নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রীতম ব্লগ

প্রীতম ব্লগ › বিস্তারিত পোস্টঃ

এদের বাংলাদেশের আজন্ম শত্রু হিসেবে চিহ্নিত করা খুবই প্রয়োজন। কারুর সেই সৎ সাহসটুকু আছে কি?

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ২:৫১

নিক্সন-কিসিঞ্জার একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন লংঘন করে পাকিস্তানিদের গণহত্যায় সমর্থন দিয়েছিলো। তথ্য: ‘ব্লাড টেলিগ্রাম’





‘ব্লাড টেলিগ্রাম’ বই এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. একে মোমেন বলেছেন, নিক্সন-কিসিঞ্জার একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন লংঘন করে পাকিস্তানিদের গণহত্যায় সমর্থন দিয়েছিলো।

‘নিউইয়র্কে বাংলাদেশ ’ল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক কারনে স্টিফেন র‌্যাপ কিছু ‘নয়েজ’ (উচ্চবাচ্য) করেছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কোন অভিযোগই আনতে পারেনি বাংলাদেশের আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের বিরুদ্ধে।

ড. আব্দুল মোমেন তার বক্তব্যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতা ও বিভিন্ন কার্যকর উদ্যোগের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশে ভাল আইন রয়েছে। কিন্তু এর যথার্থ প্রয়োগের অভাব রয়েছে। বিশেষ করে ৭১’ এর মানবতাবিরোধী আপরাধের বিচারের স্বচ্ছতায় বাংলাদেশ বিশ্বে নজিরর সৃষ্টি করেছে। বাংলাদেশে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছে। এমনকি সিভিল কোর্টে শরনাপন্ন হবার অধিকারও তাদের রয়েছে। অথচ নুরেমবার্গসহ বিভিন্ন দেশে এমন নজির নেই। এছাড়াও এশিয়ার মধ্যে আইসসি সনদে স্বাক্ষরে ফিলিপাইনের পরেই বাংলাদেশ দ্বিতীয়।



তো ঘটনা অন্য জায়গায়। শুনেছি ইতিহাস কাউকে ক্ষমা করে না। সে ক্ষেত্রে এই নরপশুদেরকে একদিন সবাই নরপশু হিসেবেই জানবে আশা করি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:২৭

পাঠক১৯৭১ বলেছেন: মুহিতের ভাই হিসেবে বুলশিটার চাকুরী পেয়ে সরকারের পয়সা খেয়ে চলছে ফাকড-আপ মোমেন।

কাজ নেই কর্ম নেই নিক্সন ও কিসিন্জারের নাম নিচ্ছে?
মানুষ মেরেছে ফাকিং রাজাকারদের সাহায্য নিয়ে; ফাকড-আপ রাজাকার আপনার বাবা ও খালু, আমেরিকানরা নয়।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:৩৮

প্রীতম ব্লগ বলেছেন: যে যার নুন খায় সে তার গুণ গায়।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:১৩

পাঠক১৯৭১ বলেছেন:


" লেখক বলেছেন: যে যার নুন খায় সে তার গুণ গায়। "


তা'হলে বুলশিট নুন কম খান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.