নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী মোদীকে গণতান্ত্রিক ভর্ৎসনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫

ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে আমরা অতীতেই বলেছিলাম , ক্ষমতায় থেকে কিভাবে নির্বাচনে বিজয় অর্জন করতে হয় সে বিষয়ে আমাদের গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পরামর্শ নিতে। (Click This Link)

তিনি আমাদের পরামর্শ নেয়া প্রয়োজন মনে করেননি। আর সে কারনেই দিল্লীর নির্বাচনে তার দলের এই ভরাডুবি, নিজের দেশে গণতন্ত্র চর্চা আর বাংলাদেশে স্বৈরতন্ত্রের সহায়তা করলে মা দুর্গার বিচার এরূপই হয়। মোদীর উচিত ছিল আমাদের দেশ থেকে আওয়ামী পরামর্শকদের নিয়োগ দেয়া। নিদেন পক্ষে পুলিশের বেনজীর, র‌্যাবের জিয়া আর বিজিবির আজিজকে ভাড়া করলেই হতো। চক্ষের পলকে ভোট কেন্দ্র বিরোধীদলীয় সন্ত্রাসী মূক্ত হতো আর বিপুল ভোটে জয়লাভ করতো সরকারী দল। বিরোধী দলকে কিভাবে সন্ত্রাসী আখ্যায়িত করতে হয়, নিজে মানুষ হত্যা করে কিভাবে বিরোধীদলকে দায়ী করতে হয় এ সবই হচ্ছে আধুনিক গণতন্ত্রের নতুন সংযোজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ডিজিটালাইজ করেছেন, শুধু ভারতবর্ষ নয়, খোদ পশ্চিমা বিশ্ব এখন আমাদের কাছ থেকে ডিজিটাল গণতন্ত্রের শিক্ষা নিতে পারে।

দর্শন হচ্ছে, “ক্ষমতায় আমি, নির্বাচন করাচ্ছি আমি, বিরোধীদল আবার জয় আশা করে কীভাবে?“ গণতন্ত্রের মানষকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মোদী শিশু তূল্য। মোদীর এখনও সময় আছে ক্ষমতা চীরস্থায়ী করতে হলে আমাদের চীরস্থায়ী প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বাধুনিক গণতন্ত্রে পরামর্শ গ্রহণ করা।(Click This Link)
শেখ হাসিনার তুলনায় মোদীকে শিশু বলার কারণ এই যে, মোদী এখনও জানেনা যে, গণতন্ত্রে গণহত্যা ক্ষমতাসীনদের সর্বজন স্বীকৃত “মানবাধিকার”।

সর্বাধুনিক গণতন্ত্রে বিরোধী দল হবে দেশীয় নেড়ি কুত্তার মত অনুগত দল। এরশাদ ক্ষমতায় থাকার সময় যেমনি ছিল আ.স.ম. রব, আর সেই নেড়ী কুত্তার রোল প্লে করছে এখন স্বয়ং এরশাদ, নিয়তি বলে কথা। জোর করে ক্ষমতায় থাকা দলের জন্য সত্যিকারের বিরোধীদল থাকলে চলেনা, প্রয়োজন নেড়ী কুত্তা মানষিকতায় সাজানো বিরোধী দল। তাই, সব শেষে মোদীকে আবারো হুশিয়ার করে দিচ্ছি- আমাদেরকে পরামর্শ না দেয়ার জন্য ভবিষ্যতে দায়ী করবেন না। জনাব নরেন্দ্র মোদী, যদি চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চান তবে অতি সত্বর যোগাযোগ করুন গণতন্ত্রের মানস কন্যার সাথে। আপনার জানা উচিত, উনার পিতাও ছিলেন গণতন্ত্রের এক ঐতিহাসিক বরপুত্র। আব্রাহাম লিংকনের গণতন্ত্রে তিনি পূর্ণতা দিয়েছিলেন বাকশাল রচনার মাধ্যমে। তাই আব্রাহাম লিংকন মারা গিয়েছিল একা আততায়ীর হাতে আর পূর্ণতা দানকারী গজবে পতিত হয়েছিল স্বপরিবারে। মোদী সময় থাকতে হুশিয়ার হোন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১

মুচি বলেছেন: =p~ =p~ :P

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

রক্ত পলাশী বলেছেন: সিটি করপোরেশন নির্বাচনটা তাহলে কেমনে হলো ? সবইতো বিএনপি পেল!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.