নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
(আজ আমার জন্মদিন মনে ছিল না গুগল মামা মনে করে দিয়েছে।)
শহীদুল ইসলাম প্রামানিক
হুট করে পিয়াজের
বাজারেতে চড়া দাম
দোকানিদের হাঁকডাক
গরিবের ঝরে ঘাম।
দেশি পিয়াজ বেশি মজা
দাম শুনে জ্বলে চোখ
পিয়াজ বাজারে গিয়ে
ক্রেতা শুধু কামড়ায় নোখ।
ভারতের পিয়াজগুলো
খেতে লাগে মিস্টি
তারপরেও মহাজনের
এর প্রতিই দৃষ্টি।
কে কোথা কাঠি নাড়ে
হুট করে বেড়ে যায়
পিয়াজ ছাড়া জনগণ
মুখ বুঁজে ভাত খায়।
সরকারও দিশেহারা
পিয়াজের ঝাঁজেতে
পুলিশ নেমেছে মাঠে
দাম কমার কাজেতে।
তারপরও বাড়ে দাম
সিন্ডিকেটের জুড়ি নাই
তাদের হাতে বাজার দর
আমরা শুধু কষ্ট পাই।
পিয়াজের ঠেলাতে আজ
জীবনটাই পিয়াজময়
আগামীর দিনগুলোয়
জানি না ভাই কি যে হয়!
ছবি ঃ অন্তর্জাল
১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭
প্রামানিক বলেছেন: প্রথম কমেন্ট করার জন্য চায়ের দাওয়াত থাকল
২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০
নজসু বলেছেন:
শুভ জন্মদিন প্রিয় ছড়াকার।
অনেক অনেক শুভকামনা।
জন্মদিনে আপনাকে পেঁয়াজের শুভেচ্ছা।
ছড়া সবসময় ভালো লাগা।
১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৮
প্রামানিক বলেছেন: পিয়াজময় জীবনে পিয়াজের শুভেচ্ছার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল
৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
বাকপ্রবাস বলেছেন: পেঁয়াজের বাড়া দাম ঝরে ঘাম কিনতে
দাম শুনে চেয়ে থাকি পারিনাতে চিনতে
মনে হয় সোনা দেখি দাও ভাই শ গ্রাম
চেয়ে চেয়ে রেখে দেব যদি না কমে দাম
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১০
প্রামানিক বলেছেন: এ ছাড়া উপায় নাই
শ' গ্রামের বেশি কেনার দরকার নাই
৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
ঢাবিয়ান বলেছেন: এগুলো কিসের আলামত? সরকার বারবার দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে কেন ?
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১১
প্রামানিক বলেছেন: বাঘ এলো বাঘ এলো বলতে বলতে একসময় বাঘ এসেই যাবে
৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০১
নজসু বলেছেন:
সামনে রমজান আসছে। ইফতারী আইটেমে পিঁয়াজুর চাহিদা বাড়বে।
পাবলিক যেন পিঁয়াজুর পরিবর্তে মুলাজু খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে পারে তাই পিঁয়াজের দাম এভাবে বেড়ে যাচ্ছে।
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৩
প্রামানিক বলেছেন: কয়েক বছর হলো পিয়াজু খাওয়া ছেড়ে দিয়েছি সহজ সরল খাবার খাই। কাজেই রমজানে চিন্তা নাই। আমার মত সবাই ইফতার করলে পিয়াজ সিন্ডিকেট ধরা খাবে।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭
বিজন রয় বলেছেন: সমস্যা নাই, গত কয়ে দিন পেঁয়াজ কিনি নাই।
পেয়াজ ছাড়া দিব্বি চলছে।
আপনার ছড়ার মতো কাট কাট।
১১ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৫
প্রামানিক বলেছেন: উত্তম পদ্ধতি এইটাই। কেউ না কিনলেই পিয়াজওয়ালারা সস্তায় দিতে বাধ্য হবে।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:
ছড়া সময়োপযোগী ও জুতসই হয়েছে ।
পেয়াজ নিয়ে এমনতর বাজার দর উঠানামার কান্ড কারখানা হয়ে দাঁড়িয়েছে এখন নিত্যদিনের ঘটনা ।
তাই যার যার সামর্থ অনুযায়ী অতি প্রয়োজনীয় এই পেয়াজটির আবাদে সকলের আরো বেশী করে মনযোগী
