখেনা যখন তার হাতে ক্ষমতা থাকে। সমস্যা এটাই।
১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩
প্রামানিক বলেছেন: হিরো আলমের পিছে টিভি চ্যানেলগুলোর দৌড়াদৌড়ি দেখে অবাকই লাগে। এই অর্জন আর কারো আছে বলে মনে হয় না।
৪| ১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
কামাল১৮ বলেছেন: ছড়ায় রাজনীতিবিদ হবার সুন্দর পাঠ।
১৮ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
প্রামানিক বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
৫| ১৮ ই জুলাই, ২০২৩ রাত ৮:২২
বাকপ্রবাস বলেছেন: আমিও একটা লিখেছি, আগামীকাল দেব পোষ্ট করে, দিনে দুইটা পোষ্ট দিতে চাচ্ছিনা
১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:০২
প্রামানিক বলেছেন: রেগুলার পোষ্ট দেয়া ব্লগের জন্যও ভালো নিজের জন্যও ভালো।
৬| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২৬
শেরজা তপন বলেছেন: বাহ্ একেবারে নির্মম সত্য তুলে ধরেছেন।
১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপানাকে
৭| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব।
১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:০২
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সাব্বাশ সাব্বাশ হিরো আলম
তোমাক নিয়ে শুরু হয়েছে
রাজনৈতিক কলম!
মারে এখানে পরে শ্মশানে
একটু নাই আমজনতার সরম
কেউ হবে না আর হিরো আলম;
কেমন হলো ছড়াকার দাদা
ভাল থাকবেন--------