নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় চরন

প্রিয় চরন › বিস্তারিত পোস্টঃ

ক্যাডেট কলেজে পড়তে এখন মাসিক কত টাকা লাগে ?

০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০৪

আমি আমার ছেলের জন্য ক্যাডেট কলেজে ভর্তির জন্য মনস্থির করেছি। আমি যে লাইফ লিড করি তাতে ওকে সময় দেয়া একেবারে কঠিন হয়ে যাচ্ছে। হয়ত পারবই না। আমি ওড় গাইডেন্ড নিয়ে খুব চিন্তাই আছি। কষ্ট হবে জানি, তারপরও যদি ও কোনক্রমে ক্যাডেট কলেজে চান্স পায় তাতে হয়ত ও পড়াশুনার জন্য একটা গাইডেন্স খুজে পাবে। কয়দিন পর হয়ত ওকে আর গাইডেন্ষ দেয়া আমার পক্ষে আর সম্ভব হবে না।



তাই এখন যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করব ও যেন যথাযত ভাবে প্রস্তুত হয়ে ওখানকার ভর্তি পরীক্ষা দিতে পারে। জানি না চান্স পাবে কি না। তবুও ছেলের জন্য ঐটুকু চেষ্টা করে যেতে হবে।



তারপরেও কত টাকা লাগে সে সম্পর্কে আমার কোন ধারনাই নাই। মাসিক কত টাকা লাগে ওখানে, প্রথমে বর্তি হবার সময় কেমন টাকা লাগে...ইত্যাদি খরচ সম্পর্কে কেও যদি জেনে থাকেন একটু জানান দয়া করে। আমি অনেক কৃতজ্ঞ থাকব।



মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:২৭

পথিক!!!!!!! বলেছেন: গার্ডিয়ানের আয়ের সাথে সংগতি রেখে ........বেতন নির্ধারণ হয়।

২| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৯

প্রিয় চরন বলেছেন: babar jodi income level 20-20 hazar hoi tahole bacchar kemon beton hoi........

just ekta approximately hisaba dorkar amar.....

৩| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪১

প্রিয় চরন বলেছেন: ২০-৩০ hajar hobe

৪| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০৯

ভাঙ্গা পেন্সিল বলেছেন: কয় ভাইবোন সেটাও ডিপেন্ড করে। মানে ওরা আপনার পরিবারের সঙ্গতি অনুযায়ী বেতন ঠিক করে। এবং এটা কখনোই খুব বেশি না। চিন্তিত হবার মতো কিছু আসলে মনে হয় নেই।

৫| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১২

প্রিয় চরন বলেছেন: ভাঙ্গা পেন্সিল @2 vai bon, babar income kintu constant na....
beton ki mashe 8-10 hazar er moto hoye jabe ??

৬| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৩

সুবিদ্ বলেছেন: আমাদের সময় অভিভাবকের আয়ের উপর সবকিছু নির্ধারণ করা হতো। কিন্তু এখন খরচ অনেক বেড়েছে বলে শুনেছি। ভর্তি হতে প্রথমে হাজার দশেক লাগে।

আমি দেখি এই বিষয়ে কোন খোঁজ দিতে পারি কিনা......

০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩০

প্রিয় চরন বলেছেন: ধন্যবাদ সুবিদ ভাই। আমার এটা জানা খুব দরকার! আপনি আরও জানাতে পারলে খুব উপকার হয়!

৭| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৬

শিট সুজি বলেছেন: বর্তমানে বেতন অনেক বেড়েছে । এছাড়াও নিয়মিত অন্যান্য খরচ আছে।

এছাড়া সেখানে খাবারের মান আগের চেয়ে অনেক খারাপ এবং প্রায়ই বিদ্যুৎ থাকে না বলে শুনেছি ।

ক্যাডেট কলেজের ইংরেজী ভার্সনের প্রথম ব্যাচ গত বছর বের হয়েছে। তার বিভিন্ন স্থানে ভর্তি পরীক্ষায় পুর্বের চেয়ে অনেক খারাপ করেছে ।

০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩২

প্রিয় চরন বলেছেন: ইংরেজী ভার্সন টা কি ? এটাতে কি টাকা বেশী লাগে আরও নাকি ? এখনও কি আগের মত কেয়ার নেয় ? ঠিকমত পড়াশুনা করাই বাচ্চাদের ? আপনি যদি আরও জানেন, প্লিজ জানান। খুব জানা দরকার আমার!

