নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
গিয়াছিলাম বেঙ্গালোরে
ফিরছি ট্রেনে চড়ে
বসে আছি এসি কামরায়
বিয়াল্লিশ ঘন্টা ধরে।
সামনে বসা রাঁচির দাদা
পাশে হাওড়ার দিদি
চলছে গাড়ি অনেক জোড়ে
দেখছি গতিবিধি।
দাদায় খাচ্ছে ছাতুর নাড়ু
দিদি খাচ্ছে মুড়ি
আমরা খাচ্ছি ভেজের থালি
নাকেতে সুড়সুড়ি।
ভেতো বাঙালির খাওয়া দেখে
দিদি যেন ভাগবে
বল্লাম হেসে, মুড়ি খেয়ে
কয়দিন বসে থাকবে?
বলছে দিদি মুখ লুকিয়ে,
কি আর বলবো ভাই
হিন্দু ঘরে জন্ম নিয়েছি
খেতে পারি না তাই।
কে যে কোথায় রান্না করে
কোন বা তাহার জাত
সেই ভয়েতে ক্ষুধায় মরি
খাচ্ছি নাকো ভাত।
দাদাও দু'দিন কাটিয়ে দিল
ছাতুর মোয়া খেয়ে
দুই জনেরই কান্ড দেখে
থাকলাম শুধু চেয়ে।
ছবিঃ নিজের মোবাইল থেকে
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
প্রামানিক বলেছেন: এটা আমার বাস্তব জীবনের ঘটনা। দুই দিন দুই রাতে আমি যেখানে সাত আটবার খাবার খেয়েও ক্ষুধা মিটাতে পারি নাই সেইখানে এই মহিলা শুধু মুড়ি খেয়েই দিন পার করেছে। ধন্যবাদ আপা
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
নয়ন বড়ুয়া বলেছেন: অসাধারণ দাদা...
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
প্রামানিক বলেছেন: এটা আমার বাস্তব জীবনের ঘটনা। অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
এক চালা টিনের ঘর বলেছেন: A journey by train always entertaining. Especially when you got a sweet company beside you.Once i was travelling to Hyderabad from Calcutta. I met a girl in the front row of me.The whole journey was amazing & one of the most memorable journeys in my life.
Nice one thank you.
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
প্রামানিক বলেছেন: জীবনে অনেক ঘটনা স্মরনীয় হয়ে থাকে আপনার জীবনেও তাই ঘটেছে। আমার এই ঘটনাটিও বাস্তব জীবনের ঘটনা।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
বিজন রয় বলেছেন: এবার ট্রেনে চড়েই গাইবান্দা যাবো।
আপনার ছড়াটি পড়ে এই সিদ্ধান্ত নিলাম।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
প্রামানিক বলেছেন: হা হা হা গাইবান্ধা এসে ফোন দিলেই হবে। ধন্যবাদ
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভোট কায়েম করুন।
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
প্রামানিক বলেছেন: ভোট কায়েম হয়েই আছে
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০১
ঢাবিয়ান বলেছেন: কবিতার মাধ্যমে জাত পাতের বিভাজন সুন্দরভাবে তুলে ধরেছেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৩
প্রামানিক বলেছেন: ট্রেনের ভিতর এমন ঘটনা দেখবো কল্পনাও করি নাই।
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভ্রমণ থেকে নেয়া ছড়া!!
