![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন আইন কি আছে ভাড়াটিয়াদের কে বাচাঁতে পারে বাড়ী্ওয়ালাদের মরণ কামড় থেকে। আমি নিশ্চিত বাড়ী ভাড়া নেবার ক্ষেত্রে ৯০ ভাগের চেয়ে বেশী বাড়ী্ওয়ালা কোন চুক্তিপত্র করেন না বা করতে চান না। এমনকি মাসিক ভাড়া তোলার ক্ষেত্রে দেন না কোন পাকা রসিদ। আর আমরা শুধূ সাময়িক একটা বাড়ী ভাড়া নিয়ে এই ভেবে স্বান্তনা পাই যে, যাক বাবা জলে থেকে কুমীরের সাথে কে যাবে মারামারি করতে। আর এই সুযোগে বাড়ী্ওয়ালারা যেমন খুশি তেমন করে ৬ মাসে বা বছর বছর ভাড়া বাড়িয়েই যান। আর যদি তাই হয়- তবে কি কখনো কোন ভাবে এরকম অন্যায়, অযৌক্তিক ভাড়া বৃদ্ধির কোন প্রতিকার নেই! মুল্যস্ফিতির জন্য যদি বাড়ী্ওয়ালা প্রভাবিত হন তখন একই দেশেরে নাগরিক হিসেবে ভাড়াটিয়ারাও কিন্তু সমানভাবে প্রভাবিত। এমনই এক পরিস্থিতিতে আমি গিয়েছিলাম আইনী পদক্ষেপ নিতে। কিন্তু পারিনি উপযুক্ত কাগজী প্রমান পত্র দিয়ে বিষয়টাকে মাননীয় আদালতের সামনে আনতে। তবেকি আমরা সারা মাস কাজ করবো শুধু বাড়ী ভাড়া যোগাড় করার জন্য। আশপাশের যাদের সাথেই কথা বলেছি সবাই প্রায় একই রকম অন্যায়ের স্বীকার, কিন্তু কোন ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে এগোতে চান না। না জানি মিছে নিজেই হয়রানি হন কিংবা বাড়তি আরো কিছু টাকা এ সুযোগে শুধূ উকিল সাহেব সহ সংশ্ষ্টি লোকেদের পকেটে দিয়ে নিজে আবার বাক্স পেটরা গোছাতে হবে নতুন ঠিকানার খোঁজে।
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
জীবন্মৃত০১ বলেছেন: বাংলাদেশ ভাড়াটিয়া সংগামী পরিষদ কর্তাছি বাড়ীওয়ালাগো মজানোর লাইগ্যা। বাড়ীওয়ালাগো যন্ত্রণায় বেতনের ট্যাকা দিয়া কিছু কর্তাম্পার্তাছিনা। হালাগো ধইরা ধইরা বিশ্বজিতের মত কোপানো দর্কার।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
খায়ালামু বলেছেন: আমাদের বর্তমান বাড়িওয়ালাটা অন্যদের চেয়ে ভালো
তাই একটু স্বস্তিতে আছি
++
৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: ভাইয়া, আপনার পোস্টের জন্য ধন্নবাদ।
কিছু দিন আগে আমিও এই ধরণের একটা পোস্ট দিয়েছিলাম। কিন্তু আফছুস কেউ তেমন ভাবে response করেনি। বরং একজন উল্টো React করলো !!
এই লিঙ্ক এ যান আমার লেখাটি পড়তে- Click This Link
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
শীলা শিপা বলেছেন: আইন থাকলেও মানে কয়জন?এভাবেই চলছে আর এভাবেই চলবে।