![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আটা নব্বইটি সতেজ পাতা-
ক্রমশ ভাষাহীন হয়ে বদলে ফেলে রঙ।
জীবনের ঢং ফুরিয়ে এলে পরে
রঙ মিলিয়ে যায় বিষাক্ত বাতাসে।
অনাগত দিনের পাতাবিহীন খাতা খুলে
মৃত মলাট ছুঁয়ে আমি কষে নেই গতদিনের হিসেব;
আমাদের আবাদি জমিন
জীবন্ত মাঠ
জলে ভরপুর যৌবনা ঘাট
সদা সতেজ ঠোঁট
প্রথম চুম্বন
হৃদয়ের কম্পন
মরিচা রাঙা এগোরটা আধ-শুকনো বকুল ফুল
রঙ্গীন কাগজের নৌকা; অতঃপর-
অদৃশ্য পৃষ্ঠা উল্টে পাল্টে তছনছ করি স্মৃতির সংসার।
নির্লিপ্ত চাহনিও তার দৃষ্টি হারিয়ে ফেললে-
ঘন কালো ধোঁয়ার ভেতর হতে উঁকি দেয়; মৃত মলাট।
ধীরে ডাকে, কাঁপা স্বরের কি করুণ সে ডাক! আয়-
ভারী দু পাতার মৃত মলাট ক্রমশ জেগে ওঠে-
শিরোনামে শক্ত অক্ষর-
বুকের মাঝে পদচ্ছাপ এঁকে
জাগিয়ে দেয় চিরায়ত পোক্ত প্রেম।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭
মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
আপনাকে আজ প্রথম পড়লাম, এবং অবশ্যই আনন্দ পাঠ।
শুভ কামনা।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮
মাহবুবুর রহমান টুনু বলেছেন: আমি ব্লগে লিখছি সবে তিন সপ্তাহ চলছে। উৎসাহ বোধ করছি। অশেষ শুভকামনা আপনার জন্য।
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ মিতা! আমিও মফিজ এলাকার মানুষ কিনা!
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
মিথী_মারজান বলেছেন: অসম্ভব সুন্দর!
কত যে সঠিক মূল্যায়ন করেছেন তা বলার মত নয়।
আপনার কবিতায় মুগ্ধতা রইলো আমার।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
মাহবুবুর রহমান টুনু বলেছেন: আপনার মন্তব্য আমাকে মুগ্ধ করেছে । শুভকামনা আপনার জন্য।
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও
তুচ্ছ বলে যা চাইনি তাই মোরে দাও ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪
মাহবুবুর রহমান টুনু বলেছেন: সেই ঢের! এইতো প্রহর কাটছে বেশ! ধন্যবাদ রাজীব ভাইয়া।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামটা অন্যরকম কবিতাটা বেশ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩
মাহবুবুর রহমান টুনু বলেছেন: কবিতার সঙ্গে শিরোনাম এর মিল রাখবার চেষ্টা ছিল। জানি না কতটুকু সার্থক হতে পেরেছি! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর কবিতা ভালো লাগল