নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রীতম ব্লগ

প্রীতম ব্লগ › বিস্তারিত পোস্টঃ

ফ্রিকোয়েন্সি নিয়ে বৈষম্য, বিনা মূল্যে পায় এয়ারটেল

০৩ রা জুন, ২০১৩ ভোর ৫:৩৯



কি বলবো?

কিছুই বলার ভাষা নাই।

আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম???






আইএনবি:

দেশের ষষ্ঠ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান এয়ারটেলকে (সাবেক ওয়ারিদ) বিনামূল্যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।

২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই সম্পূর্ণ বিনামূল্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানটি। অবশ্য ২০১০ সালে দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠানটির মালিকানা কিনে নেয় ভারতের মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল।

অন্যদিকে, ওয়ারিদকে এই সুযোগ দেওয়ার মাত্র দুই বছর পর ২০০৭ সালে বিটিআরসি একই ফ্রিকোয়েন্সি ব্যবহারের জন্য গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে প্রতি মেগা হার্টজের (গযু ) জন্য ৮০০ টাকা মূল্য ধার্য করে।

এদিকে, ওয়ারিদকে বিনামূল্যে কার্যক্রম চালানোর সুযোগ দেওয়ায় সরকার প্রায় ১২ বিলিয়ন টাকা হারায়। ২০০১ থেকে ২০০৯-১০ অর্থবছরে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যলয় থেকে পরিচালিত একটি নিরীক্ষায় এই বৈষম্যের বিষয়টি সামনে আসে।

প্রতিবেদন অনুযায়ী, বিটিআরসি ২০০৫ সালের ডিসেম্বর থেকে ১৫ বছরের জন্য ওয়ারিদকে লাইসেন্স দেয়। লাইসেন্স ফি হিসেবে ওয়ারিদ ৫০ মিলিয়ন টাকা দেয়। তবে নেটওয়ার্ক ব্যবহারের জন্য কোনো ফি দেয়নি প্রতিষ্ঠানটি।

এদিকে বিটিআরসির দাবি, ওয়ারিদ লাইসেন্সের জন্যই অনেক টাকা দিয়েছে। তাই নেটওয়ার্ক ব্যবহারের জন্য নতুন করে কোনো টাকা দেয়ার প্রয়োজন নেই।

তবে এ ব্যাপারে বিটিআরসির নাম প্রকাশে অনিচ্ছুক এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নেটওয়ার্ক ব্যবহারের জন্য টাকা দিতেই হবে। এমনকি ১৯৯৭ সালেও এ জন্য ফি দিতে হতো।

ওই কর্মকর্তা আরো জানান, “১৯৯৭ সালে আমাদের টেলিযোগাযোগ মাধ্যম ততটা উন্নত ছিল না। কিন্তু ২০০৫ সালে তো এটা অনেক পরিণত একটি ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

এদিকে, যদি বিটিআরসি এই সমস্যার সমাধান করতে না পারে তবে বিষয়টি সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে তোলা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।”



হায়রে দালালী! আহারে দালালী!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৮:০৯

বাংলার হাসান বলেছেন: হায়রে দালালী! আহারে দালালী!!!

২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আলেন্দুপ কারজাই পসিনারা এমনই হয়!!!!!!!!!!!!!!!!!!!


ভাদা শেয়ালেরা অন্য সব কিছূতে হুক্কা হুয়া তুললেও ভারতের সুবিধা পাওয়া যে কোন ইস্যুতে স্পিকটি নট থাকে!!!!!

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৪

প্রীতম ব্লগ বলেছেন: একেবারে ঠিক কথা।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: হুম ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.