![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না...... আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।''
স্কুলের গন্ডি পেরিয়েছি অনেকদিন হল। স্কুলে পড়ার সময় স্কুলকে ভীতিকর মনে হলেও। এখন কাউকে স্মৃতির পাতা উল্টাতে বললে হয়তো অনেকেই তার স্কুল জীবনের কথাই বলবেন। প্রাত্যহিক জীবনে নানাভাবে অংক কষলেও আলাদা করে পাটীগণিত কিংবা বীজগণিত করা হয়না। এর মধ্যে অনেকের কাছে অংক ব্যাপারটাই ভীতিকর। যাইহোক আমি আজ আপনাদের একটা অংক করতে দেব। ভয় পাওয়ার কিছু নাই পাঠক। এই অংক পারলে আপনার কোন লাভ নেই। আবার না পারলেও আপনাকে কান ধরে বেঞ্চের উপর দাঁড়াতে হবেনা। এটাকে সহজ ভাষায় পাটীগণিতের একটি সহজ অংক বলতে পারেন। তবে ফলাফল্টা অনেক গুরুত্বপূর্ণ। তাই এর ফলাফলটা আমি দিয়ে দেব। আপনারা দয়া করে ধৈর্য্য ধরে শুধু ফলাফলটা দেখবেন।
অংক ১: “ক” পৃথিবীর বাইরের একটি দেশ। যার ৬৪টি জেলা। ধরে নেয়া যায় প্রতিটি জেলায় গড়ে ১৫০টি করে সরকারী অফিস রয়েছে। যেসব অফিসে প্রতি পাঁচবছর অন্তর অন্তর সরকার পরিবর্তনের সাথে সাথে অফিসের কর্তা ব্যাক্তির চেয়ারের পেছনের ছবিটিও পরিবর্তন জরূরী হয়ে পরে। যেসব সব ছবি তৈরীর কাজে গড়ে ১০০০ টাকা(মুদ্রার একক যদিও টাকা নয় অংকের সুবিধার্তে তাই দেয়া হল) করে খরচ হয় বলে ধারণা করা হয়। প্রতিটি অফিসে যদি একটা করে ছবি দেয়া হয় তবে আপনাদের বের করতে হবে-
ক) সেই দেশে মোট কতটি সরকারী অফিস রয়েছে?
খ) প্রতিটি অফিসে ঐ ছবি সরবরাহ করতে পাঁচ বছর অন্তর অন্তর সেখানে কত খরচ হয়?
সমাধানঃ
১টি জেলায় সরকারী অফিস সংখ্যা ১৫০টি
সুতরাং ৬৪টি ” ” ” ” =(৬৪*১৫৫)টি
=৯৬০০টি
প্রতিটি অফিসে যদি ১টি করে ছবি দেয়া হয়
তবে মোট ছবির সংখ্যা হবে ৯৬০০টি।
এখন, ১টি ছবিতে খরচ হয় ১০০০ টাকা
সুতরাং ৯৬০০টি ” ” ” =(৯৬০০*১০০০)টাকা।
=৯৬০০০০০ টাকা।
উত্তরঃ ক) মোট সরকারী অফিসের সংখ্যা ৯৬০০ টি
খ)ছবি পরিবর্তনে মোট খরচ হয় ৯৬,০০০০০ টাকা
আসুন আমরা সবাই মিলে অন্য গ্রহের দেশটির সরকারী ও বিরোধীদলীয় দুই নেত্রীকে(মজার ব্যাপার হচ্ছে সেখানেও দুটি প্রধান দলের কর্তা হলেন মহিলা) আহবান জানাই তারা যেন ঐ ছবি দুটোর (প্রয়োজনে একবারে আরও কিছু ছবিও দেয়া যেতে পারে)সহবস্থান নিশ্চিত করে কোটি টাকার অপচয় বন্ধ করে তা কোন ভালো কাজে ব্যয় করেন।
©somewhere in net ltd.