![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
রাত গভীরের নিবিড় মায়ায়
আমি পথ হাঁটি
যোজন যোজন দুরুত্তে ।
তারার সাথে আমার কথা হয়
জস্না আমার পথ দেখায় ।
নদীর জলে রাত বয়ে চলে
স্থির থাকে না সময় ।
আমি ছুটি অন্ধকারে ,
পাতার মর্মর শব্দ
একটু শীতল বাতাস ।
হটাত কে যেন ডাকে,
আমি পিছু ফিরি না ।
মায়াবি হাওয়া আমার সঙ্গি হয়
ঘুমন্ত শহর দেখি-
পিচ ঢালা পথে ।
নিয়ন আলোয় আমি
সময়ের ধাঁধাঁয় বাধা পড়ি ।
২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:১৯
প্রিয় সবুজ বলেছেন: ধন্যবাদ , আমারও ভালো লাগলো । আপনাদের পদচারনায় আমার পাতায় ।
৩| ০৬ ই মে, ২০১৪ সকাল ১০:২৯
মাটি আমার মা বলেছেন: সুন্দর কবিতা।
০৭ ই মে, ২০১৪ রাত ১২:১৯
প্রিয় সবুজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৪ রাত ১২:৪৪
শাহ্রিয়ার প্রান্ত বলেছেন: সুন্দর কবিতা কবি, পড়ে ভালো লাগলো