নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রানান্ত চৌধুরী অাকাশ

writer,reciter

প্রানান্ত চৌধুরী অাকাশ › বিস্তারিত পোস্টঃ

হাতের ছড়ি পিঠের পরে

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

কচি কচি মুখের বর্ণমালাগুলোকে শব্দে

আর শুব্দগুলোকে বাক্য গড়তে গড়তে

সমাজ গড়ার কারিগর

মানুষের মতো মানুষ।



চক স্লেট থেকে ব্লাক বোর্ড,

পেন্সিল থেকে কলম;

ধরতে শেখাতে শেখাতে

ঘরে ফিরে দেখি-

উনুনের হাড়ি জ্বলে,

টগবগে চাল ফুটে যায়।

চাল চুলা মোর দেনাখতে লেখা।

তোমাদের গাড়ি চলছে ভীষণ!



আজ বহুদিন পর-

হাজিরা খাতার ডাক ছেড়ে

হাজির হয়েছি তোমাদের রাজপথে

নীলডনে বসি করেছি দাবী -

নিজের ঘরের ডাল চালের

অধিকার চাইবো বলে।



তোমরা যেন মানুষ হও-

তারই জন্য বুকে পাষান রাখি

ছড়ি হাতে কত-

ভুল শুধরে দিতে চেয়েছি আপন ভেবে।



আজ সেই ছড়ি, শতগুন জোরে

আমার বুক পিঠে দাগ কেটে যায়।

ভালো থাকার অধিকার কি তবে

আমাদের থাকতে নেই?



বকুনি রাগে আমার,

কতদিন তোরা কেঁদেছিলি

ক্ষনিকের মন্দ লাগায়;

আজ তোদের শহরে আসি-

কাঁদো গ্যাসে চোখ ছানাবড়া,

জ্বলে যায় ভীষন

লাল মরিচের বেত্রাঘাতে!



কতশত দিন উপোস মুখে বলেছি -

“অন্যায় যে করে আর অন্যায় যে সহে

তব ঘৃনা করে যেন, তৃণ সমদহে”

তবে আজ কোন অন্যায়ে

তোমাদের রাজাধিরাজ

অনশন মুখে স্লোগান করেছি বলে-

অন্যায় বলে, তাড়িয়ে যায়

বেওয়ারিশ চৌপদীদের মতো।





১৮.০১.২০১৩ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.