নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন জ্ঞান ভিক্ষুক

প্রিয়ম দাশ

আমি একজন জ্ঞান ভিক্ষুক। যেখানেই জ্ঞান বিতরণ করা হচ্ছে দেখি সাথে সাথেই ১৫ দিনের অভুক্ত বাঘের মতই ঝাপিয়ে পড়ি। তবে বাঘের মত বিশৃঙ্খলতার সাথে নয় বরং বিড়ালের মত সুশৃঙ্খলতার সাথে চেটেপুটে বড় তৃপ্তি নিয়ে জ্ঞান আহরণের চেষ্টা করি।

প্রিয়ম দাশ › বিস্তারিত পোস্টঃ

আমার পুজো প্রেম

১০ ই মে, ২০১৬ ভোর ৬:৪৮

পুজো মানে কারো কাছে শুধুই প্রতিমা পূজা
পুজো হলো ভিড়ের মাঝে রমনীদের খোঁজা
কারো কাছে পুজো মানে নতুন প্রেম শেখা
মা দুর্গার বরাতে দেখা বিপাশা আর রেখা
তখন আমি পড়তাম কলেজ
প্রেম নিয়ে ছিল ঠুনকো knowledge
ভালবাসা নয় আমার জন্য
ওটাতে chance একেবারে শূন্য
চেহারাতে আমার ছিল না glamour
প্রেমে পড়াটা তাই হচ্ছিল না আমার
আমার তাকে লাগলেও ভালো
তার নাকি আমায় লাগে কালো
তাই প্রেমের আশা ছেড়ে দিয়ে
দিলাম মনোযোগ অন্য দিকে
সপ্তমী আসতেই সব এলোমেলো
প্যান্ডেলে দেখলাম সোনামের Twin এলো
ভাবলাম এ আর এমন নতুন কি?
আমার দিকে ফিরেও তাকাবেনা সে শ্রীমানি
কিছুক্ষণ পর দেখলাম ওই মেয়ে
তাকিয়ে আছে আমার পানে চেয়ে
শাহরুখ খান হতে কেমন লাগে
বুঝতে পারলাম এক ঝলকে
ভেতরটা ডিপ-ডিপ, মুখেতে হাসি
বললাম, ''নামটা কি তোমার, হৃদয়-ত্রাসি?"
তারপর দুজন মিলে কত প্যান্ডেল ঘুরলাম
তোমার হাসিতে বারে বারে ফাঁস খেয়ে মরলাম
যতবারই তুমি ধরেছিলে এই হাত
বুকেতে আমার হয়েছিল বাত
বাতের ওই ব্যথার মরণ কামড়
লাগছিল আমার কাছে সুখের চাদর
১২টা অবধি ঘুরেফিরে তুমি চাইলে নিতে বিদায়
আমি বললাম, ''কাল অষ্টমী! বেরোবে না পাঁচটায়?"
তুমি বললে, "পাঁচটায় আমি থাকব এথায় দাঁড়িয়ে
হলুদ পাঞ্জাবি পড়ে তুমি আসবে কি রাস্তা মাড়িয়ে?"
আমি বললাম, "আলবত আসবো! আসবো না কেন, সই?
তুমি বললে হতে পারি তোমার বাড়ির মুড়ি-মুড়কি-খই।"
হেসে তুমি সেই যে গেলে আর তো ফিরে এলে না
দুঃখে আমার দিন যায় তবু রাত কেন যায় না?
অষ্টমীতে তোমার আশায় ছিলাম সেথায় দাঁড়িয়ে
না এসে তুমি দিলে আমার হার্ট এর ব্যথা বাড়িয়ে
আজ আমি হলুদ পাঞ্জাবিতে কাটিয়ে দেই দিন
মানুষ ভাবে আমি হয়ত রাস্তার কোনো মিসকিন
হিমু হওয়ার ইচ্ছা আমার ছিল না কোনো কালে
বাধ্য করে তুমি আমায় হিমুত্ব বরণ করালে
আজ আমি ঘুরি ফিরি দিনে দুপুরে একা
এ কেমন নিষ্ঠুর তুমি দিলে আমায় ছ্যাঁকা?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:০৬

এস বি সুমন বলেছেন: শুভ ব্লগিং

১১ ই মে, ২০১৬ সকাল ৮:০৩

প্রিয়ম দাশ বলেছেন: ধন্যবাদ ভাই! সঙ্গে থাকবেন :)

২| ১১ ই মে, ২০১৬ সকাল ৭:১২

রুদ্র জাহেদ বলেছেন: :) শেষে ছ্যাঁকার কথা না লিখলেও চলত।বেশ লিখেছেন

শুভ ব্লগিং

১১ ই মে, ২০১৬ সকাল ৮:০২

প্রিয়ম দাশ বলেছেন: হাহাহা ধন্যবাদ ভাই! আমার এই ব্লগে প্রথম লেখা আপনার ভালো লেগেছে শুনে ইন্সপায়ারড হলাম। সঙ্গে থাকবেন :)

৩| ১১ ই মে, ২০১৬ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং....... !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.