নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব ক্রিকেটে ভারতীয় চক্রান্ত

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

বন্ধুপ্রতীম ভারত প্রতিনিয়ত ৪/৫ জন মুসলমান সীমান্তে হত্যা করে সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক নদীর পানি বন্ধ এবং ফেনসিডিলের বন্যা বইয়ে দিয়েও সন্তুষ্ট নয়। এখন তারা বিশ্ব ক্রিকেটের প্রাঙ্গন থেকেও বাংলাদেশকে গায়েব করে দিতে চায়। খোঁজ নিলেই পাওয়া যাবে ভারতের গোয়েন্দা বাহিনী কত শত কোটি ডলার খরচ করেছে আমাদেরকে বিশ্ব ক্রিকেট থেকে সরিয়ে রাখতে। উদ্দেশ্য অত্যন্ত মহৎ, যে দেশটাকে দুদিন পর সিকিমের মত দখল করা হবে সে দেশটাকে আন্তর্জাতিক ভাবে যতটুকু বিচ্ছিন্ন করা যায় ততই ভালো। আমাদের দেশের ঘুমন্ত মুসলমানদের আর কত সংকেত প্রয়োজন যে ভারত এদেশকে সিকিম বানাতে চায়?



বাংলাদেশীদের ভোটে নয়, ভারতীয় শক্তিতে ৫% আমিøকদের ভোটে বর্তমান সরকার আজ ক্ষমতায়, ভারতের এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে তাদের নেতারা কবরবাসীদের মতো নিশ্চুপ। কারণ তারা জানে ক্ষমতায় থাকতে জনগণ গুরুত্বপূর্ণ নয়। জনগণকে নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব, পুলিশই যথেষ্ট। সবচেয়ে বেশি যেই বিষয়টা প্রয়োজন, তা হচ্ছে মহাশক্তির অধিকারী ভারতের করুণা ও ছত্রছায়া।” শুধু ক্রিকেট কেন? সকল আন্তর্জাতিক যোগাযোগ থেকে ভারত আমাদেরকে বাদ দিয়ে দিক, সমস্যা নেই তাতে, আমরা ক্ষমতায় থাকতে পারলেই হলো।” একেই বলে আত্মঘাতী মানসিকতা। অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য যে, আমাদের আম্লিক সরকার আজ বিকারগ্রস্ত হয়েছে ওই মানসিক রোগে।



এদিকে ২০১৩-এর স্বাধীনতা যুদ্ধের ঘোষক ও সমর নায়ক ইমরান হোসেন সরকার উনিও মৃত লাশের মত নিশ্চুপ। উনাকে এখন পরামর্শ দেয়া যেতে পারে, গাজার কলকি ছেড়ে এখন ভারতীয় অ্যাম্বেসীতে আক্রমণ করতে যেভাবে তিনি পাকিস্তান অ্যাম্বেসীতে আক্রমণ চালিয়েছিলেন কিছুদিন পুর্বে। দেখা যাবে যে, এখন পাকিস্তানই আন্তর্জাতিক ক্রিকেট মহলে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্যে দেনদরবার করছে। সেক্ষেত্রে পাকিস্তানকে আবারও হুঁশিয়ার করে দেয়া উচিত যাতে আমাদের বিষয়ে তাদের নাক না গলায়। আমরা ভারতের তাবেদার হয়ে বেঁচে থাকতে চাই। নাঊযুবিল্লাহ!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

রেন বলেছেন: :( :(

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

ফিলিংস বলেছেন: আপনি জানেন আমরা এ প্রস্তাবের বিরোধীতা করেছি। প্রস্তাবটা পাশ হয়নি। বোর্ড এজন্য ধন্যাবাদ পাওয়ার দাবি রাখে।

#ভারত সিমান্তে কি শুধু মুসলমান দের হত্যা করা হয়।হিন্দুদের হত্যা করেনি ???

#আপনিতো আগেই ধর্ম দিয়ে দেশ কে ভাগাভাগি করে ফেললেন।আপনি মনে হয় কখনও কোন হিন্দু মুক্তিযোদ্ধা কে দেখেন নি ??????

#আপনি ক্রিকেট নিয়ে লিখলেন ২ লাইন আর একটা দল নিয়ে লিখলেন ৮ লাইন। ঠিকই আছে সুযোগ ছারবেন কেন।

#ভারতের দালালি--এ নিয়ে লেখা পরতে পরতে আর ভালো লাগছেনা। কেউ কাজের কথা বলছেনা। শুধু ফাও পেচাল।

আ লীগের লোক কিছু করবেনা জানেন তো আপনেরা কার বাল ফেলাছ্ছেন।
ওরা পাকিস্তানের অ্যামবেসি ঘেরাও করেছিলো তো আপনারা ইনডিয়ান অ্যামবেসি ঘেরাও করেন। ওরা রাজাকারদের জন্য শাহাবাগ তৈরি করলে আপনারা ক্রিকেটের জন্য টি, এস, সি তৈরি করেন। শুধু এ কি করল ও কি করল না বলে নিজে কি করেছেন বা করতে পারবেন তাই বলেন। দ্বায়িত্ব কি শুধু ওদের একার। আর আপনাদের দ্বায়িত্ব হল পরনিন্দ কারা।

শাহাবাগ তৈরি হল কিভাবে দেখেছেন। তাহলে কার জন্য বসে আছেন ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.