![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দু'চোখ যেন ঝলসে গেছে চন্দ্রালোকের বিষে! তারপর আহা... বাদুড়ের সহবাস-- ইঁদুরের চোখ বুনোঘাস শুধু বুনোঘাস...
তখনও হিমাঙ্কে পৌঁছেনি লালাভ শৃঙ্গার। উপাসনার ডাক পড়ে গেছে মঠে ও মসজিদে। ওইদিকে নাকি লাল রঙ নিষিদ্ধ করেছে ইন্ডিগো কমিশন। গাছে গাছে এমনই হতাশার কলম লাগিয়ে, মূলে তার জল ঢালি রোজ। হতাশাকে তেলে ভাজতে শিখিনি কখনও— দু'এক ছটাক পাত্তা পাবার আশায়। তোমাকে জানতে হবে— তাই অর্ধতৎসম আঙ্গিকে তোমাকে ব্যবচ্ছেদ করে দেখি নীল বিদ্রোহের কয়েকটি দুর্লভ ফুটেজ। ওপরে তাকিয়ে দেখো, কৃষ্ণপক্ষ— হয়তো পঞ্জিকা মিথ্যে বলেনি। সান্ধ্য ধানক্ষেতে উঠছে বেজে বেজে বিনষ্ট গজল-গান। অন্ধ মেঘের নিচে গিটারে শিখবে তুমি মল্লার রাগ। এরপর তুমিও জানবে— আকাশের রঙ কেন রাগিনীর উত্তাপে গলে পড়ে শুধু...
©somewhere in net ltd.