৮| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৯

ভাঙ্গা পেন্সিল বলেছেন: বেতন আজ থেকে আট-নয় বছর আগের হিসেব অনুযায়ী আড়াই থেকে তিন হাজার হবার কথা। এখন হয়তো আরেকটূ বাড়বে। কিন্তু আট দশ হাজার হবে বলে মনে হয় না।

আর ইংরেজী ভার্শনের চিন্তা করবেন না। বাংলাই ভালো। আমাদের দেশে ইংরেজী ভার্শন তাদের জন্য যাদের পোলাপান বিদেশে পাঠানোর সামর্থ্য আছে।

৯| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৫

প্রিয় চরন বলেছেন: নাহ, আমি ইংলিশম মিডিয়ামে অত স্বচ্ছন্দবোধ করি না। বাংলা মিডিয়ামেও ভাল ইংলিশ শেখা যায়। আমাদের যা অবস্থা তাতে ৪-৫ হাজার মত কষ্ট করেও হলে আমি খরচ করতে পারব, তারপর হলেও করতে হবে তবে অনেক কষ্ট হবে।আমি চাই ওরা যেন সব দায়িত্ব নিক ওর পড়াশুনার, ওর মেন্টাল ডেভলপ মেন্টের জন্য। ওকে ওরা সুশিক্ষিত করে তুলুক, যাতে ও একজন ভাল মানুষ হতে পারে। জব মার্কেটে চেয়ে আমি চাই ও যেন একটা ভাল মানুষ হোক। আমি এখন যে কন্ডিশনে আছি তাতে ওকে ভালমানুষ বানানর জন্য কেয়ার করা সম্ভব নয়।
ধন্যবাদ আপনার সুন্দর মতের জন্য।
ঐখানে ভর্তি হবার জন্য আমি চিন্তা করছি ওকে একজন ভাল টিউটরের কাছে দেব যে ওকে শুধু ইংলিশ আর ম্যাথ করাবে। আর ক্লাস ৫ থেকে কোচিং করবে ভর্তির জন্য! দোয়া করবেন!

১০| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৫২

ভাঙ্গা পেন্সিল বলেছেন: এতো তাড়াহুড়ার কিছু নাই আসলে। ক্লাস সিক্সে ক্যাডেট কোচিং করালেই চলবে। আমি মির্জাপুর ক্যাডেটে রিটেনে চান্স পাইছিলাম। ফিটনেসের কারণে বাদ পড়ছি:(

তবে ক্যাডেটে না পড়লে যে কেয়ার নেয়া যায় না তা মানতে পারলাম না। এ ব্যাপারে অবশ্য বেশি কিছু বলবোও না, সন্তানের চিন্তা ভাবনা মা-বাবার হাতে ছেড়ে দেয়াই ভালো:D

০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০১

প্রিয় চরন বলেছেন: আসলে আমিও তো ক্যাডেটে পড়ি নাই। কিন্তু এখন পরিস্থিতিটা ভিন্ন। অনেক কারনে ওকে ঠিকমত টাইম দেবার মত সময় করে উঠতে পারছি না। আর আমি চাচ্ছি ও একটু পৃথিবীটাকে ওর মত করে দেখুক। আমার মত করে নয়। হয়ত ও চান্স পাবে না, তারপরও চেষ্টে করে দেখি। প্রিপারেশনের কারনে হয়ত ওড় বেসিকটাই ভাল হয়ে যাবে যেটা ওর পরে লাগবে!
আমি ওকে বাসা থেকে একটু দুরে ভাল জায়গায় রাখতে চাই, কাছে রাখতে ভয় পাচ্ছি!

