![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সম্ভবতঃ
সন্ধ্যা হচ্ছে
সবচেয়ে বিষণ্ন সময়।
সূর্যাস্তের আভাসে সহস্র কালো ছায়ারা
ডানা ঝাপ্টে জেঁকে বসছে কার্নিশে, ল্যাম্পপোষ্টে,
বিবস্ত্র ছাউনিতে।
আর এইসব বৈকালিন অস্থিরতায়
ক্ষয়ে যাচ্ছে এই অবর্ণিত আখ্যান।
আমি সিদ্ধান্ত নিয়েছি,
ঠিক এইরকম কোন একদিন...
বুকের বাঁ-পাশে একটা অন্ধকার গর্ত নিয়ে
দিনের সবচে' বিষণ্ন প্রহরে মরে যাবো।
-riz
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস, আলোর পরী.
২| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
আরজু পনি বলেছেন:
বেশ কিছুদিন পর দেখলাম কি?
প্রকাশে ভালো লাগা রইল ।
+
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: বেশ ব্যস্ত থাকা হয় ইদানীং
৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ছোট্ট কিন্তু গভীর লিখা! চমত্কার!
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: thanks
৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিষণ্ণ প্রহরে সবচে আলোকিত মৃত্যু! হ্যাঁ, ক্ষণ গণনায় একদিন এসে যাবে ঠিক সময়টি!
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৭
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: ব্যাপারটা অনিবার্য বটে, এই নিয়ে খানিক লেখা হলো
৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৫
বৃতি বলেছেন: ভালো লাগা রইল কবিতায় ।
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: থ্যাঙ্কস, বৃতি
৬| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩০
সোমহেপি বলেছেন: কোন সে ব্যথায় কেঁদে তুমি চোখ ফুলালে দূর লালিমা
কার আগুনে পুড়ে পুড়ে লাল হয়েছ আকাশতমা,
আমার ভেতর উঠলো যে ঢেউ বাতাস যখন গুমরে কাঁদে
কার সে ব্যথায় কান্না চোখে আটকে আছি কঠিন ফাঁদে।
সন্ধ্যাটা আসলেই বিষণ্নতার।
+
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: লাইনগুলো তো নাইস
আর সন্ধ্যাটা আসলেই সবচে' বিষণ্ন সময়
৭| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫
অনাহূত বলেছেন: মুগ্ধপাঠ কবি।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: thanks, mate
৮| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫১
মাহবু১৫৪ বলেছেন: চরম
++++++
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: thanks
৯| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩
সায়েম মুন বলেছেন: না এভাবে মরে যাইও না। খুব কষ্ট পাবো।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১১
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
আপ্পি, তুমি এইভাবে বললে আমি কি আর মরতে পারি?
১০| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৭
হাসান মাহবুব বলেছেন: বিষাদ ভাল, মৃত্যুবিলাস ভালো না।
২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: হুদা কামে লিখি
১১| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগসে।
সামুর ট্রেড মার্ক কবি হিসেবে জানতাম আপনাকে। এখন আমি অনিয়মিত মনে হয় আপনিও...
শুভকামনা... কবিতার চাষবাস চলুক নিরন্তর
২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: সাধারণ ব্লগার হিসেবে গড় আয়ু শেষ বহু আগেই। মাঝেমধ্যে তবুও আসতে হয়, এছাড়াও অফলাইনে লেখগুলো পরি সময় পেলেই। তবে ওরকম ইন্টারঅ্যাকশন করা আর হবে না মনে হয়।
ট্রেডমার্ক? হা হা হা...
১২| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
নস্টালজিক বলেছেন: আ গ্লিম্পসে অফ ম্যালানকোলি!
রিজের লেখা দেখলেই ভালো লাগে!
শুভেচ্ছা , বাডি!
২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
Your highness.
Melancholy brews in boredom & turns into depression. Or I'm just getting soft.
১৩| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫
আদনান০৫০৫ বলেছেন: সন্ধ্যাবেলায় আমারো মরে যেতে ইচ্ছে করে খুব... বুকের বাঁ-পাশে একটা অন্ধকার গর্ত নিয়ে একদিন সন্ধ্যায় আমিও মরে যাবো।
সন্ধ্যার অপর পৃষ্ঠায় মৃত্যুদূতের বিজয়গাঁথাগুলিই লেখা থাকুকনা...
১৪| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮
আদনান০৫০৫ বলেছেন: সন্ধ্যাবেলায় আমারও খুব মরে যেতে ইচ্ছে করে। বুকের বাঁ-পাশে একটা অন্ধকার গর্ত নিয়ে একদিন আমিও মরে যাবো।
সন্ধ্যার অপর পৃষ্ঠায় মৃত্যুদূতের বিজয়গাঁথাগুলোই শুধু লেখা থাকুকনা...
১৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:১০
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয়তে নিলাম।
১৬| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: কম্প্যাক্ট লেখা, অসাধারণ লিখেছেন!
প্রিয়তে।
১৭| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৪
হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: কম্প্যাক্ট লেখা, অসাধারণ লিখেছেন!
প্রিয়তে।
১৮| ০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
আট বছর আগের এক দিন বলেছেন: bibostro chaaunite boikalik bisonnota chilo khubi sposto...
i liked it, praxis
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮
দূরদ্বীপবাসিনী_ বলেছেন: One of your bests!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৪
আলোর পরী বলেছেন: বাহ , ছোট কিন্তু অনেক সুন্দর লেখা ।