নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনরকম দায়বদ্ধতা নেই

আমি উঠে এসেছি সৎকারবিহীন

Go find you fix somewhere else, weirdoes.

আমি উঠে এসেছি সৎকারবিহীন › বিস্তারিত পোস্টঃ

একটা অসময়োচিত মৃত্যু

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৯



লোকালয়ের কোন অসম্ভব প্রান্তে,

প্রায় পরিত্যক্ত এক চায়ের দোকানে

বসে আছি

উদ্বাস্তু আমরা ক'জন...



নৈঃশব্দ্য ছেঁড়া পুরনো রেডিও

ধরিয়ে দিচ্ছে টিকেট স্মৃতিকাতরতার

তবুও,

বসে থাকি

চুপচাপ,

প্রায় নিথর।

শহরের এই প্রান্ত এখন ভীষণ নির্জন।





তামাক পোড়ানো ধোঁয়ায়,

ঘন্টাগুলো আমাদের চোখে নির্দয় পেরেক ঠোকে।

আরো কিছু কাপ তিক্ত লিকারে

গভীর বিতৃষ্ণায়,

ভেঙ্গেচুরে পড়ছে সব নির্বাক অমসৃণ শোক,

করুণ।

বেজে চলেছে কর্কশ বেতার,

আর চায়ের কাপে চামচের আওয়াজ।



সে নেই,

সে আর ফিরবে না...



দালানকোঠাময় দাঁতালো দিগন্তে

এই সত্যটা বরাবর

দীর্ঘশ্বাস ছুঁড়ে দেই।



একটা অসময়োচিত মৃত্যু

এত সহজে বদলে দিল সবকিছু!













(একটা অসময়োচিত মৃত্যু)

-riz

7th Feb, 2013

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৩

আদনান০৫০৫ বলেছেন: আমি খুবই আনন্দিত প্রিয় লেখক রিজের প্রত্যাবর্তনে...

ঘন্টাগুলো আমাদের চোখে এখনও নির্দয় পেরেক ঠোকে।

ভালো লাগলো খুব- আগমন ও কবিতা।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: কি খবর ম্যান? সামুতে থাকেন নাকি?

২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: ওয়েলকাম ব্যাক রিজ! ভালো লাগলো কবিতা।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস

৩| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

নস্টালজিক বলেছেন: নাগরিক আমার মৃত্যু এলিজি!






গুড টু সি ইউ রিজ!

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: গুড টু বি ব্যাক, বস।

৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

সায়েম মুন বলেছেন:
ওয়েলকামব্যাক রিজ।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: ওয়েলকাম ব্যাক?
আমি তো রেগুলার।

৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৫

সানড্যান্স বলেছেন: ভাল কবিতা তো!!!

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস

৬| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

ফ্রাস্ট্রেটেড বলেছেন: শুভ প্রত্যাবর্তন, ভাল লাগলো কবিতা; অনেক :)

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস, ফ্রাস্ট্রেটেড

৭| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

লেখোয়াড় বলেছেন:
আপনার কবিতা নিয়ে কিছু বলতে চাই না।
আপনি ফিরে এসেছেন এবং নিয়মিত থাকবেন কিনা বলেন।
থাকবেন তো??

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: এখন অনেক ব্যস্ত থাকি, লেখালেখির জন্য সময় বা উপযুক্ত পরিবেশ বেশ দুর্লভ। তারচেয়েও বেশি জরুরী হল ব্লগে অন্যদের লেখা পড়া, সেটাও হচ্ছে না।

৮| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

সোমহেপি বলেছেন: অনেক ভালোলাগা।

শুভকামনা

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস ম্যান। আপনার মন্তব্যে সবসময় অনুপ্রেরণা পাওয়া যায়।

৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১

অন্ধ আগন্তুক বলেছেন: হেই রিজ ! এভাবে আয়না দিয়ে সময় দেখানোর কী ই বা দরকার ছিল।

স্মৃতিকাতরতার টিকেট কিংবা তিক্ত লিকারে এইসব অবাক চা'য়ের দোকানে বসে থাকাকেও অবাস্তব মনে হয় ।

বেঁচে থাকো , একশো এক বছর।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: একশো এক বছর! বহুত লম্বা সময়, হাফ সেঞ্চুরি পার করতে পারলেই এনাফ।


"দাঁতালো দিগন্ত"-র আইডিয়াটা মারছি এই লাইন থেকে,
"...'cause at night, the sun in retreat made the skyline look like crooked teeth, in the mouth of a man who was devouring us..."
কেমন দাঁড়ায়?

১০| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০০

অনাহূত বলেছেন: কবিতা পানে তৃপ্ত হলাম।

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস, অনাহূত।

১১| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: এহহে, আপনি তো পুরান ব্লগার! আমি আরও নতুন ব্লগার ভেবে আপনার লেটেস্ট লেখায় কতগুলান দার্শনিক মন্তব্য কইরা ফেললাম!

ইয়ে মানে, চালিয়ে যান :D

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: ব্যাপার না।
কম্যুনিটি ব্লগে সাহিত্যনির্ভর লেখা পাঠ এবং তাতে উৎসাহ দেয়াটা বিরল।

চালিয়ে যান।

১২| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

বোকামন বলেছেন: কবিতায় ভালোলাগা .....

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস।

১৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮

সায়েদা সোহেলী বলেছেন: খুব বেশি ভালো লেগেছে লেখাটা


শুভকামনা

১৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুন কবিতা ++++++ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.