নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ভোট প্রার্থীর নামায

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩


শহীদুল ইসলাম প্রামানিক

ভোটের প্রার্থী যাচ্ছে ট্রেনে
ফাস্ট ক্লাসে বসে
হঠাৎ করে ধর্ম পালন
পড়ছে নামায জোসে।

দুপুর বেলা পড়বে নামায
অযুর নাইকো পানি
নাময সময় পার হয়ে যায়
লাগছে টানাটানি।

হঠাৎ করে মনে হলো
অযু তৈমুমের কথা
ধুলোবালির নাইরে অভাব
আছে যথাতথা।

নিয়ম কানুন জানে না সে
কেমনে তৈমুম করে
প্রার্থী হয়ে পড়ছে নামায
জনগণের ডরে।

খামছা খানেক ধুলো নিযে
টয়লেট রুমে ঢুকে
অজুর মতই করল কুলি
ধুলো ঢুকিয়ে মুখে।

কোট-টাই তার পরনে ছিল
মুখে ধুলো বালি
পাগল ভেবে সব যাত্রীরা
দিল আচ্ছা গালি।

যতই বুঝায় পাগল নই ভাই
নামায পড়তে গিয়ে
পানি ছাড়া অজু করেছি
ধুলা বালি দিয়ে।

সবাই জানে অজুর দ্বারা
হয়রে পরিস্কার
অজু করেতে ধুলো খেয়েছে
মানতে চায় কি আর।

মাঝ পথেতে নামিয়ে দিল
ধাক্কা দিয়ে তারে
অজু, তৈমুমের ভিন্ন নিয়ম
বুঝল হাড়ে হাড়ে।

মোদের দেশেও এমন প্রার্থী
অনেক আছে ভাই
ভোটের সময় নামায পড়ে
অন্য সময় নাই।

(ছবি ঃ অন্তর্জাল)

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

কামাল১৮ বলেছেন: এমন প্রার্থী বেশি।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

প্রামানিক বলেছেন: আমিও অনেক এরকম প্রার্থী দেখেছি

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রামানিক দা,জাত কথা কইলেন। আসলে এমনটাই আমাদের অবস্থা! অসম্ভব রকমের খারাপ পরিস্থিতি! কেমনে যে আমরা শুদ্ধতার দেখা পাই!

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

প্রামানিক বলেছেন: দিন দিন এইরকম নেতৃত্বকারীর সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

প্রামানিক বলেছেন: আফসোস করা ছাড়া উপায় নাই।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

জুন বলেছেন: হা হা হা প্রামাণিক ভাই দারুণ লিখেছেন আজকালকার রাজনীতিবিদদের কাজ কারবার নিয়ে। এরা মনে হয় দুর্নীতির করে টাকা উপায়ের জন্য নিজের বিবেক বুদ্ধি পর্যন্ত হারিয়ে ফেলেছে।
+

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: জুন আপা কেমন আছেন? অনেক দিন পর আপনাকে পেলাম।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: হা হা হা দিলেন তো ধরা।
তারপরও তাদের লজ্জ্বা নাই।

দারুন ছড়া।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: লজ্জা থাকলে কি আর এই কাজ করে।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০১

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


ব্লগার নুর মোহাম্মদ নুরুকে নিয়ে ১ টি পোষ্ট লিখুন।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১১

প্রামানিক বলেছেন: নুরু ভাইয়ের জন্য আফসোস হয়। তিনি মারা গেছেন খবর পেয়েছি অনেক পরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.