নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

কাক-কবুতরের সংলাপ

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৭


শহীদুল ইসলাম প্রামানিক

গল্প করছে কাক কবুতর
শোন কবুতর ভাই
আমার মতো সুখ-শান্তিটা
তোর জীবনে নাই।

দেখনা আমি স্বাধীন কতো
রাজ্য জুড়ে ঘুড়ি
গৃহস্থ বাড়ির খানাখাদ্য
পেলেই করি চুরি।

তোর মতো তো পোষ থাকিনা
মানুষ জনের ঘরে
আমার হলো মুক্ত জীবন
হৃদ কাঁপে না ডরে।

কবুতরে বলছে ভেবে
কাক বন্ধুকে ডাকি
আমি তো আর তোর মত নই
মূল্যহীনা পাখি।

তোর মতো তো জঙ্গলি নইরে
নোংরা আমি খাইনা
সেধে খাওয়ায় চুরি করিনা
কারো কাছে চাইনা।

হাট বাজারে চড়া মূল্যে
ক্রেতায় হাকডাক করে
দামি খাঁচায় বহন করে
তোলে নিজের ঘরে।

আদর করে খাওয়ায় তারা
হাতে নিয়ে খাবার
বাকবাকুম নাচানাচিতে
দেয় না তারা দাবাড়।

তুই তো কাকে কা কা করলে
সবাই যায়রে ক্ষেপে
লাঠি নিয়ে মারার জন্য
সবাই পরে ঝেঁপে।

সবার কাছে পবিত্র আমি
বাঁচলে কিংবা মরলে
মানুষ খেয়ে তৃপ্ত হয়রে
চুলায় রান্না করলে।

তোর মাংস তো কেউ খায় না
মরার পরে পেলে
উঁহু উঁহু নাক সিটকায়
নর্দমায় দেয় ফেলে।

কথা শুনে বলছে কাকে
দিয়ে একটা হাসি
বন্দীজীবন সুখের নয়রে
বিপদ রাশিরাশি।

যতই তুমি বড়াই করো
সুখনা রাখো চরণ
যাদের হাতে লালন তোমার
তাদের হাতেই মরণ।

(গাইবান্ধা ৩০-১২-২০২৩ সময় ১টা ৩০মিঃ)
ছবি ঃ ইন্টারনেট

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

করুণাধারা বলেছেন: যাদের হাতে লালন তোমার
তাদের হাতেই মরণ।


শেষ কথাটা চমৎকার! পুরো কবিতাই লাইকড।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৩

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৫

বাকপ্রবাস বলেছেন: পড়তে পড়ে শেষ প্যারাটার অপেক্ষায় ছিলাম। শেষটা দারুণ ছিল। বাবুই চড়াই এর খালাতো থাই যেন কাক কবুতর

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

প্রামানিক বলেছেন: মন্তব্য করার অসংখ্য ধন্যবাদ

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: সহজ সরল সুন্দর ছড়া।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছড়া ভালো হয়েছে।

৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

মোগল সম্রাট বলেছেন:




সুখপাঠ্য। ভালো লেগেছে।

৩১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.