![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তেমন কিছুই জানা নেই। তাই 'তথ্য' বলতে কিছু নেই এখানে। বানানে সমস্যা তাই সহজ বাংলা লিখি। পড়তে দিয়ে পয়সা চাইনা তাই জবাবদিহিতার দায় নেই। যেদিন লিখে আর আনন্দ হবেনা লেখা বন্ধ করে দিবো।
শ্যামলি মাইকে এ্যানাউন্স হচ্ছে “ একটি জরুরী ঘোষনা, শিশুপার্কের পশ্চিম পাশের ****** (কি যেন বলল) চেয়্যারম্যান পদত্যাগ করেছেন! সকাল ৭ টায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহি......। সবাইকে জরুরী...
ভাবলাম বৃস্টির আগেই যাওয়া যাবে, তাই ছাতা টাতা নেইনি। রাস্তা সহজ হলে সমস্যা হতো না, দৌড়ে যাওয়া যেত। প্রথমে ধান ক্ষেত, তারপরে চোট চাড়, পানের বরজ, এরপর বাড়ি। বিকেলে ফোন...
মাইনি আমিতো কায়দা বুঝিনা, বিদেশ থাকি, আপনারা যা বলেন তাই শুনি। আপনারা বুঝনেওয়ালা, ভালো মন্দ বোঝেন, রিস্ক ব্যবস্থাপনা সম্পর্কে জাইনাই রিস্ক নেন, মানে আপনারাতো মাথাওয়ালা, মডু!...
মে-বি উন্নিশ বছর আগের কথা। ৭০০ টাকার কুরবানীর গরুর ভাগ নিয়া বহুত ঝাপাঝাপি করে ঘুমাইলাম রাইত আট্্টার দিকে। বেবাক লোক একসাথে দেশের বাড়িতে বেড়াতে যাওয়ায় বিছানায় জায়গা পাই নাই...
এম্নিতে হ্যায় তেমন লাজুক না, কিন্তু ঐদিন ক্যান ঐরকম করলো বুঝলাম না। বান্ধবী ক্লাশে থাইকাই ধরাধরি করছে, ‘‘তুই কিন্তু যাবিই!’’।
এই ভাই আমার কাউর কথাই ফালায় না। কইলো, ‘‘তোর আর...
রিকোয়েস্ট উঁনাদের প্রতি যাহাদের ঢেঁরশসম রমনীর আঙ্গুলীকেও মাদার গাছের ডাল মনে হয়, সকল স্বাদ মিটিয়ে নারীকুল আজ ‘তিতো’ হয়ে গেছে যাদের গদ্য কাব্যে, প্রচন্ড শীতের একাকিত্বের অসহায়ত্বে যারা দুবাইয়ের কম্বলের...
বলে নেই আমি মধ্যবৃত্তের। এ শুধু অর্থেরই না। মেধায়, রুচীতে, শিক্ষায়। আরো সহজ করে বলা যায়। দাদা বাড়িতে জৈষ্ঠ মাসে আমের ভাগ আনতে যাওয়ায় ৬ষ্ঠ শ্রেনীতে ১ম সিডিউলে ভর্তি পরীক্ষা...
©somewhere in net ltd.