নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেহমান খলিদ

প্রেম নয়,ভাত চাই

রেহমান খলিদ › বিস্তারিত পোস্টঃ

ম্যানিফেস্টো

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫


একবিংশ শতাব্দীতে গণতন্ত্র পৌছে গেছে স্বর্গতেও।স্বৈরাচারী ব্রহ্মার পতন ঘটেছে।এখন দেবকুলে নির্বাচনের লু-হাওয়া।এমন সময় নির্বাচনী প্রচারণায় প্রেমদেব মদন-
দেবসকল,
আমি মদন নির্বাচিত হলে
ব্রহ্মার জুলুমের সংসার ওলটপালট করে দেব।
আমি আপনাদের কথা দিচ্ছি
আর কোন প্রেমের খাম ব্যর্থ ফিরে আসবে না,
আর কোন মেঘ বার্তা বহন অস্বীকারে ধর্মঘট করবে না,
জোনাকিরা রাতের গোপন প্রেমিককে সযত্নে পথ চিনাবে,
আর যে প্রেমিক সাতরায়ে পেরোয় নদী প্রেমিকার তরে
তার জন্য কোমল হ্যালোজেন বাতিসহ ব্রিজ নির্মিত হবে।

আমি মদন নির্বাচিত হলে-
প্রতিটি রমনীর অব্যর্থ ভ্রু-ভঙ্গিতে একজন প্রেমিকের খুন হবে,
প্রেমিকেরা পাপমোচনে প্রেয়সীর স্নান জলে গা ভাসাবে,
প্রতিটি ভালোবাসার শিশু যিশু হয়ে গড়ে উঠবে,
ভালোবাসা দিবসে কামানের ৩৩ তোপে ঝড়বে ৩৩ গোলাপ।

দেব সকল,
আমি মদন নির্বাচিত হলে
ব্রহ্মার জুলুমের সংসার ওলট পালট করে দেব।

অতপর গঙ্গার ত্রিবেণীতে একদিন নির্বাচন অনুষ্ঠিত হলে,পবনপুত্র হনুমানের নেতৃত্বে রক্ষীবাহিনীর কড়া পাহাড়ায়,হিমালয়ের সুদীর্ঘ পথ হেঁটে এসে দেবদেবীরা ভোট দিয়ে গেলে নির্বাচনে ব্রহ্মার জয় হয়।কেননা বিরহ ছাড়া ভালোবাসা তেমন প্রগাঢ় হয় না, যা মদনের বোধগম্য ছিল না

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.