নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

বিড়ম্বনার টিকিট

১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩


শহীদুল ইসলাম প্রামানিক

হাওড়া এক্সপ্রেস কাটপাডিতে
উঠল নতুন যাত্রী
একটু পরেই দৌড়ে এলো
কলেজ পড়ুয়া ছাত্রী।

আগের যাত্রী সিটে বসা
পরের জন্ কয় ওঠেন
আমার সিটটা ছেড়ে দিয়ে
অন্য জায়গায় ছোটেন।

কথা শুনে আগের যাত্রী
গেল ভীষণ ক্ষেপে,
আমার সিটে আমি বসেছি
কথা বলেন মেপে।

মহিলা যাত্রীও কম তেড়া নয়
মানতে চায়না কিছু
পুরুষ যাত্রী যতই ধমকায়
মহিলা ছাড়েনা পিছু।

দু'জনাতেই টিকিট দেখায়
টিকিট দু'টোই খাঁটি
অঘটনটা রেলকর্মীদের
ভ্রমণ করেছে মাটি।

একই সিটের দু'জন যাত্রী
কেউ মানেনা হার
পারলে যেন ধরেই বসবে
একে অন্যের ঘাড়।

বেধে গেল ভীষণ ঝগড়া
ভুলে গিয়েছে শরম
পরস্পরকে দিচ্ছে গালি
চিল্লাচিল্লি চরম।

বিরুক্তিতে ট্রেন যাত্রীরা
আনল টিটি ডেকে
দু'জনারই সিটের দাবি
বসলো তারা বেকে।

রেল কর্মীদের ভুলের মাশুল
দিচ্ছে এখন টিটি
দাঁড়িয়ে থেকে মহিলা যাত্রী
করছে খিটিমিটি।

অগ্নিমূর্তি ভাবটা দেখে
বলল টিটি শেষে,
দু'জনাকেই সিটটি দিলাম
বসেন পাশে ঘেষে।

মহিলা হলো বর্ধমানের
পুরুষ বহরমপুর
একই সিটে দু'জন যাত্রী
যাবে অনেক দূর।

এক দুই নয় হাজার মাইল
একই ট্রেনে যাবে
বসার জায়গা ঠিক না হলে
শান্তি কি আর পাবে?

একজন বসে ধাক্কা মারে
অন্য জন যায় পরে
ধাক্কাধাক্কি ঝগড়াঝাটি
চলছে দু'দিন ধরে।

কখনও বা ঘুমের ঘোরে
মাথায় টক্কর খায়
ব্যাথা পেয়ে পাশের জনে
গরম চোখে চায়।

এইভাবেতে কাটল দু'দিন
মুখে বেজাড় ভাব
হাওড়া নেমে নাইকো হাসি
যাচ্ছে যে চুপচাপ।

রেলের কর্মীর ভুলের জন্য
যাত্রী কষ্ট পেল
একই সিটের ডবল টাকা
রেল পকেটে গেল।

বাস্তবেতেই ভারত গিয়ে
দেখলাম এমন কিছু
লিখতে চাইনা তারপরেতেও
স্মৃতি ছাড়েনা পিছু।

ছবিঃ মোবাইল
সময় কালঃ ফিরোজা মার্কেট, ১২টা ৩০ মিঃ ১০-০১-২০২৪ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪২

আহলান বলেছেন: অসাধারণ !

১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৩

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: বিড়ম্বনার টিকিট, এই টিকটি আমার চাই না।

হা হা হা ...........

১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৬

প্রামানিক বলেছেন: ভারত গেলে ভাগ্যক্রমে পেতেও পারেন।

৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মজার ছড়া প্রামানিক দা
ভাল থাকবেনে-----------------

১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৭

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার হয়েছে প্রামানিক দা...

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৭

নিচু তলাৱ উকিল বলেছেন: ভাল লেগেছে

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

প্রামানিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৭| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:


ছড়াতে ঘটনাটা ভালোই রূপ পেয়েছে।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ গাজী ভাই।

৮| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: চমৎকার প্রামানিক ।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: ধন্যবাদ আজিজ ভাই

৯| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কথা ও কাহিনীতে রম্য ছড়া বেশ উপভোগ্য হয়েছে। অনেকদিন আগে পড়েছিলাম রাজধানী এক্সপ্রেস' শিরোনামে একটি উপন্যাস পড়েছিলাম। সম্ভবত নিমাই ভট্টাচার্যের লেখা। আপনিও এরকম রম্য করে শুরুটা ঝগড়া দিয়ে এক সিটের দখলদার নিয়ে শুরু করে টিটিইর মধ্যস্থতায় এক সিটে বসতে বাধ্য হয়ে পাশাপাশি বসে দুই জনের মধ্যে এমন একাত্মতা তৈরি হয় যে বহরমপুরে বিদায় দেওয়ার সময় একজনের চোখে রীতিমতো জল চলে আসে।অন্যজনও বিমর্ষ বদনে ছলছল চোখে দাঁড়িয়ে ছিল।এই ক্লাইমেক্স তৈরি করা যায় কিনা ভেবে দেখতে পারেন।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৫

প্রামানিক বলেছেন: ঘটনাটা ঝগড়া দিয়েই শুরু হয়েছিল, টিটি এসে দু'জনকে এক সিটেই বসার জায়গা করে দেয়। মহিলার চেয়ে পুরুষটিই বেশি কষ্ট করেছে। মহিলাটি রাতে ঘুমালেও পুরুষ লোকটি একদন্ডও ঘুমাতে পারে নাই। ঘটনাটি আমার চোখের সামনে হওয়ায় স্মৃতিটি ভুলতে পারি নাই। ধন্যবাদ মন্তব্য করার জন্য

১০| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২

এক চালা টিনের ঘর বলেছেন: It's happening every single day.

১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

প্রামানিক বলেছেন: কথা ঠিক

১১| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

মনিরা সুলতানা বলেছেন: একদম প্রাম্নিক ভাইয়ের লেখার টেস্ট !!!
ছন্দবদ্ধতায় ভালোলাগা ।

১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন, শুভেচ্ছা রইল।

১২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ট্রেন থেকে নামার আগে কি দুজনের সম্পর্ক কি মধুর হয়েছিল না ঝগড়ায় শেষমেশ চলেছে?

ছন্দময় ছড়া বেশ লেগেছে।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: অনেকটা সহজ হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.