![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্দার ফাটলে,
খেয়াল বিপন্ন ভীষণ... হারিয়ে যাচ্ছে।
দু'জনে হারিয়ে যাচ্ছি।
রুক্ষ নখরে আঁকড়ে ধরা এই মুহূর্তে...
বেপরোয়া মত্ত, পাঁজর তোলপাড় করে দেয়া এই ঘাতক ঝড়ে,
মরচে পড়ছে বরাদ্দ সময়টায়, বালিঘড়িতে ধরছে চিড়।
চিড় ধরছে প্রতিজ্ঞায়,
অথচ বলেছিলাম যে একাকীদের জন্য একটা গান লিখে যাবো।
আর মিথ্যে হবে কালো, সকল প্রয়োজনে। ব্রেক কষবে কলমের নিব,
প্রসন্নতায়।
কারণ স্থিরতায় সৃষ্টি নেই।
তবুও সকল সংশয়
আমাদের আকাশকুসুম প্রকল্পে পরাজয় একেঁ দিলে...
থিতিয়ে আসে বিগ্রহ।
সূর্যালোক এবং উষ্ণতাকে দোষী সাব্যস্ত করে
ঘামে ভেজা চুল লেপ্টে যায় করোটিতে।
এখন,
আঙুলের দাগে হিসেব কষে,
অপরাহ্ন ঝিমিয়ে পড়ছে বালিশে।
সহস্র বৃষ্টির ফোঁটা সেঁটে আছে শার্সিতে,
দুঃস্বপ্ন চেয়ে আছে অপলক...
তোমার বেডরূমে, ধবধবে শাদা ঐ কবোষ্ণ দেয়ালে ঝোলানো ফ্রেমে;
আটকে থাকা সেই প্রজাপতির কংকালে
-riz
২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭
হাসান মাহবুব বলেছেন: ফাইন হৈছে কবিতাডা।
৪| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সুন্দর, রিজ ভাই!
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫০
লেডি বার্ড বলেছেন: আসলেই ফাইন হইছে কবিতাডা।
দেখলাম পোকার ঘরে গেছলিন। ভালা আছেন আশা করি।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৭| ২৪ শে মে, ২০১৬ দুপুর ২:১৬
বিজন রয় বলেছেন: অসাম।
+++
৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: ভাই, ফিইরা আহেন ।
আলাপ সালাপ করি ।
৯| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭
খায়রুল আহসান বলেছেন: স্থিরতায় সৃষ্টি নেই, সৃষ্টিতে স্থিরতা কাজে দেয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৫
শায়মা বলেছেন: খুব সুন্দর কবিতা!