নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ক্যাচালহীন ব্লগ চাই

১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮


শহীদুল ইসলাম প্রামানিক

ভাই ভাই মিলে যাই
লাভ নাই ক্যাচালে
বাজালেই বেজে যাবে
হবে দ্বন্দ প্যাচালে।

পেঁচিয়ে পেঁচিয়ে যদি
কথা কই সকলে
শান্তিটা মিশে যাবে
ধকলে আর ধকলে।

সহজ সরল ভাবে
যদি মোরা কথা কই
থাকবে না মনঃকষ্ট
বাধবে না হইচই।

নিজের জমানো কথা
যদি মোরা লিখে যাই
বিশ্বটা ভেবে নিবে
কারো মেধা কম নাই।

গদ্যের জীবনীতে
লিখে গেলাম ছন্দ
আছে যত রেশারেশি
মিটে যাক দ্বন্দ!

(ছবি অন্তর্জাল)

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ, সবার সুমতি হোক, ইহাই কামনা।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
ভাই ভাই মিলে যাই
লাভ নাই ক্যাচালে
সহজ সরল ভাবে
যদি মোরা কথা কই
থাকবে না মনঃকষ্ট
বাধবে না হইচই।

...............................................................
ক্যাচাল ছাড়া যে পৃথিবী অচল
যদি সবাই মিশে যাই,
সারামাসে মিলেমিশে সামুতে লেখা দেই একটি !!!
হায় হায় সামু যে বিকল বিকল !!!
..........................................
কবিতায় ++

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: মিলেমিশে বেশি বেশি পোষ্ট দিলে আর সমস্যা থাকবে না।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

শূন্য সারমর্ম বলেছেন:


ক্যাচাল চলুক, তবে সারভাইভ করা শিখতে হবে।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

প্রামানিক বলেছেন: চমৎকার কথা, গঠনমূলক ক্যাচাল খারাপ নয়।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ক্যাচাল বাজরা ক্যাচাল করেই শান্তি পায়।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: কথা মন্দ বলেন নাই

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

বাকপ্রবাস বলেছেন: আমরা সবই ভাইভাই
ক্যাচল মুক্ত ব্লগ চাই

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

প্রামানিক বলেছেন: ক্যাচাল মুক্ত ব্লগ চাই
সেই ব্লগটা কোথাও নাই

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: ক্যাচাল তো করতে চাই না।
কিন্তু অন্যায় হলে চুপ থাকতে পারি না।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৫

প্রামানিক বলেছেন: পনর বছর আগেও এই ক্যাচাল ছিল তখন এক গ্রুপের সাথে আরেক গ্রুপের ক্যাচাল লাগত। ক্যাচালের চোটে পুরো ব্লগ মাখামাখি হতো।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৬

বিজন রয় বলেছেন: একটি ক্যাঁচাল পোস্ট বর্তমানে চলছে।
তার ভিতর আপনার এই ছড়া আরো আগ্রহ বাড়িয়ে দিল।

হা হা হা ... হগা জ

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: ওই ক্যাচাল দেখার পরেই এই ছড়া লিখলাম।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: কেউ কি একা একা ক্যাচাল করতে পারে।কমপক্ষে দুই জন লাগে।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: ক্যাচাল হয় যদি বাড়াবাড়ি
ক্যাচাল তখন আলু ভার্তা তরকারি।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ক্যাচালহীন ব্লগ চাই
চেয়ে কোন লাভ নাই
ব্লগে রস নাই
তাই বেশী বেশী কেচাল চাই।
প্রামাণিক ভাই
সহজ সরল কথার ভাত নাই।
তাই ক্যাচাল চাই।
নইলে ব্লগে বিনুদন নাই।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

প্রামানিক বলেছেন: ক্যাচালের ঠেলাতে
বিনুদনের মেলাতে
গুরু শিষ্য চেলাতে
লেগে যায় দ্বন্দ
ক্যাচাল হয় গন্ধ।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫১

সোহানী বলেছেন: হাহাহাহাহা

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ক্যাচালহীন ব্লগ চাই
চেয়ে কোন লাভ নাই
ব্লগে রস নাই
তাই বেশী বেশী কেচাল চাই।
প্রামাণিক ভাই
সহজ সরল কথার ভাত নাই।
তাই ক্যাচাল চাই।
নইলে ব্লগে বিনুদন নাই।

