নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ঠ্যাং ভাঙার গল্প

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯


শহীদুল ইসলাম প্রামানিক

সেদিন নাকি ঠ্যাং ভেঙেছে
হারু কাকার ছেলে
পাল পাড়ার ঐ গদার সাথে
লম্ফঝম্ফ খেলে।

ভাঙা ঠ্যাঙের মালিশ কিনতে
দিল্লি নাকি গেছে
অনেক টাকা লাগবে বলে
তিন বিঘা ধান বেঁচে।

গদা নাকি ভাঙা ঠ্যাংগে
থুথু দিয়ে ডলছে
এইটা শুনে হারু কাকা
গোস্বায় কান মলছে।

(ছবিঃ ইন্টার নেট)

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

প্রামানিক বলেছেন: আপনি কেমন আছেন?

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: সেদিন নাকি গতকাল???


:)

অনেক মজার ছড়া ভাইয়া!!! :)

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

প্রামানিক বলেছেন: সবই অতীত কাল

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মালিশে কাজ হবে না।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: যার পয়সা নাই তার মালিশ ছাড়া উপায় নাই

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি বেশ আছি। আপনি কেমন আছেন?

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬

প্রামানিক বলেছেন: অসুস্থ্য শরীরে যেমন থাকা যায় তেমনই আছি

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: বেশ।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭

প্রামানিক বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বিষয়বস্তু বুঝতে পারিনি।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

প্রামানিক বলেছেন: একদম সহজ সরল ছড়া কোন বিষয় নাই

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ছড়া প্রামানিক দা শরীরিল স্বাস্থ্য কেমন
সামুতে নিয়মত হন
ভাল থাকবেন

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

প্রামানিক বলেছেন: শরীর মোটামুটি আছে। সামুতে নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ

৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ছড়া।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭

বিজন রয় বলেছেন: দারুন প্রামানিক ভাই।
আপনাকে দেখে ভাল লাগছে।

আশা্করি নিয়মিত পাবো।

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: চেষ্টা করবো নিয়মিত হওয়ার জন্য

১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

ডার্ক ম্যান বলেছেন: ছন্দের ঠ্যাং ভাঙ্গে প্রতিনিয়ত

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৬

প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন

১১| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

স্প্যানকড বলেছেন: সুন্দর সহজ সরল কবিতা। ভালো থাকবেন।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৬

শেরজা তপন বলেছেন: আপনার ঠ্যাং ঠিক আছে তো প্রামাণিক ভাই ? অনেকদিন বাদে আসলেন

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯

প্রামানিক বলেছেন: রিপিয়ার করা দেহ ভালো আর কত থাকে। আপনি কেমন আছেন?

১৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ছড়া

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দারুণ হয়েছে, গুরুজী।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, অনেক দিন পর দেখা পেয়ে খুশি হলাম।

১৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

করুণাধারা বলেছেন: আপনার ছড়া বরাবরের মতোই চমৎকার হয়েছে।

অনেকদিন আগে আপনি চমৎকার গদ্য লিখতেন। সেই সময় একদিন আপনি লিখেছিলেন চার মাইল যেতে চারমাইল আসতে মোট আট মাইল হেঁটে আপনি স্কুলে যেতেন। যদি ভুল না করে থাকি।

কিন্তু তারপরও আপনার হৃদরোগ হলো কেন!! আমার কোলেস্টেরল অনেক বেশি, ডাক্তার বলেছেন নিয়মিত হাঁটতে। তখন আমার আপনার কথা মনে পড়েছে, সত্যিই কি হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে!!

শুধু আমার ভাবনা শেয়ার করলাম। উত্তর দিতে যাবেন না।

০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

প্রামানিক বলেছেন: আমি যখন আট মাইল হেঁটে এবং আরো দশ মাইল ট্রেনে চড়ে কলেজ করতাম তখন শরীরের কোন সমস্যায় অনুভব করতাম না। কিন্তু ঢাকা শহরে এসে চাকরি জীবনে এতটাই অলস ছিলাম যে সারাদিনে এক মাইলও হাঁটা হতো না। বাসা থেকে রিক্সায় চড়ে অফিস আবার অফিস থেকে রিক্সায় চড়ে বাসা। আরমে চলাচল করা এবং সেই সাথে আরো যেটা হতো খাওয়ার কোন কন্ট্রোল ছিল না। যখন যেটা ভালো লাগত সেটাই পেট ভরে খেতাম। মাওয়া ঘাট বা আরিচা ঘাট থেকে বড় বড় মাছ এনে খেতাম। মাংস যখন খেতাম এক বসায় এক দেড় কেজি খেয়ে নিতাম। খাওয়া বেশি শারীরিক পরিশ্রম কম যে কারণেই আমার এ্ই দশা হয়েছে। বেঙালোরের হার্টের ডাক্তার দেবী শেঠিও আমাকে কম পক্ষে চল্লিশ মিনিট হাঁটতে বলেছে। আমি নিজেও অনুভব করছি যেদিন বেশি করে হাঁটাহাটি করি সেদিন অনেকটা ভালো লাগে। তবে শারীরিক পরিশ্রম না করলে দেহের রক্ত চলাচল পর্যাপ্ত পরিমাণ না হওয়ায় রক্তে চর্বি জমে যায় এবং হার্টের সমস্যা হয়। যত কষ্টই হোক হাঁটাহাটি করবেন এবং চর্বি জাতীয় খাবার কম খাবেন আশা করি সুস্থ্য থাকবেন। স্বামী স্ত্রীর ব্যাপারে সতর্ক থাকবেন। হার্টের সমস্যা যাদের তাদের এই ব্যাপারে খুবই সতর্ক থাকা প্রয়োজন। আমার জানা মতে দুই জনের মৃত্যু এই কারণে হয়েছে। একজনকে সতর্ক করার পরও পরামর্শ না মানার কারণে বেডেই মৃত্যুবরণ করেছে। অথচ বাংলাদেশের ডাক্তারদের এব্যাপারে খুব একটা পরামর্শ দিতে দেখি না। ভালো ডাক্তারের পরামর্শ নেন এবং হার্ট এ্যাটাক যাতে না হয় সেদিকে সতর্ক থাকেন আশা করি ভালো থাকবেন।

১৭| ১১ ই নভেম্বর, ২০২৩ রাত ১:১৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: মন্তব্য করা হয়নি কিন্তু পড়েছি আগেই। ভালো লিখেছেন। বেশ ভালো লেগেছে

১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৮| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

ব্লগে আপনার লেখা দেখলে আমার ভালো লাগে।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.