১১| ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৫৪

মদন বলেছেন: মাসিক খরচ কমকরেও ৪০০০+ এবং তা নির্ধারিত হয় অভিভাবকের আয়ের উপর নির্ভর করে। আমার পরিচিত একজনের ছেলে ভর্তি হলো, যার মাসিক ১১০০০ দিতে হবে, যেখানে তার মাসিক আয় ৫০০০০+

তবে, অভিভাবকের পেশা চাকরীজীবি, সরকারী-বেসরকারী, ব্যবসায়ী ইত্যাদি অনুসারে আলাদা আলাদা খরচ।

০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৪

প্রিয় চরন বলেছেন: নারে ভাই, আমি ৫০ হাজার চোখে দেখি না। তবে আপনাদের সবার কমেন্ট পড়ে অনেক সাহস পাচ্ছি। আমি ভাবছি, টিকুক না না টিকুক, একবার ভর্তি পরীক্ষা দিয়ে দেখুক। আমি মনে হয় বেতনটা বেয়ার করতে পারব। খারন আমার বেতন ২০-৩০ এর মধ্যে!ওহ আমি বেসরকারী জব এ আছি।

১২| ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০০

মোতাব্বির কাগু বলেছেন: আয়ের ১১পারসেন্ট। আপনার আয় অনুযায়ি বেতন ১২০০টাকা লাগবে।

০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৬

প্রিয় চরন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ১১% হলে আমি সাহস করতে পারছি। ব্লগ যে কি উপকার করল বলে বোঝাতে পারব না। আমি অনেককে ফোন করেও ঠিক আিডিয়া পাচ্ছিলাম না!

১৩| ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৩২

শুভ৭৭ বলেছেন: এক কৃষকের ছেলে পড়েছিল পুরা ফ্রি। সে HSC তে 1st stand করেছিল। নাম বলছিনা।

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৩৭

প্রিয় চরন বলেছেন: ধন্যবাদ ভাই। আয়ের সাথে সামন্জস্যপূর্ন হলেই ভাল!

১৪| ০৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

সুবিদ্ বলেছেন: এইমাত্র কলেজে স্যারের সাথে কথা বললাম.......এখন ভর্তির সময় ফেরতযোগ্য জামানত নেয় ৫,০০০.০০.....সর্বনিম্ন মাসিক ফি ১,৫০০.০০, যা অভিভাবকদের আয় বৃদ্ধির সাথে সাথে বাড়ে.....

আর সবই এখন ইংলিশ ভার্সন......বাংলা বই আর নেই......

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৩৭

প্রিয় চরন বলেছেন: আপনি অনেক কষ্ঠ করলেন আমার জন্য। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। আমার মোটেও সম্ভব ছিল না ক্যাডেট কলেজের টিচারদের সাথে যোগাযোগ করার। আমার ডিসিশন নেয়া এখন অনেক সোজা হয়ে গেছে। যদি এইরকম খরচ হয় তাহলে আমার কোন অসুবিধা হবে না ভর্তির ও পড়াশুনার খরচ চালানোর। আপনাকে অনেক ধন্যবাদ।

১৫| ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৩

হাসান বলেছেন: আমি ৯৯ সালে পাস করছি ... রংপুরে ছিলাম। তখন বেতন খুবই কম ছিল এতটুকু মনে আছে। আমার একটা পিচ্চি মামাতো বোন এবার ভর্তি হয়েছে - আপনি চাইলে বাংলাদেশে ফোন করে জানতে পারি।

ক্যাডেট কলেজে না গেলে পোলাপাইন ভাল হবে না, এটা ভাবা ঠিক নয় - তবে আমার জীবনে ক্যাডেট কলেজের ভূমিকা খুবই বেশি।

০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০১

প্রিয় চরন বলেছেন: ভাইয়া খুব ভাল লাগল আপনার কথা শুনে। আপনি যদি জানান তাহলে খুবই ভাল হয়! আমাদের মত ফ্যামিলিতে কোনকিছু করার আগে কত প্লানিং যে করতে হয় তা নিশ্চয় জানেন।

এটা ঠিক ক্যাডেটই শেষ না। আসলে ও এখন আমার সাথে ভাল কিছু করতে পারবে না। আমি পারব না কেয়ার নিতে। ও দিনকে দিন বখে যাবে। তাই চাচ্ছি ও যেন এখটু দূরে নিজের মত করে থাকে, অন্যদের থেকে শিখতে পারে!

১৬| ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৫

হাসান মাহবুব বলেছেন: @হাসান আপনি তাহলে সুবিদের এক ব্যাচ সিনিয়র ছিলেন?ক্যাডেট নেম রশিদ।আমার ভার্সিটি মেট।

১৭| ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৪০

সুবিদ্ বলেছেন: @হাসান মাহবুব: ধন্যবাদ.......

@হাসান: হাসান ভাই, কেমন আছেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.