হওয়া দরকার।বাজারের সিন্ডিকেট বা সরকারের নিয়ন্ত্রন পেয়াজের ঝাঁজ কোনভাবেই পারছেনা করতে নিয়ন্ত্রন।
সরষের ভিতরেই যদি থাকে ভুত, তাকে তারায় কে আছে এমন মায়ের পুত । তাইতো জনতাকেই আসতে হবে
এগিয়ে, হয় দাম বাড়ার সময় একে যেতে হবে এড়িয়ে বা এর ক্রয় বয়কট করে। কিছুদিন আগে এর বিকল্প
কিছু একটা নাকি বাতলে দেয়া হয়েছিল তবে সে দাওয়ায় ফল যে তেমন হয় নাই তা বুজে গেছে সবাই ।
তাই ভোক্তভুগী জনতাকেই এখন যা কিছু করার করতে হবে নিজেদের মতন করেই ।
দেশের আনাচে কানাচে , ঘরের ছাদে , বরন্দার কোনে টবে , কিংবা বাড়ী ঘরের আঙ্গিনায় নীজেদের
সুবিধামতে গুটা কয়েক পেয়াজ রোপন করতে হবে এমনতর কেরে , যাতে ভাল ফলন ধরে ।
পেয়াজ লাগিয়ে ঠিকমত পরিচর্যা করলে ঘরে বসেই কাড়ি কাড়ি পেয়াজের ফলন পাবে এমন করে ।
দাম বাড়ার সাথে পিয়াজ কেনা বয়কট করে এর ফলন বাড়ানোর উদ্যোগ নিলে সিন্ডিকেটবাজদের মজুদ
পচাঁ পেয়াজ ঝলসে গিয়ে তার ঝাঁজ পড়বে গিয়ে সিন্ডিকেট বাজ আর তাদের দোসরদের মাথার উপরে ।
সুন্দর ছড়াটির জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভ জন্মদিন প্রিয় প্রমানিক ভাই।
অনেক অনেক ভাল ও সুস্থ থাকুন এ কামনা রইল ।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১
প্রামানিক বলেছেন: মূল্যবাদ মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২০
গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় শহীদুল ইসলাম প্রামানিক ভাই, অনেক অনেক শুভকামনা।
শুভ জন্মদিনে আপনার প্রতি অসংখ্য তাঁজা এবং টাটকা পেঁয়াজের শুভেচ্ছা।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২
প্রামানিক বলেছেন: মন্তব্য করার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।
৯| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: চমৎকার।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১০| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
হ্যা..... ঝাঁজই বটে।
তা পিয়াজ খেতে হবেই বা কেন? পিয়াজ না খেয়ে কে কবে মরেছে ?
প্রধানমন্ত্রী মহোদয়া তো বেশ কিছুদিন আগেই বলে দিয়েছেন, পিয়াজ না খেলে কি হয়? আর তিনি নিজে রান্নায় পিয়াজ ব্যবহার করেন না।
জন্মদিনের অভিনন্দন।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ গুরু, আমারো একই মতামত, হিন্দু অনেক পরিবারেই তো পিয়াজ খায় না, তাদের তো কোন সমস্যাই দেখি না?
১১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পেঁয়াজকে সবজি হিসেবে ব্যবহার করে এর কদর বাড়ানো হয়েছে। এটা দিলে স্বাদ বাড়ে কিন্তু এটা অপরিহার্য কিছু না।
১১ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
প্রামানিক বলেছেন: হিন্দুদের অনেক বাড়িতেই তো পিয়াজ রসুন খায় না
১২| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৬
করুণাধারা বলেছেন: পেঁয়াজ ছাড়া তরকারি ভালো লাগে না, যেহেতু দীর্ঘদিনের অভ্যাস।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
প্রামানিক বলেছেন: অভ্যাস আমাদের পিয়াজ খাওয়া হিন্দু ঠাকুররা পিয়াজ খায় না তাদের পাতে পিয়াজ দিলেই বমি করে দেয়
১৩| ১১ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
আরোগ্য বলেছেন: আজকে নিউজ দেখলাম ডাবল সেঞ্চুরি থেকে একশ কত জানি হয়েছে।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
প্রামানিক বলেছেন: হুট করেই নাকি পিয়াজের দাম কমে গেছে
১৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৪
নজসু বলেছেন:
প্রথম কমেন্ট।