![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
আমি শূন্যে ভাসি না কিন্তু
আমার স্বপ্নগুলো ভাসে।
রঙের বিভোরে আকাশ ছুঁতে চায়।
আমি স্বপ্ন লালন করি,
কিন্তু তারা আমার অবাধ্য হয়—
স্বাধীনতা চায় অগাধ।
আমি নিঃস্ব বুকে পড়ে থাকি
শুননো বালুকা বেলায়।
স্বপ্ন গুলো আমায় উপহাস করে।
বালুকনা আমায় ভালবাসে
সমুদ্র জল গায়ে মাখে,
আমি অনুভূতিহীন এক
মায়াজালে আটকা পড়ি।
স্বপ্ন আমায় ছাড়েনা ।
আমি মিনতি করি
বৃথা হয় সব সাধনা
তুষার ঢাকা ধুসর পথে
অপেক্ষা... শুধু অপেক্ষা
চোখ মেলে সীমানায়
খুঁজি ছায়াবীথি কে,
ছায়া পাই সত্য
শান্ত শেষ বিকালের...
কিন্তু ছায়াবীথি মায়াবতি কোথায়?
©somewhere in net ltd.