নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মান্ধাতার ভাসমান শ্যাওলা এক! ভাসমান এই শ্যাওলাকে ফেসবুক, ইউটিউব, সাউন্ডক্লাউডে পাবেনঃ Kb Mahbub Khan এই নামে। শ্যাওলার সম্বল ছাইপাঁশ লেখা, আবৃত্তি, বাঁশের বাঁশি আর যখন তখন মুখে এক চিলতে হুদাই মার্কা হাসি!

মাহবুবুর রহমান টুনু

মাহবুবুর রহমান টুনু › বিস্তারিত পোস্টঃ

বিষাদ বন্দনা

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯



বিষাদের সাথে বিবাদ হয়েছে হলো বহুকাল
নিরালা পথ ধরে নিশ্চুপ যে পথিক আমি-
হাঁটছি একলা; সে খুব সুখী।
বিশ্বাসী বায়না ফিরিয়ে, অবিরত করে অবিশ্বাসের সওদা-
সুখের সনে সন্ধি হয়েছে ঢের!
আমার বরং বিষাদ চাই।
চাই এক বুক বেদনা।
.
প্রেয়সীর মেঘকালো চুল ছুঁয়ে প্রথম ভুলে
ভাসতে চাই তার অভিমানের খেয়ায়! অথবা;
কড়া বিবাদে একদিন অদৃশ্য হবে প্রেয়সী,
হারাবার অপরাধে বেদুঈন হবো ফের!
.
খুব নির্জনে জমতে থাকা চোখের জলে
একটি নদী হবে, ওর নাম; প্রেয়সী!
উল্লাসে আত্মহারা আমি বেদুঈন,
সাঁতার না জানা অপরাধী আমি বেদুঈন।
প্রেয়সীর সাথে অবগাহনের লোভে-
ডুব দিয়েছি যে আমি বেদুঈন,
সেই আমার সুখের সনে আড়ি,
এই আমার বিষাদেই হোক বাড়ি।
.
এক ডুব,
দ্বিতীয় ডুবে ডুবল ধরা এবং আলো,
তৃতীয় ডুবে প্রেয়সী হাসছে যখন-
তখন ডুব নয় আর তবে, এবার বরং ভেসে যাই!
আলোহীন কি এক অন্ধকার বুকে ভাসছি,
ভেসে চলেছি নিরন্তর স্রোতে,
কি সুখ হায় বিষাদে!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

বিজন রয় বলেছেন: আপনি নতুর ব্লগার। আপনার এখানে আমি আগে কথা বলিনি। কিন্তু আপনার আগের কবিতাটি 'মৃত মলাট' আমার সেরা ২৫ এ স্থান পেয়েছে। আপনি হয়তো খেয়াল করেন নি। আমার ব্লগবাড়ী ঘুরে আসতে পারেন।

আর এই কবিতাটি পড়লাম। অনেক ভাল হয়েছে।
সকালে ব্লগে এসেই আপনার এই সুন্দর, হৃদয়কাড়া কবিতাটি পেলাম।

আরো লিখুন এই মান ধরে রেখে।

শুভকামনা রইল।

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

মাহবুবুর রহমান টুনু বলেছেন: হ্যাঁ আমি একদমই নতুন, এখনো অনেককিছুই বুঝি না, পারি না। লেখালেখিতেও নতুনই বলা যায়। আপনার ব্লগবাড়ি ঘুরে এসেছিলাম আপনাকে না জানিয়ে। ফের গেলে জানিয়ে আসব। আমার কবিতা আপনার নির্বাচিত ২৫ টি কবিতার ভেতর স্থান পেয়েছে জেনে প্রীত হলাম। কৃতজ্ঞতা।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর লিখেছ টুনু
ব্লগে এগিয়ে যাবে আমাদের এই নতুন মনু।
++++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

মাহবুবুর রহমান টুনু বলেছেন: বেশ ছন্দ মিলিয়েছেন তো! ভাল লাগল। শুভকামনা আপনার জন্য।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

মাহবুবুর রহমান টুনু বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.