নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

শীতের বৃষ্টি

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭


শহীদুল ইসলাম প্রামানিক

টিপ টিপ টিপ বৃষ্টি পড়ে
শীতের সকাল বেলা
ঠান্ডা হাওয়ায় বাইরে নয়রে
ঘরের মধ্যেই খেলা।

কেউবা খেলে বাঘ বকরি
কেউবা ষোল ঘুটি
লুডু খেলায় হেরে কেহ
ছেঁড়ে চুলের ঝুটি।

কৃষক আছে চুলার পাড়ে
শীতের কাপর গায়
গিন্নীরা দেয় চাউল ভেজে
গরম গরম খায়।

কেউবা চিবায় ছোলা ভাজা
কেউবা চিবায় মুড়ি
কেউবা খায়রে মনের জোশে
ডাল মাখা খিচুরি।

শীতের মাঝে গরম খাবার
বড়ই মজার ভাই
শীতের পরে গ্রীষ্ম এলেই
সেই মজা আর নাই।

ছবি ঃ অন্তর্জাল

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

বাকপ্রবাস বলেছেন: টাটকা সব শাকসবজি টাকটা থাকে মন
শীত মানে বাপা পিঠার নিত্য আয়োজন

০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২

প্রামানিক বলেছেন: কথা সত্য শীতে ফ্রিজে শাকসবজি রাখার প্রয়োজন হয় না।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

কামাল১৮ বলেছেন: এ দেখছি বর্ষায় আমাদেরই গ্রামের কথা।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

প্রামানিক বলেছেন: আমিও তো গ্রামের মানুষ তাই অতীতের দৃশ্যগুলো এখনো চোখে ভাসে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ দারুন হয়েছে ছড়া শিতের বৃষ্টি
এছড়াতো ছাপিয়ে গেছে কবি গুরুর সৃষ্টি :)
শীত নিয়ে কবি গুরু লিখেছিলেন ছড়া
কন্‌কনে শীত তাই
চাই তার দস্তানা;
বাজার ঘুরিয়ে দেখে,
জিনিসটা সস্তা না।
কম দামে কিনে মোজা
বাড়ি ফিরে গেল সোজা--
কিছুতে ঢোকে না হাতে,
তাই শেষে পস্তানা।


শীতের সকালে আরো মঝা কতক আছে
সারা রাত রসের হাড়ি থাকে খেজুর গাছে
কাক ডাকা ভোরে গাছি যখন নামায় তারে
কত মঝাই লাগে একঘটি তার পান করে।

শীতের সকালে বড়ই গাছের তলে
পাকা বড়ই পরে থাকে দলে দলে
সবার আগে তা দখল করার তরে
ভোরে বিছানা ছেরে উঠে ত্বরা করে

শীতের সকালে কাবু অলস বাবু যারা
তাদের ভাগে থাকেনা কিছু দুঃখ ছাড়া
শীতের বৃষ্টিকে উপেক্ষা করে উঠে যারা
সকল ক্ষেত্রেই সফলতার ভাগি তারা ।

আপনার সুন্দর ছড়াটির জন্য ধন্যবাদ ।

অনেক শুভেচ্ছা রইল প্রিয় প্রমানিক ভাই ।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

প্রামানিক বলেছেন: আলী ভাই আপনি কেমন আছেন?

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: আরে প্রামানিক ভাই!!!
শীতের শুভেচ্ছা।

আপনার হাতে তো অফুরন্ত সময়।
লিখুন আর পোস্ট করুন।

আপনার ছড়া অনেক ভালো লাগে।

শুভকামনা।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: ভাই অবসরে এসে বিপদেই আছি এক নম্বরে চোখের সমস্যা দুই নম্বরে কম্প্উটার নষ্ট যে কারণে এতদিন লেখা হয় নাই।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার ছড়া বরাবরই ভালো হয়।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫০

শেরজা তপন বলেছেন: চমৎকার ছড়া প্রামানিক ভাই।
এই মুহূর্তে টিপ টিপ বৃষ্টিই হচ্ছে :)

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: বৃষ্টির কারণেই ছড়াটি লিখেছি। ধন্যবাদ আপনাকে

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এই সময় বাংলাদেশের আবহাওয়া খুবই উপভোগ্য।
সত্যি খুব সুন্দর।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: শীতের সকালে বৃষ্টি দেখেই ছড়া লেখা। ধন্যবাদ আপনাকে

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪১

সামিয়া বলেছেন: আপনার ছড়া সব সময়ই চমৎকার

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১১

নজসু বলেছেন:



শীত ধনীদের পিঠা পুলির বিলাসিতা।
গরীবদের হাড়ে হাড়ে কাঁপুনি।

প্রিয় ছড়াকারে ছান্দসিক ছড়া আমার সবসময়ই ভীষণ পছন্দের।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

প্রামানিক বলেছেন: কথা এক শতভাগ সত্য। ধন্যবাদ আপনাকে

১১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.