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৪
প্রামানিক বলেছেন: জী ভাই, ভ্রমণের বাস্তব ঘটনা এটা।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছড়া।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৫
প্রামানিক বলেছেন: অনেক ধন্যবাদ
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯
বিজন রয় বলেছেন: আফসোস।
বড়ই আচানক।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৬
প্রামানিক বলেছেন: আসলেই আচানক, এ ধরনের ঘটনা কল্পনাই করি নাই।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭
বিজন রয় বলেছেন: আপনি ব্লগে ভালই নিয়মিত হয়েছেন।
ভালো লাগছে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭
প্রামানিক বলেছেন: শরীর স্বাস্থ্য ভালো থাকলে চেষ্টা করবো নিয়মিত হওয়ার। ধন্যবাদ
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০১
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর++
রম্যের আকারে সমাজের ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭
প্রামানিক বলেছেন: ছোট থেকে হিন্দুদের এসব কালচার দেখে অভ্যস্ত কিন্তু দুই দিনের জার্নিতেও এমন ঘটনা দেখবো এটা কল্পনায় ছিল না।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: যাত্রাটা শুধু ট্রেন যাত্রা নয় একবিংশ শতকের উপমহাদেশের এক চালচিত্র তুলে ধরেছেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১
প্রামানিক বলেছেন: এই আধুনিক যুগেও জাতপাত ভয়ে মানুষ না খেয়ে দিন কাটিয়ে দেয় এটা আমার কল্পনায় ছিল না।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৯
শেরজা তপন বলেছেন: ছোট্ট এক কবিতায় চলতি পথের এক গল্প তুলে ধরেছেন। এ ধরনের কবিতা পড়তে ভাল লাগে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১
প্রামানিক বলেছেন: আপনার ভালো লাগায় অনেক অনেক ধন্যবাদ
১৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৭
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,
এতো দেখি -
রেলগাড়ী ঝমাঝম
খাচ্ছে শুধু আলুর দম!
জাতীয় কাহিনী হয়েছে..........
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫২
প্রামানিক বলেছেন: রেলগাড়ী ঝমাঝম
পা পিছলে আলুর দম
এটা তার ব্যাতিক্রম।
১৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭
স্প্যানকড বলেছেন: ভালো ছড়া। ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০৯
রোকসানা লেইস বলেছেন: প্রকৃত বাস্তবতা
ছড়ায় আঁকা
সোজা নয়।
অনায়াসে ছন্দ খেলা
মুন্সিয়ানা দেখাল
মোদের প্রামানিক।
ভালোলাগা রেখে গেলাম
সাথে হ্যাপী নিউ ইয়ার
হাতে তুলে নিও
স্যাম্পেন না হয় বিয়ার।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫
প্রামানিক বলেছেন: বিয়ার টিয়ার খাই না
চেয়ার ছাড়া বসি না
চোখে দেখি যা
খাতায় লেখি তা।
ধন্যবাদ আপনাকে। নতুন বছরের শুভেচ্ছা রইল।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া। দশে দশ দিলাম।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭
প্রামানিক বলেছেন: এরকম ভক্ত পাঠক থাকলে লেখালেখিতে অলসতা থাকে না। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন
১৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: চেন্নাই যাবো। ট্রেনে।
ফিরে এসে আমিও এরকম ছড়া লিখব।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮
প্রামানিক বলেছেন: অবশ্যই লেখা দরকার। যা লিখবেন তাই ইতিহাস হয়ে থাকবে। ধন্যবাদ পুনরায় মন্তব্য করার জন্য।
১৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক,
ব্যাতিক্রমও তো একটা ক্রম! হিসেবের খাতা থেকে বাদ দেয়ার সুযোগ নেই!
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫
প্রামানিক বলেছেন: হ গুরু, কোন ক্রমই কম না। আবার মন্তব্য করার জন্য খুশি হলাম গুরু।
২০| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৯
নাইমুল ইসলাম বলেছেন: উভয়ের দেখি একই সংকট। চমৎকার উপস্থাপনা বাস্তব ঘটনার।
০৯ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০
প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
জুন বলেছেন: মজার ছড়া, আমাদের ও এমন সাথী জুটেছিল করমন্ডল এক্সপ্রেসে। এক ভদ্রলোক প্রায় দেড়দিন বাসা থেকে নেয়া খাবার খেয়েছিল। অনেকে স্বাস্থ্যগত কারনেও বাইরের খাবার খেতে চায় না।
অনেক অনেক ভালোলাগা রইলো।