নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মান্ধাতার ভাসমান শ্যাওলা এক! ভাসমান এই শ্যাওলাকে ফেসবুক, ইউটিউব, সাউন্ডক্লাউডে পাবেনঃ Kb Mahbub Khan এই নামে। শ্যাওলার সম্বল ছাইপাঁশ লেখা, আবৃত্তি, বাঁশের বাঁশি আর যখন তখন মুখে এক চিলতে হুদাই মার্কা হাসি!

মাহবুবুর রহমান টুনু

মাহবুবুর রহমান টুনু › বিস্তারিত পোস্টঃ

মৃত মলাট

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯



আটা নব্বইটি সতেজ পাতা-
ক্রমশ ভাষাহীন হয়ে বদলে ফেলে রঙ।
জীবনের ঢং ফুরিয়ে এলে পরে
রঙ মিলিয়ে যায় বিষাক্ত বাতাসে।
অনাগত দিনের পাতাবিহীন খাতা খুলে
মৃত মলাট ছুঁয়ে আমি কষে নেই গতদিনের হিসেব;

আমাদের আবাদি জমিন
জীবন্ত মাঠ
জলে ভরপুর যৌবনা ঘাট
সদা সতেজ ঠোঁট
প্রথম চুম্বন
হৃদয়ের কম্পন
মরিচা রাঙা এগোরটা আধ-শুকনো বকুল ফুল
রঙ্গীন কাগজের নৌকা; অতঃপর-

অদৃশ্য পৃষ্ঠা উল্টে পাল্টে তছনছ করি স্মৃতির সংসার।
নির্লিপ্ত চাহনিও তার দৃষ্টি হারিয়ে ফেললে-
ঘন কালো ধোঁয়ার ভেতর হতে উঁকি দেয়; মৃত মলাট।
ধীরে ডাকে, কাঁপা স্বরের কি করুণ সে ডাক! আয়-
ভারী দু পাতার মৃত মলাট ক্রমশ জেগে ওঠে-
শিরোনামে শক্ত অক্ষর-
বুকের মাঝে পদচ্ছাপ এঁকে
জাগিয়ে দেয় চিরায়ত পোক্ত প্রেম।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর কবিতা ভালো লাগল

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
আপনাকে আজ প্রথম পড়লাম, এবং অবশ্যই আনন্দ পাঠ।
শুভ কামনা।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

মাহবুবুর রহমান টুনু বলেছেন: আমি ব্লগে লিখছি সবে তিন সপ্তাহ চলছে। উৎসাহ বোধ করছি। অশেষ শুভকামনা আপনার জন্য।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

মাহবুবুর রহমান টুনু বলেছেন: অশেষ ধন্যবাদ মিতা! আমিও মফিজ এলাকার মানুষ কিনা!

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

মিথী_মারজান বলেছেন: অসম্ভব সুন্দর!
কত যে সঠিক মূল্যায়ন করেছেন তা বলার মত নয়।
আপনার কবিতায় মুগ্ধতা রইলো আমার।:)

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

মাহবুবুর রহমান টুনু বলেছেন: আপনার মন্তব্য আমাকে মুগ্ধ করেছে । শুভকামনা আপনার জন্য।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: যা পাইনি তাও থাক, যা পেয়েছি তাও
তুচ্ছ বলে যা চাইনি তাই মোরে দাও ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

মাহবুবুর রহমান টুনু বলেছেন: সেই ঢের! এইতো প্রহর কাটছে বেশ! ধন্যবাদ রাজীব ভাইয়া।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামটা অন্যরকম কবিতাটা বেশ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

মাহবুবুর রহমান টুনু বলেছেন: কবিতার সঙ্গে শিরোনাম এর মিল রাখবার চেষ্টা ছিল। জানি না কতটুকু সার্থক হতে পেরেছি! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.