নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার প্রিয় দেশ বাংলাদেশ

আমার প্রিয় দেশ বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব ঘৃণা দিবস

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৫

১৯ মার্চ ২০১৫ তারিখ আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব ক্রিকেট প্রতিযোগীতায় বাংলাদেশকে অন্যায়ভাবে হারিয়ে দিয়ে ভারত বিশ্ববাসীর অন্তরে যে পরিমাণ ঘৃণার উদ্রেক করেছে, মানব ইতিহাসে তা নজীরবিহীন। যখন সমগ্র বিশ্ব চোখ মেলে তাকিয়ে আছে টেলিভিশনের পর্দায়, সেই সময় সকলের সামনে নির্লজ্যের মত আচরন ভারতের মত দেশের পক্ষেই সম্ভব। কারন মনে রাখতে হবে,
* ভারত কামসূত্রের দেশ (Click This Link)
* ভারত শিবলিঙ্গের দেশ (Click This Link)
* পাচ ভাই মিলে একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার দেশ (Click This Link)
* ভারত একবিংশ শতাব্দিতে লক্ষ কোটি মেয়ে শিশুদের জীবিত কবর দেয়ার দেশ (http://abcnews.go.com/Health/story?id=2728976)
* ২০১৫ তে ভারত ক্রিকেট খেলায় বিশ্বচ্যাম্পিয়ান হতে পারে নাই বটে, তবে বিশ্ববাসী এক বাক্যে স্বীকার করে নিয়েছে, ভারত ধর্ষণে বিশ্বচ্যাম্পিয়ান (Click This Link)
* ঐ দেশে পুত্র সন্তান তার জন্মদাতা মা কে ধর্ষণ করে (Click This Link)
* পুলিশের ডিআইজি ধর্ষণ করে চাকুরী চ্যুত হয় (Click This Link)
* কুকুরের সাথে কুমারী মেয়ের বিয়ে দেয়া হয় (Click This Link)
* পুরো জাতি নাপাক গো-চনা পান করে (Click This Link)


বাংলাদেশে কিছু কুলাঙ্গার নামধারী মুসলমান যদি কাফিরদের দ্বারা প্রচলিত বিশ্ব প্রেম দিবস (ভ্যালেন্টাইন ডে) মেনে নিয়ে উৎযাপন করতে পারে, তবে ভারতের এহেন ঘৃণিত কর্মকান্ডকে উপলক্ষ করে সর্বান্তকরনে ঘৃণা করার জন্য বিশ্ববাসী এই দিনটিকে (১৯ মার্চ ২০১৫) কেন ‘ঘৃণা দিবস’ হিসেবে উৎযাপন করবেনা?

এতদ্ব বিষয়ে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সহযোগীতা কাম্য। যেহেতু তিনি পহেলা বৈশাখে ঢাকা শহরে সমকামীদের শোভা যাত্রার আয়োজন করতে পারেন (Click This Link), তিনি প্রতিটি স্কুল কলেজে হারাম পহেলা বৈশাখ ব্যাপক উদ্দিপনার সাথে উৎযাপন করার সরকারী নির্দেশনা জারী করতে পারেন, উনার পক্ষেই সম্ভব এই ‘ঘৃণা দিবস’টি বিশ্ববাসীর পালনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ করা। প্রয়োজনে এতদ্ব বিষয়ে জাতিসংঘ এবং আইসিসি (বিশ্ব ক্রিকেট সংস্থা) এর সাথে পত্রালাপ করা।

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অত্যান্ত নির্ভরযোগ্য এই এজেন্টকে যারা আঘাত করতে যেয়ে ব্যর্থ হয়েছিল, তাদের সকলকে ‘র’ দশ দিনের মধ্যে এক এক করে হত্যা করে ফেলে।

যেখানে প্রতিদিন ৪/৫ জন বাংলাদেশী মুসলমানকে নির্মমভাবে সীমান্তে হত্যা করার পরও বর্তমান সরকার টু শব্দটি উচ্চারণ করার সাহস করে না, সেখানে কিনা লোটাস কামাল মিয়া দাদাদের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে, ছাগল কোথাকার (!) কত্ত বড় সাহস (!) বর্ণচোরা আসাদুজ্জামান নূর মানণীয় প্রধানমন্ত্রীর নিকট লোটাস কামালকে ভারতের স্বার্থে জরুরী ভিত্তিতে গুম করার পরামর্শ দিতে পারেন। ফলশ্রুতিতে ‘বিশ্ব ঘৃণা’ দিবস মানব অন্তরে আরো বেশী আবেদন সৃষ্টি করবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘বিশ্ব ঘৃণা’ দিবস

ভাল ভাল। :)

ইংল্যান্ড অসিদের এশেজের মতো- আমাদেরও ষ্ট্যাম্প পুড়িয়ে ছাই করে এই দিবসে তুলে রাখা উচিত। যাতে তা পরবর্তী বিজয়ের অনুপ্রেরণা হয়ে থাকে!

২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৯

শুধু আমার বলেছেন: ভাইজান মাপ কইরাদেন, পচানোর ও একটা সীমা আছে, যদিও কথা আপনার বাস্তব সত্য তারপর ও পড়তে গিয়ে লজ্জাবতি পাতার মতই লজ্জা লেগেছে

৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১১

চলন্ত বলেছেন: আপনার কাছে ভারতের কাজটি খারাপ মনে হতে পারে, তবে আমার তা মনে হয়না। কেন মনে হয়না তা জানতে ক্লিক করুন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.