সুপার লাইক। ;)

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: তাসনিম ভালো লোক
তাই তিনি করেন জোক
তাতে আমার নাই শোক।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৯

রানার ব্লগ বলেছেন: ক্যাচাল হলো ব্লগের প্রান।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

প্রামানিক বলেছেন: ক্যাচাল যদি প্রাণ হয়
ঝগড়াঝাটি কারে কয়
এইটা নিয়েই আছে ভয়।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পনর বছর আগেও এই ক্যাচাল ছিল তখন এক গ্রুপের সাথে আরেক গ্রুপের ক্যাচাল লাগত। ক্যাচালের চোটে পুরো ব্লগ মাখামাখি হতো।

ক্যাচাল থেকে যদি ভালো কিছু হয়, তাহলে ক্যাচাল লেগেই থাকুক।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: ব্লগের ক্যাচালে
প্যাচালে আর প্যাচালে
কারো হার কারো জয়
গঠনমূলক ক্যাচালে
অনেক কিছু জানা হয়।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাড়াবাড়ি পর্যায়ে না গেলেই হলো।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: যদি হয় বাড়াবাড়ি
বন্ধুত্বের হয় ছাড়াছাড়ি

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১

নতুন বলেছেন: ক্যাচাল ছাড়া ব্লগ পাইনসা হয়ে যায়... B-)

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

প্রামানিক বলেছেন: ছোটখাটো ক্যাচাল ভালো
বড় ক্যাচাল ভালো নয়
বড় বড় ক্যাচাল হলে
দ্বন্দ লাগার আছে ভয়।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

নীলসাধু বলেছেন: ব্লগ ব্লগার ক্যাচাল
প্রায় সমার্থক
তবে ব্লগের সেই দিন নেই
গুণী ব্লগারের অভাব
আর ক্যাচাল কার সাথে কে করবে? এরা এখন যারা ব্লগিং করে এরা ব্লগার হয়ে উঠুক আগে তারপর ক্যাচাল করুক, তা তো হচ্ছে না। ব্লগে নিক খুলেই ব্লগার হয়ে যাবার যুগ এখন। লিখে, মন্তব্য করে দিনের পর দিন খেটে কে ব্লগার হয়েছে এখন? কেউ নেই।


এই ব্লগেই অনেক ছাগল পাগল হাবিজাবি ব্লগাররা হিট। ভাবা যায়?

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০০

প্রামানিক বলেছেন: নীল সাধু ভাই, আগের মত ব্লগার আর হয়তো পাবো না। আগের ব্লগারদের মধ্যে অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিল। তারা লেখায় অনেক ভুলত্রটি ধরিয়ে দিত তাতে আমাদের লেখা সংশোধন পাঠক উপযোগী করার সুযোগ পেতাম, তাদের মন্তব্যে অনেক কিছু শেখা যেত এখন সেই ধরনের ব্লগার খুঁজেও পাই না। নতুন ব্লগারদের মাঝে মানসম্পন্ন লেখক তৈরী হোক এটাই কামনা করি। ধন্যবাদ নীলসাধু ভাই

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

তাহেরা সেহেলী বলেছেন: মনের কথাগুলো বলেছেন। কোথায় যাবো, যেখানে গেলে শান্তি পাবো!!

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

প্রামানিক বলেছেন: বর্তমান ব্লগে লেখা কম থাকলেও ক্যাচালের কমতি নাই

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


নীল সাধুদার মন্তব্যের সাথে একমত। আগের ব্লগরার এখন আর নেই। যারা নতুন দের পথ দেখিয়ে নিয়ে যাবেন। আর একটু দুই চার কথা লিখতে পারলেই নিজেদের ব্লগার ভাবা ঠিক নয়। আমি নিজেও এখন ব্লগার হয়ে উঠতে পারিনি। এখনও শিখছি।

আর ক্যাচাল হোক সমস্যা নেই, যুক্তিতর্ক আসবে কিন্তু অযৌক্তিক তর্ক করলে সেটা ভাল লাগে না।

অনেক দিন পর আপনাকে পেয়ে ভাল লাগল।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৮

প্রামানিক বলেছেন: আগের সেই ব্লগের রমরমা অবস্থা হয়তো আর ফিরে পাবো না, বড় আফসোস লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.